Bengal Panchayat Election: অশান্তির পরই দলবদল! ঘাসফুলে যোগ দুই সিপিএম প্রার্থীর

Bengal Panchayat Election: ভোট প্রচারকে কেন্দ্র রবিবার এই কলাগাড়া গ্রামেই সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। দু পক্ষের অনেকেরই ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

Bengal Panchayat Election: অশান্তির পরই দলবদল! ঘাসফুলে যোগ দুই সিপিএম প্রার্থীর
সিপিএম থেকে তৃণমূলে যোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 7:50 PM

পুরুলিয়া: ভোটের আগে দলবদলের খবর প্রায় প্রতিদিনই আসছে শিরোনামে। তবে পুরুলিয়ায় সিপিএম-তৃণমূলের মধ্যে অশান্তির পর আচমকা দুই প্রার্থীর দলবদল নিয়ে বাড়ছে জল্পনা। পুরুলিয়ার রঘুনাথপুরে সিপিএম-র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন আসিয়া বিবি এবং শেখ মহরম। কিন্তু ভোটের ঠিক ১৪ দিন আগে, সোমবার তৃণমূলে যোগ দিলেন তাঁরা। মনোনয়ন জমা দেওয়ার পর কেন এভাবে সিদ্ধান্ত বদল? তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, স্বেচ্ছায় যোগ দিতে চেয়ে চিঠি দিয়েছিলেন তাঁরা। এদিন ওই দুই প্রার্থী সহ বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছে তৃণমূল।

রঘুনাথপুরের ২ নম্বর ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের কলাগাড়া সংসদের প্রার্থী ছিলেন আসিয়া বিবি এবং শেখ মহরম। সোমবার দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তিনি জানান, একসময় এই দুজন তৃণমূলেরই সদস্য ছিলেন। পরে কিছু বিবাদের কারণে দল বদল করেছিলেন। বিবাদ মিটে যাওয়ায় তাঁরা ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে চিঠি দিয়েছিলেন বলেই দাবি ব্লক সভাপতির।

উল্লেখ্য, ভোট প্রচারকে কেন্দ্র রবিবার এই কলাগাড়া গ্রামেই সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। দু পক্ষের অনেকেরই ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমনকী সোমবারও পুলিশ পিকেট দেখা যায় এই গ্রামে। এই অশান্তির আবহে সিপিএম প্রার্থীদের তৃণমূলে যোগদান ঘিরে প্রশ্ন উঠেছে। তৃণমূলের দাবি, এই দলবদলের সঙ্গে অশান্তির ঘটনার কোনও সম্পর্ক নেই।

তবে, সিপিএম এই ঘটনাকে সন্ত্রাস একটা রূপ বলে উল্লেখ করেছে। পুরুলিয়ার সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, “এটা সন্ত্রাসের নবতম রূপ। প্রার্থী হওয়ার পরও প্রাণের ভয়ে তৃণমূলে যোগ দিতে হয়। এটা আসলে নব জোয়ার নয়, নবরূপে সন্ত্রাস।”