Bardhaman Jn: বর্ধমান স্টেশনে রেলের অনুষ্ঠানে গরহাজির তৃণমূল বিধায়ক, ব্যস্ত ধর্না কর্মসূচিতে

রবিবার এই অনুষ্ঠান উপলক্ষ্যে রেলের আধিকারিকরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্ধমানের তৃণমূল বিধায়ক আমন্ত্রণ পেলেও রেলের অনুষ্ঠানে গরহাজির ছিলেন।

Bardhaman Jn: বর্ধমান স্টেশনে রেলের অনুষ্ঠানে গরহাজির তৃণমূল বিধায়ক, ব্যস্ত ধর্না কর্মসূচিতে
বর্ধমান জং স্টেশন। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 8:59 AM

বর্ধমান: অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের একাধিক স্টেশনকে সাজিয়ে তোলা হবে। রবিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ রাজ্যের ৩৭টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। তার মধ্যে রয়েছে বর্ধমান জংশন। রবিবার এই অনুষ্ঠান উপলক্ষ্যে রেলের আধিকারিকরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্ধমানের তৃণমূল বিধায়ক আমন্ত্রণ পেলেও রেলের অনুষ্ঠানে গরহাজির ছিলেন। বদলে তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর ছড়িয়েছে বর্ধমানে।

রবিবার বর্ধমান জংশন স্টেশনেও অমৃত ভারত স্টেশন প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম সঞ্জিত কুমার ও সাংসদ এসএস আহলুওয়ালিয়া। স্থানীয় বিধায়কের অনুপস্থিতি নিয়ে বিজেপির প্রবীণ সাংসদ বলেছেন, “এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক খোকন দাস ও নিশীথ মালিককে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু খোকন দাস বা নিশীথ মালিক আসেননি। তাঁরা এলে পরিবেশ ভালো হত। আমাকে তাঁদের ভাল লাগে না হয়তো।”

এর আগেও রেলের প্রকল্পে গরহাজির থেকেছেন বিধায়করা। এ দিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বিধায়ক খোকন দাস। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, “কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখছে। আমরা সেই সরকারের অনুষ্ঠানে যেতে পারি? আগে কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা দিক। তার পর ভাববো।” সাড়ে চার বছরে সাংসদ কোনও কাজ করেননি বলেও অভিযোগ তাঁর।