Panchayat Election 2023: ভোটারদের ‘প্রভাবিত’ করার চেষ্টা, পুরুলিয়ায় উদ্ধার ২২০০ বোতল দেশি মদ

Purulia Country Liquor: পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে এই বিপুল পরিমাণ মজুত করে রাখা হচ্ছিল। এসপি আরও জানিয়েছেন, ঘটনায় সুদীপ কুমার মুখোপাধ্যায় বলে একজনের নাম উঠে এসেছে।

Panchayat Election 2023: ভোটারদের 'প্রভাবিত' করার চেষ্টা, পুরুলিয়ায় উদ্ধার ২২০০ বোতল দেশি মদ
দেশি মদ উদ্ধারImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 11:36 PM

পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল পরিমাণে মদ উদ্ধার। গোপন সূত্র মারফত পুলিশ ও আবগারি দফতরের কাছে আগে থেকেই খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার ভাগাবাঁধ এলাকায় এক যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি বিভাগের অফিসাররা। সেই অভিযানেই উদ্ধার হয় প্রায় ২২০০ বোতল দেশি মদ। এলাকায় একটি গুদাম ঘরে পেটি পেটি মদ মজুত করে রাখা ছিল। এক একটি পেটিতে ছিল ২০টি করে দেশি মদের বোতল। সব মিলিয়ে ১১০টি মদের পেটি উদ্ধার হয় আজ বিকেলের অভিযানে। অভিযোগ, বেআইনিভাবে এই বিপুল পরিমাণ দেশি মদ মজুক করে রাখা হয়েছিল। ঘটনায় ইতিমধ্যেই গৌতম বাউরি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের মুখে এই বিপুল পরিমাণে মদ উদ্ধার ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে শাসক ও বিরোধী পক্ষ। যদিও গ্রেফতার হওয়া এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিছু এখনও জানা যায়নি।

পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে এই বিপুল পরিমাণ মজুত করে রাখা হচ্ছিল। এসপি আরও জানিয়েছেন, ঘটনায় সুদীপ কুমার মুখোপাধ্যায় বলে একজনের নাম উঠে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকাবাসীদের থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি ও তাঁর লোকজন ওই গুদাম ঘরটি ব্যবহার করতেন। উল্লেখ্য, পুরুলিয়ার বিজেপি বিধায়কের নামও সুদীপ মুখোপাধ্যায়। তবে যে ব্যক্তির নাম উঠে আসছে, তিনিই কি বিধায়ক, নাকি একই নামে অন্য কোনও ব্যক্তি, সেই বিষয়টি খোলসা করেনি পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, সঠিকভাবে তদন্ত করার পর বিষয়টি স্পষ্ট হবে।

তবে ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শিবিরকে খোঁচা দিতে ছাড়ছে না জেলার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এই ঘটনায় সরাসরি অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপি বিধায়কের দিকেই। সৌমেনবাবু সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের গোডাউন থেকে বিপুল পরিমাণে মদ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে ভোটের আগে মদ বিতরণ করা হচ্ছিল। বিজেপির অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে তারা মদ বিতরণ করে ভোট নিতে চাইছে।’ বিষয়টি যাতে যথাযথ তদন্ত হয়, সেই দাবি তুলেছে তৃণমূল।

যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি বিধায়কের এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত না পাওয়া গেলেও পদ্ম শিবিরের জেলা সভাপতি বিবেক রাঙা ফোনে দাবি করেন, এটি পুরোটাই শাসক দল ও পুলিশের চক্রান্ত। পঞ্চায়েত ভোটের আগে মদ উদ্ধারের কথা বলা হলেও, যে মদ উদ্ধার হয়েছে, তা পুর এলাকায়। বিজেপি নেতার দাবি, দলকে বদনাম করার চক্রান্ত চলছে।