Purbosthali Borad: ম্যাজিক ফিগার পেয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল

Purbosthali Borad: সূত্রের খবর অলক ঘোষকে পঞ্চায়েত প্রধান করার জন্য পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক ১৬ জন পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েত থেকে বের করে দেন।

Purbosthali Borad: ম্যাজিক ফিগার পেয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল
ম্যাজিক ফিগার পেয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 5:13 PM

পূর্বস্থলী: ম্যাজিক ফিগার থাকতেও পঞ্চায়েতে ভোট গঠন করা হল না তৃণমূলের। এমনও ঘটল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। বোর্ড গঠন কবে হবে, মুখ খুলতে চাইনি প্রশাসন। বিধায়ক ঘনিষ্ঠ অলক ঘোষকে প্রধান করতে আপত্তি জানালেন ১৬ জন তৃণমূলের জয়ী প্রার্থী। তাঁরা সুমন দাসকে প্রধান করবে বলে দাবি জানালেন। আর সেই কাজিয়ায় আটকে গেল পিলা পঞ্চায়েতের তৃণমূলের ভোট গঠন।

সূত্রের খবর অলক ঘোষকে পঞ্চায়েত প্রধান করার জন্য পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক ১৬ জন পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থীদের পঞ্চায়েত থেকে বের করে দেন। তবে তাঁরা সুমন দাসকে পঞ্চায়েত প্রধান করবে বলে বেঁকে বসায় অবশেষে ভেস্তে যায় বোর্ড গঠন। তবে এ বিষয়ে তৃণমূলের দুই গোষ্ঠী ক্যামেরার সামনে কেউ কোনও বক্তব্য রাখতে চাইনি। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ২৫ টি আসনের মধ্যে তৃণমূল ১৯ টি আসনে জয় লাভ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বক্তব্য, দলের নিয়ম অমান্য করেই আদতে অনেকে প্রধান নির্বাচিত করতে চাইছিল। কিন্তু যে ধরনের অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। তবে এলাকায় এই নিয়ে উত্তেজনা রয়েছে।