Suvendu Adhikari: মাওবাদী যোগ জেনেও পুলিশ চুপ! মামলা প্রসঙ্গে বললেন শুভেন্দু

Suvendu Adhikari: ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুরে বিক্ষোভে অংশও নিয়েছেন শুভেন্দু। সেখানে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগও উঠেছে। আর সেই সবকটি ঘটনার পিছনে মাওবাদী যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু।

Suvendu Adhikari: মাওবাদী যোগ জেনেও পুলিশ চুপ! মামলা প্রসঙ্গে বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 1:20 AM

নন্দীগ্রাম: মাওবাদী কর্মী বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, জনস্বার্থ মামলা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এনআইএ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাওবাদী সংগঠনের যোগ আছে বলে দাবি করে সরব হয়েছেন শুভেন্দু। সোমবারই এই বিষয়ে মামলা করেছেন হাইকোর্টে। নন্দীগ্রামে এদিন এক সভায় যোগ দিয়ে তিনি বলেন, মাওবাদী সংগঠন ভারতে নিষিদ্ধ। এখানে যদি কেউ নিজেকে মাওবাদী কর্মী বলে উল্লেখ করেন, তারপরও পুলিশ কেন নীরব! এই রাষ্ট্রবিরোধী সংগঠনের বিরুদ্ধে তদন্তের জন্য এনআইএ তদন্ত চেয়েছি। তাঁর দাবি, পুলিশ যদি ব্যবস্থা নিত, তাহলে আদালতের দ্বারস্থ হতে হত না।

ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুরে বিক্ষোভে অংশও নিয়েছেন শুভেন্দু। সেখানে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগও উঠেছে। আর সেই সবকটি ঘটনার পিছনে মাওবাদী যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু। আজ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন।

যাদবপুরে শুভেন্দুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ওঠে। মাওবাদী স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরপরই বিজেপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার মামলাটি শুনতে পারেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।