Khejuri: সোমবার খেজুরিতে বোর্ড গঠন, আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই সদস্যের

Khejuri: খেজুরি-২ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৫। ৬টি আসন জিতেছে তৃণমূল। ৯টিতে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু এদিন বিজেপির দুই সদস্যের দল ছাড়ার সিদ্ধান্তে তৃণমূলের আসন এখন ৮।

Khejuri: সোমবার খেজুরিতে বোর্ড গঠন, আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই সদস্যের
তৃণমূলে যোগদান।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 11:59 PM

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে কার্যত ‘রং বদল’-এর খেলা চলছে উপকূলের জেলায়। কখন কে কার সমর্থন নিয়ে যে বোর্ড গঠন করে ফেলছে, বোঝা দুষ্কর। কখনও বাম-বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গড়ছে নির্দল, আবার কখনও শাসককে শায়েস্তা করতে বিরোধীদের সমর্থনে প্রধান পদ ছিনিয়ে নিচ্ছেন দলেরই কোনও নেতা। এসবের মধ্যেই সোমবার বোর্ড গঠন খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে। প্রথম থেকে হিসাব যে পথে এগোচ্ছিল তাতে এখানে বোর্ড গঠন করার কথা বিজেপির। কিন্তু শেষবেলায় পাশা উল্টে গেল। খেজুরি-২ থেকে ঝরল পদ্ম, ঘাসফুল ফোটা এখন শুধু সময়ের অপেক্ষা।

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হতে চলেছে। তার আগে রবিবার তৃণমূলে যোগ দেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির বিজেপির দুই সদস্য উদয়শঙ্কর মাইতি ও বিপাশা দাস। এরমধ্যে উদয়শঙ্কর খেজুরি-৪ মণ্ডল বিজেপির সভাপতি। রবিবার বিকালে কাঁথি শহরের ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা। খেজুরি- ২ ব্লকের নিচকসবা গ্রামপঞ্চায়েত এলাকায় বিজেপি হিংসা ছড়াচ্ছে এমনই অভিযোগ দলত্যাগীদের। দল ছেড়ে প্রতিবাদ জানালেন বলেও জানান তাঁরা।

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৫। ৬টি আসন জিতেছে তৃণমূল। ৯টিতে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু এদিন বিজেপির দুই সদস্যের দল ছাড়ার সিদ্ধান্তে তৃণমূলের আসন এখন ৮। খুব বড় কোনও অঘটনা না ঘটলে এ বোর্ড শাসকদলই গঠন করবে বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের ২৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল জিতেছে ১৯টিতে। বিজেপির দখলে খেজুরি-২, নন্দীগ্রাম-১, শহিদ মাতঙ্গিনী এবং কাঁথি-১। নন্দীগ্রাম- ১ ও এগরা- ২ পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা সমান সমান রয়েছে বিজেপি ও তৃণমূলের। সোমবারই স্পষ্ট হয়ে যাবে পঞ্চায়েত সমিতিগুলির চূড়ান্ত ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ এদিনই ২৫টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন ধার্য করা হয়েছে। বুধবার জেলা পরিষদের বোর্ড গঠনের দিন। ৭০টি আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ৫৬টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, ১৪টি বিজেপির দখলে।

এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, “খেজুরিতে বিজেপি যে সন্ত্রাসের রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে তার বিরুদ্ধে মানুষ এককাট্টা হচ্ছে। খেজুরি-২ ব্লকের মণ্ডল সভাপতি, তিনি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যও। তিনি ও আরও একজন নির্বাচিত সদস্য হিংসা বিভাজনের রাজনীতিকে পরিত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন।”

কাঁথি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারীর বক্তব্য, “কোনওভাবে প্রভাবিত হয়ে দলে সঙ্গে থাকেননি। যাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁদের দলে গেলেন। শৃঙ্খলারক্ষা কমিটি আছে আমাদের। দেখা হবে বিষয়টি।”