National Flag Hoisting: মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন! তুমুল বিতর্কের মুখে কাঁথির পুরপ্রধান
Contai: কাঁথি পুরসভার পুরপ্রধানের এমন কাণ্ডের জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি। আর এদিকে তৃণমূল পরিচালিত পুরসভায় এমন কাণ্ডে কটাক্ষ করতে ছাড়ছে না জেলার বিজেপি নেতৃত্ব।
কাঁথি: মধ্যরাতে পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন। আর তা নিয়েই যত বিতর্ক পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। বিতর্কের সূত্রপাত, মঙ্গলবার মধ্যরাতে। দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করতে কাঁথি পুরসভায় মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান সুবলকুমার মান্না। নিমেষে সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। বিভিন্ন মহল থেকে নিন্দা ও সমালোচনার ঝড় উঠতে শুরু করে। আর নিয়েই বেশ বিব্রত তৃণমূল শিবির। কাঁথি পুরসভার পুরপ্রধানের এমন কাণ্ডের জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি। আর এদিকে তৃণমূল পরিচালিত পুরসভায় এমন কাণ্ডে কটাক্ষ করতে ছাড়ছে না জেলার বিজেপি নেতৃত্ব।
এই অস্বস্তির মধ্যেই কাঁথি পুরসভার উপপুরপ্রধান সুপ্রকাশ গিরি মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলনের তীব্র নিন্দা জানিয়েছেন। বলছেন, ‘মধ্যরাতে কোনও সরকারি প্রতিষ্ঠানে এভাবে জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। কাঁথি পুরসভায় মাঝরাতে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে বলে খবর পেয়েছি।’ এই ঘটনায় কাঁথির গৌরব নষ্ট হয়েছে এবং জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলেই মনে করছেন তিনি। এদিনের ঘটনার জন্য কাঁথির সাধারণ মানুষজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। মাঝরাতের এই কাণ্ডের জন্য কাঁথির পুরপ্রধানের হঠকারিতাকেই দায়ী করছেন তিনি। সুপ্রকাশ গিরির বক্তব্য, পুরপ্রধান কারও সঙ্গে আলোচনা না করে একাই সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়ে।
এদিকে কাঁথি পুরসভার পতাকা উত্তোলন ঘিরে এই বিতর্কের মাঝেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে পুরপ্রধানের কাণ্ড নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও। আর এসবের মধ্যেই পুরপ্রধানের প্রতিক্রিয়া নেওয়ার জন্য সুবলকুমার মান্নাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। ফলে বিষয়টি নিয়ে পুরপ্রধানের কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এই বিতর্ক নিয়ে পুরপ্রধান এবং তৃণমূল শিবিরকে কড়া ভাষায় সমালোচনা করেছে বিজেপি। পদ্ম শিবিরের কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্রের খোঁচা, ‘তৃণমূল কংগ্রেস এখন সমস্ত প্রশাসনিক ভবনের রাজনীতিকরণ করে দিয়েছে। আজ মধ্যরাতে জাতীয় পতাকা তুলছে, হয়ত আগামী দিনে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেবে।’
এদিকে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনও সরকারি প্রতিষ্ঠানে গভীর রাতে জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। দিনের বেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন।’