Basanti Body: অন্ধ্রপ্রদেশ থেকে সবেই বাড়ি ফিরেছিলেন, খাল থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ
Basanti Body: শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে খালের জলে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার। শনিবার সকালে খালের জলে এক যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রঞ্জিত মাঝি (৬২)। রঞ্জিত চুনাখালি গ্রাম পঞ্চায়েতের গুমগড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিত গ্রামে কোনও সে অর্থে কাজ পাননি। বাধ্য হয়েই অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। বৃহস্পতিবারই বাড়িতে ফিরেছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বাজার করার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা এরপর এলাকায় খোঁজ শুরু করেন। বাজার-সহ সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন।
শুক্রবার চুনাখালি হাটখোলা সংলগ্ন খালে এক যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর তাঁরা পরিবারের খবর দেন। পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। দেহটি রঞ্জিতের পরিবারের লোকজন শনাক্ত করেন।
তবে এটি খুন না জলে ডুবে মৃত্যু, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। পরিবারের দাবি, সবেই কাজ থেকে ফিরেছিলেন রঞ্জিত। তাঁর কাছে মোটা অঙ্কের টাকাও ছিল। সেই টাকা হাতিয়ে নিতেই খুন বলে অভিযোগ পরিবারের। বাসন্তী থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।