Purulia: পুরুলিয়ায় বজ্রঘাতে একযোগে আহত ১২, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না ২ জনকে

Purulia: আহতদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Purulia: পুরুলিয়ায় বজ্রঘাতে একযোগে আহত ১২, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না ২ জনকে
শোকের ছায়া গোটা এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 6:10 PM

পুরুলিয়া: মাঠে খেলতে গিয়ে বিপত্তি। তুমুল বৃষ্টি, সঙ্গে আচমকা বজ্রঘাত। আর তাতেই গুরুতর জখম ১২ জন। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না দু’জনকে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) বরাবাজার থানার ধেলাতবামু এলাকায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। 

আহতদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের নাম সুজল প্রামাণিক ও বেলানি মুর্মু। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা খোকন প্রামাণিক বলছেন, ওরা মাঠে খেলতে গিয়েছিল। বৃষ্টি শুরু হতেই এলাকার এক মহিলার বাড়িতে ওরা সবাই আশ্রয় নেয়। তখনই আচমকা বাজ পড়ে। তাতেই ওরা সবাই জখম হয়। হাসপাতালে নিয়ে এলেও দুজনকে বাঁচানো যায়নি। 

খেলছিলেন রবীন হেমব্রমও। বন্ধুদের হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন তিনিও। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই খেলছিলাম। বৃষ্টি শুরু হওয়ার পরেই পাশে একটা বাড়িতে গিয়ে সবাই আশ্রয় নিই। সবাই বসেই ছিলাম। আচমকা বিকট শব্দ করে বাজ পড়ল। আমরা কয়েকজন পাশের ঘরে ছিলাম। অন্য ঘরে গিয়ে দেখি সবাই মাটিতে লুটিয়ে পড়েছে। অনেকে তো উঠতেই পারল না। সবাইকে জল দিতে শুরু করি আমরা। ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। আমরা দলে ২০ জন মতো ছিলাম। ১২ জন আহত হয়। বাড়ির মালিকও আহত হয়েছে।”