Purulia: প্রবল বৃষ্টিতে অযোধ্যায় ধস, সকাল থেকেই বন্ধ পাহাড়ের ব্যস্ত রাস্তা
Purulia: গত শনিবার বিকাল থেকে বৃষ্টির দাপট অনেকটাই বেড়েছে পুরুলিয়া। সে কারণেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছ।
পুরুলিয়া: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই সেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। আগামী তিন থেকে চারদিন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরইমধ্যে পুরুলিয়ায় হয়ে গেল বড় বিপর্যয়। রবিবার সাত সকালেই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড় থেকে বাঘমুন্ডি নামার পথে তুরগা জলপ্রপাতের সামনে নামে ধস। পাহাড় ধসে যাওয়ায় রাস্তার একাংশ বনধ হয়ে যায়। তৈরি হয় যানজট।
গত শনিবার বিকাল থেকে বৃষ্টির দাপট অনেকটাই বেড়েছে পুরুলিয়া। সে কারণেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছ। সারারাত বৃষ্টি হওয়ার কারণেই পাহাড়ের কিছু অংশ ধসে রাস্তার মধ্য বড় আকারের পাথর গড়িয়ে পড়ে রয়েছে। পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এদিকে এই রাস্তায় দিয়েই অযোধ্যা পাহাড়ে থাকা বাসিন্দাদের বাঘমুন্ডি যেতে হয় সমস্ত রকম কাজের জন্য। সেই মূল রাস্তাই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
এদিকে এই রাস্তা দিয়েই অযোধ্যায় যান পর্যটকেরা। বৃষ্টিতে পর্যটকের আনাগোনা কম হলেও যাঁরা গিয়েছেন সমস্যা বেড়েছে তাঁদের। খবর পেয়েছে প্রশাসন। পাথর সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজে তৎপর হয়েছে প্রশাসনের লোকজন। কিন্তু, বৃষ্টির কারণে সেই কাজ কতটা দ্রুত করা সম্ভব হয় তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।