TMC MLA Birthday Controversy: তৃণমূল বিধায়কের জন্মদিনে IC-র কেক খাওয়ানো নিয়ে বিতর্ক, দু’জন দিলেন দু’রকম সাফাই

Purbasthali: একজন পুলিশ আধিকারিক কীভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে বিধায়কের জন্মদিন পালন করেন? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, পাশাপাশি তাঁর নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন।

TMC MLA Birthday Controversy: তৃণমূল বিধায়কের জন্মদিনে IC-র কেক খাওয়ানো নিয়ে বিতর্ক, দু'জন দিলেন দু'রকম সাফাই
বিধায়কের জন্মদিন পালন আইসি-রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 6:37 AM

সৌরভ দত্ত

পূর্বস্থলী: তৃণমূল বিধায়কের জন্মদিন পালন করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার আইসি। মোমবাতি জ্বেলে বিধায়ককে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁকে। বিধায়কের ফ্যান ক্লাব পেজ থেকে সে সব ছবি আবার পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি পোস্ট করতেই শুরু বিতর্ক। একজন পুলিশ আধিকারিক কীভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে বিধায়কের জন্মদিন পালন করেন? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, পাশাপাশি তাঁর নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন।

সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে তাঁর জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছেন পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়। দলীয় কার্যালয়েই চলছে ‘সেলিব্রেশন’। আর তপনবাবুর জন্মদিনের কেক কাটতে ও মোমবাতি জ্বালাতে দেখা যাচ্ছে আইসি-কে। ফলত বিরোধীদের প্রশ্ন একজন আইসি যদি তৃণমূল বিধায়কের এইভাবে জন্মদিন পালন করেন তাহলে তাঁর কাছে অভিযোগ জানিয়ে আদৌ কি সুবিচার মিলবে?

ঘটনার প্রতিক্রিয়া নেওয়ার জন্য TV9 বাংলার সাংবাদিক আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে ফোন করেন। তবে দু’জনের প্রতিক্রিয়ায় পাওয়া গেল বিস্তর গড়মিল। আইসি বলছেন তপনবাবুই ফোন করে ডেকে পাঠিয়েছেন তাঁকে। তিনি জানতেন না বিধায়কের জন্মদিন ছিল। অপরদিকে বিধায়ক আবার বলেছেন, তিনি কাউকে ডাকেননি। নিজে থেকেই আইসি এসেছেন। 

কার কী প্রতিক্রিয়া?

IC সন্দীপ গঙ্গোপাধ্যায় সাফাই দিতে গিয়ে বলেছেন, “এলাকায় খোঁজ নিয়ে দেখবেন আমি নিরপেক্ষভাবেই কাজ করে এসেছি। আমি জানতাম না ওনার জন্মদিন রয়েছেন। বিধায়ক আমায় ডেকেছেন। বললেন একবার আসতে। তাই আমি গিয়েছিলাম। সৌজন্য রক্ষার্থেই গিয়েছি।” অপরদিকে, তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “কেউ যদি ভালবেসে আসে আমি কি তাড়িয়ে দেব? আমি কাউকে ডাকিনি। নিজে থেকেই এসেছেন।”