Khejuri: বিজেপির টিকিটে জিতে তৃণমূলে এসেই ‘পুরস্কার’, মিলল পঞ্চায়েত সমিতির সভাপতির পদ
Panchayat Samiti Board: রবিবার উদয়শঙ্কর মাইতি ও বিপাশা দাস নামে দুই বিজেপির সদস্য তৃণমূলে যোগদান করেন। তারপর থেকেই অঙ্কটা কিছুটা স্পষ্ট হতে শুরু করেছিল। নতুন সমীকরণে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের শক্তি দাঁড়ায় আট এবং বিজেপির শক্তি কমে আসে সাতে।
খেজুরি: খেজুরি-২ পঞ্চায়েত সমিতির বোর্ড শেষ পর্যন্ত গেল তৃণমূলের হাতে। এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল। খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে মোট ১৫টি আসন রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় বেশিরভাগ আসনেই জয়ী হয়েছিল বিজেপি। ৯টি আসন ছিল বিজেপির হাতে। আর তৃণমূল জিতেছিল ৬টি আসনে। কিন্তু ভোটের পর সমীকরণ বদলে যায়। বিজেপির টিকিটে জেতা দুই পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দেন তৃণমূলে। গতকাল উদয়শঙ্কর মাইতি ও বিপাশা দাস নামে দুই বিজেপির সদস্য তৃণমূলে যোগদান করেন। তারপর থেকেই অঙ্কটা কিছুটা স্পষ্ট হতে শুরু করেছিল। নতুন সমীকরণে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের শক্তি দাঁড়ায় আট এবং বিজেপির শক্তি কমে আসে সাতে। শেষ পর্যন্ত সোমবার পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল বিজেপি।
দলবদলের পর তৃণমূলে এসেই ‘পুরস্কার’ পেয়ে গিয়েছেন বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য উদয়শঙ্কর মাইতি। তাঁকে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসানো হল। আর সহ-সভাপতি হলেন অনুশ্রী জানা মিশ্র। নতুন দায়িত্ব নেওয়ার পর উদয়শঙ্কর এদিন প্রথম প্রতিক্রিয়াতেই বললেন, ‘জয় বাংলা’। জানালেন, ‘বিজেপি ছেড়ে তৃণমূলে এসে খুব ভালই লাগছে। বিজেপির যে রাহাজানি, সন্ত্রাস চলছে তৃণমূলের উপরে, যেভাবে গুন্ডামি শুরু হয়েছে, তা সহ্য করতে না পেরে একপ্রকার বাধ্য হয়ে আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমি চাই খেজুরি-২ ব্লকে সবাই শান্তিতে বাঁচুক।’
আজ পঞ্চায়েত সমিতির ভোটাভুটিতে তৃণমূলের পক্ষে আটটি ভোট এবং বিজেপিতে সাতটি ভোট গিয়েছে বলেও জানান সদ্য সমিতির সভাপতি হওয়া উদয়শঙ্কর মাইতি। এদিকে খেজুরির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রঞ্জিত মণ্ডলও জানাচ্ছেন, ‘যাঁরা বিজেপি করছিলেন, তাঁরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারই প্রতিফলন আজ দেখা গেল। আরও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।’