TMC-BJP Clash: নন্দীগ্রামে স্বাধীনতা দিবসের দিনও অশান্তি, একই জায়গায় উত্তোলন করা হল TMC-BJP-র ভিন্ন পতাকা
TMC-BJP Clash: অভিযোগ, এ দিন প্রধানের অনুপস্থিতিতেই উপপ্রধানকে নিয়ে পতাকা উত্তোলন করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরে প্রধান এসে দেখেন পতাকা উত্তোলন হয়ে গিয়েছে।
নন্দীগ্রাম: স্বাধীনতা দিবসের দিন পতাকা তোলাকে কেন্দ্র করেও উত্তেজনা। যুযুধান তৃণমূল-বিজেপি। একই জায়গায় দেশের পতাকা দুই পতাকা তুলল দুই রাজনৈতিক দল। তারপর দুই পক্ষের মারধর। আহত সাতজন।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেখানে প্রধানের সংরক্ষিত আসনের জন্য তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি মনোনিত জয়ী প্রার্থী প্রধান হয়েছেন। আর তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী উপ-প্রধান হয়েছেন।
অভিযোগ, এ দিন প্রধানের অনুপস্থিতিতেই উপপ্রধানকে নিয়ে পতাকা উত্তোলন করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরে প্রধান এসে দেখেন পতাকা উত্তোলন হয়ে গিয়েছে। পরে বিজেপি সমর্থকদের নিয়ে ওই একই জায়গায় আবার একটি পতাকা উত্তোলন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারপরই শুরু হয় উত্তেজনা মারধরের জেরে আহত হয় দু’পক্ষের সাতজন।
অপরদিকে, নন্দীগ্রামের ভেকুটিয়া ২৭, ভিমকাটা বুথে পতাকা উত্তোলন করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকায় যায় নন্দীগ্রাম থানার। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পতাকা উত্তোলন করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী দু’পক্ষই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।