Kalna Oldwoman Death: চাকে বাঁশের কঞ্চি ঠেকতেই ছেঁকে ধরল বৃদ্ধাকে, ভিমরুলের আক্রমণে মৃত্যু বৃদ্ধার
Kalna: মৃতের নাম শিধুবালা দাস (৮২)। ঘটনাটি জিরাট উত্তর গোপালপুর এলাকায় হলেও ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে কালনা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, বুধবার রান্নার জন্য স্থানীয় একটি বাগানে বাঁশের কঞ্চি আনতে গিয়েছিলেন ওই বৃদ্ধা।
কালনা: বাঁশের কঞ্চি কাটতে বাগানে গিয়েছিলেন। কিন্তু অসাবধানবশত বাঁশের কঞ্চির আঘাত লেগে যায় ভিমরুলের চাকে। তারপরই ঝাঁকে-ঝাঁকে উড়ে এল ভিমরুল। ছেকে ধরল বৃদ্ধাকে। আর ভিমরুলের কামড়ে মৃত্যু হল বৃদ্ধার।
মৃতের নাম শিধুবালা দাস (৮২)। ঘটনাটি জিরাট উত্তর গোপালপুর এলাকায় হলেও ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে কালনা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, বুধবার রান্নার জন্য স্থানীয় একটি বাগানে বাঁশের কঞ্চি আনতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সেই সময় বাগানের মধ্যে থাকা একটি ভিমরুলের আঘাত লাগে বাঁশের কঞ্চির। তখনই ঝাঁকে-ঝাঁকে ভিমরুল এসে ছেঁকে ধরে শিধুবালাদেবীকে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জিরাট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
মৃতার ছেলে ক্ষুদিরাম দাস বলেন, “মাকে বুধবার ভিমরুলে কামড়ে দেয়। আমি বারবার বললাম যে বয়স হয়েছে এইভাবে বাগানে যেতে না। কোনও কথাই শুনল না। সেই গেল বাগানে। আর তখনই কামড়ে দিল ভিমরুল। আমার ভাইপো ফোন করে বলল কাকা তুমি ছুটে এসো ঠাকুমাকে ভিমরুলে কামছে। আমি বাড়ি ফিরে দেখি গোটা শরীর চাকচাক হয়ে গিয়েছে ফুলে গিয়ে।”