TMCP-র প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় উত্তেজনা ভাতারের কলেজে, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বহিরাগতদের

TMCP: অভিযোগ, সভা শুরুর আগেই কলেজে ঢোকে বেশ কিছু বহিরাগত। ঢুকেই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও সহ-সভাপতিকে বেধড়ক মারধর করা হয়।

TMCP-র প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় উত্তেজনা ভাতারের কলেজে, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বহিরাগতদের
ব্যাপক উত্তেজনা কলেজ চত্বরেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 12:00 PM

ভাতার: তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল প্রস্তুতি সভার। সেই সভা শুরু হওয়ার আগেই ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতার দাশরথি হাজরা মেমোরিয়াল কলেজে। অভিযোগ, সভা শুরুর আগেই কলেজে ঢোকে বেশ কিছু বহিরাগত। ঢুকেই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও সহ-সভাপতিকে বেধড়ক মারধর করা হয়। পাল্টা প্রতিরোধ করেন শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ ক্যাম্পাস। খবর যায় পুলিশে। পুলিশ এসেই শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

ঘটনায় কলেজের পড়ুয়া শেখ মণিরুল হাসান বলেন, “ওদের কাউকেই আমরা চিনি না। সব বাইরের ছেলে। আচমকা কলেজে ঢুকে আমাদের মারধর শুরু করে। ওর চাইছিল না আমারা সভাটা করি। সভা করার জন্য় তো আমরা সব অনুমতি নিয়েছিলাম। অধ্যক্ষকেও জানিয়েছিলাম।”

কলেজের সাধারণ সম্পাদক জয়শ্রী সাহা বলেন, “আমাদের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। এদিনই আমরা কলেজে ২৮ অগস্টের একটি প্রস্তুতি সভা করছিলাম। কিন্তু, ওরা তা বানচাল করতে চায়। পরে জানতে পারি স্থানীয় পার্টি এই প্রোগ্রাম করা হয়েছে। কিন্তু সেটা আমাদের বলা হয়নি। গতকাল নাকি এই অনুষ্ঠান হয়েছে। এদিকে মারধরের কথা পুলিশকে জানাতে গেলে ওরা অভিযোগ নেয়নি। কলেজও কোনও অভিযোগ নেয়নি। কলেজে এটা কী চলছে আমরা বুঝতে পারছি না। যে যখন খুশি কলেজে ঢুকে আমাদের মারধর করে চলে যাচ্ছে। এদের কাউকেই আমরা চিনি না।”