Allegation of Ragging: ‘মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি! TMCP নেতার বিরুদ্ধে নালিশ কলেজের অ্যান্টি র‌্যাগিং সেলে

Anti Ragging Cell: অভিযোগকারী পড়ুয়া ও যাঁর বিরুদ্ধে অভিযোগ দুই পক্ষকে নিয়েই আলোচনায় বসেছিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, 'ব্যক্তিগত কিছু ভুলবোঝি ছিল। সেটা মিটে গিয়েছে। এখন তারা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করছে।'

Allegation of Ragging: 'মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার' হুমকি! TMCP নেতার বিরুদ্ধে নালিশ কলেজের অ্যান্টি র‌্যাগিং সেলে
পাঁশকুড়াতেও র‌্যাগিংয়ের অভিযোগImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 11:48 PM

পাঁশকুড়া: যাদবপুরকাণ্ডে র‌্যাগিং-এর অভিযোগে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। আর এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কলেজেও র‌্যাগিং-এর অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে না গেলে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি ! এমনই অভিযোগ উঠে এসেছে পাঁশকুড়া সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে। বিষয়টি নিয়ে ওই পড়ুয়ার বাবা ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষের কাছে ও অ্যান্টি র‌্যাগিং সেলের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দিয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী পড়ুয়া ও যাঁর বিরুদ্ধে অভিযোগ দুই পক্ষকে নিয়েই আলোচনায় বসেছিল কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, ‘ব্যক্তিগত কিছু ভুলবোঝাবুঝি ছিল। সেটা মিটে গিয়েছে। এখন তারা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করছে।’

অভিযোগকারী পড়ুয়ার অভিযোগ, তৃণমূলের এক ছাত্র নেতা তাঁকে ফোন করে হুমকি দিয়েছে ‘মেরে তোর ঠ্য়াং ভেঙে দেব।’ কেন এমন হুমকি দেওয়া হচ্ছে, তা নিয়ে ওই পড়ুয়া তৃণমূলের ছাত্র নেতাকে প্রশ্ন করেছিলেন। জবাবে তাঁকে বলা হয়েছিল, তিনি নাকি ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যেতে রাজি হননি এবং তাঁর জুনিয়রদেরও নাকি প্রভাবিত করেছিলেন সমাবেশে না যাওয়ার জন্য। অভিযোগকারী পড়ুয়ার দাবি, তাঁর বিরুদ্ধে তৃণমূলের ছাত্র নেতা যে সব অভিযোগ তুলছেন, তা পুরোটাই ভিত্তিহীন। ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে ছিলেন ওই পড়ুয়া ও তাঁর পরিবারের লোকেরা। সন্তানের কোনও বিপদ হতে পারে, সেই আশঙ্কায় কলেজের অ্যান্টি র‌্যাগিং সেলে অভিযোগ জানান পড়ুয়ার বাবা।

যদিও তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কনভেনার শুভ রায়ের বক্তব্য, কোনও পড়ুয়াকে সমাবেশে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়নি। সকলের কাছে কেবল আবেদন করা হয়েছে যাওয়ার জন্য। মারধরের কোনও হুমকিও দেওয়া হয়নি বলে দাবি তাঁর। শুভ রায়ের বক্তব্য, যে দু’জনের মধ্যে এই গন্ডগোলের কথা বলা হচ্ছে, তাঁরা দুজনেই বন্ধু। তাঁদের মধ্যে কোনও কারণে কোনও সমস্যা হয়েছিল।

পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের এক অধ্যাপকও জানাচ্ছেন, অ্যান্টি র‌্যাগিং সেলের তরফে দুইজন পড়ুয়াকে নিয়েই আলোচনায় বসা হয়েছিল এবং সমস্যার মিটমাট করে দেওয়া হয়েছে।