Malay Ghatak on ED: ইডির ডাকে দিল্লি যাবেন? প্রশ্ন শুনে মলয় বললেন, ‘আপনাকে বলব কেন?’
Malay Ghatak on ED: রবিবার সকালে ধনঞ্জয়ের বাড়িতে গিয়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানেই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি।
পুরুলিয়া: কয়লা পাচার মামলায় বারবার ডাকছে ইডি (ED)। বারবার হাজিরা এড়াচ্ছেন তিনি। আগামী ২৭ জুন ফের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তবে তিনি যাবেন কী যাবেন না তা নিয়ে চলছে চাপানউতর। এরইমধ্যে রবিবার আদ্রায় নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু, ইডি হাজিরার প্রসঙ্গ উঠতেই তা এড়িয়ে গেলেন তিনি। যাবেন কী দিল্লি? মলয়ের স্পষ্ট উত্তর, “আমি যাব কী যাব না তা আপনাদের বলব কেন?”
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে একাধিকবার তাঁকে তলব করেছে ইডি। এসেছে মেল। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে কেন তাঁকে বারবার ডাকা হচ্ছে এই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তখনই দিল্লি হাইরকোর্টের (Delhi High Court) নির্দেশে বলা হয়, তদন্তে প্রয়োজনে তাঁকে ডাকা যেতেই পারে। কিন্তু, দিতে হবে প্রয়োজনীয় সময়। হাজিরার জন্য কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে তাঁকে, এসেছিল এমন নির্দেশ। তখনই ইডির তরফে জানানো হয় এর আগে ৯ বার তাঁকে ডাকা হলেও হাজিরা এড়িয়েছেন মন্ত্রী। যদিও এবার তিনি কী করেন এখন সেটাই দেখার।
অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে কয়েকদিন আগেই পুরুলিয়ায় খুন হয়ে গিয়েছেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। ইতিমধ্য়েই তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রবিবার সকালে ধনঞ্জয়ের বাড়িতে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটক। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। পাশাপাশি দোষীরা যাতে কড়া শাস্তি পান সে বিষয়টিও সরকার দেখছে বলে জানান।