Bardhaman University: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিন পরীক্ষা বাতিলের নির্দেশিকা TMCP-র
Bardhaman University: উল্লেখ্য, ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এসএফআই-এর দাবি, ওই দিন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্গত দূরশিক্ষা বিভাগের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের পার্ট ২ পরীক্ষার বাতিল করা হয়েছে।
বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিরুদ্ধে পরীক্ষা বাতিলের নির্দেশিকা দেওয়ার অভিযোগ তুলল এসএফআই (SFI)। তাদের অভিযোগ, টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্য পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নয়, ওই দিন দু’টি পরীক্ষাই বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে ডেপুটেশন দিয়েছে এসএফআই।
উল্লেখ্য, ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এসএফআই-এর দাবি, ওই দিন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্গত দূরশিক্ষা বিভাগের ইতিহাস ও সংস্কৃত বিষয়ের পার্ট ২ পরীক্ষার বাতিল করা হয়েছে। এসএফআই-এর দাবি, সাধারণ ছাত্র-ছাত্রীদের দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্যই বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি, নির্ধারিত পরীক্ষা সূচি মেনে যেন উক্ত পরীক্ষাগুলি গ্রহণ করা হয়। এর আগেও এই কাণ্ড ঘটেছে বলে অভিযোগ এসএফআইএর।
টিএমসিপি নেতা স্বরাজ ঘোষ বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ আবেদন জানায়নি। আবেদন করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। কারণ ওই দিন বাসে ভিড় হবে, অনেক গাড়ি চলবে না ফলে যেই সকল পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে তাদের অসুবিধায় পড়তে হবে। আর পরীক্ষার্থীর সংখ্যা রয়েছেন প্রায় দু’হাজার। ওই পরীক্ষার্থীদের কলকাতায় নিয়ে গিয়ে আমাদের কোনও লাভ নেই। তবে পরীক্ষার্থীদের কথা ভাবার জন্য সংসদকে ধন্যবাদ জানাই।” অপর দিকে এসএফআই নেতা প্রবীর ভৌমিক বলেন, “১০ তারিখ নোটিস দেখি। সেখানে বলা হয়েছে ২৮ তরিখের পরীক্ষা বাতিল। আবার সংসদেরদেরও একটি নোটিস আমাদের নজরে এসেছে। সেখানে বাতিলের আবেদন জানানো হয়েছে।” ছাত্র সংসদের প্রেসিডেন্ট মণিকাঞ্চন মণ্ডল বলেন, “ডিস্টেন্সে পড়ুয়া কম। ওরাই বলেছিল ওই দিন পরীক্ষা দিতে আসতে সমস্যা হবে। সেই কারণে পরীক্ষা যদি পিছিয়ে দেওয়া যায়। এখানে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”