Attack in Canning: রাস্তায় চলছিল মদ-জুয়ার আসর, প্রতিবাদ করতেই বাঁশ দিয়ে বেধড়ক মার

Attack in Canning: গুরুতর জখম রাজেশ সরদার নামে ওই যুবক। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Attack in Canning: রাস্তায় চলছিল মদ-জুয়ার আসর, প্রতিবাদ করতেই বাঁশ দিয়ে বেধড়ক মার
আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 11:16 AM

ক্যানিং: প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল যুবককে। রাতের অন্ধকারে একদল লোক মদ আর জুয়ার আসর বসিয়েছিল বলে অভিযোগ। প্রকাশ্যে কেন এমন করা হচ্ছে, তা বলতেই নাকি চড়াও হন তাঁরা। এরপর চলে বেধড়ক মারধর। বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর ঘটনা। কলে জল আনতে গিয়ে মদের আসর দেখে তিনি প্রতিবাদ করেছিলেন বলে জানিয়েছেন ওই যুবক।

বৃহস্পতিবার রাতের ঘটনা। ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের ধলিরবাটি এলাকার বাসিন্দা ওই যুবকের নাম রাজেশ সর্দার। গুরুতর আহত হয়েছেন ওই যুবক। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যানিং থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

বৃহস্পতিবার রাতে কলে জল আনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, পথেই দেখতে পান রাস্তায় বসে মদ খাচ্ছেন কয়েকজন। সেখানে বসে অনেকে জুয়াও খেলছিলেন। প্রকাশ্যে এমনটা না করার কথা বলেন তিনি। এরপরই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু হয় বলে অভিযোগ। ফের প্রতিবাদ করেন রাজেশ। এরপর মদ্যপ অবস্থায় শঙ্কর হালদার সহ বেশ কয়েকজন চড়াও হন ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগে জানিয়েছেন ওই যুবক। মাথা ফেটে যাওয়ায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান রাজেশ। স্থানীয় লোকজনের নজরে পড়ে ঘটনাটি। তাঁরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।