President Award: রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কাকদ্বীপ মহকুমার SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়

President Award: পঞ্চান্ন বছরের প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ওসি হিসাবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে পদোন্নতি হয় তাঁর। বিগত দুবছর ধরে তিনি সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ মহকুমার এসডিপিও পদে আসীন রয়েছেন।

President Award: রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কাকদ্বীপ মহকুমার SDPO প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়
এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 1:33 PM

সুন্দরবন: রাষ্ট্রপতি পদক পেতে চলেছেন দক্ষিণ ২৪ পরগনার এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মেইল মারফত এই বার্তা পৌঁছেছে সুন্দরবন পুলিশ জেলায়। এ দিকে, সংবাদ পৌঁছনোর পরই খুশির হাওয়া।

পঞ্চান্ন বছরের প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ওসি হিসাবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে পদোন্নতি হয় তাঁর। বিগত দুবছর ধরে তিনি সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ মহকুমার এসডিপিও পদে আসীন রয়েছেন। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকেও তিনি দু’বার পুলিশ পদক পেয়েছেন। প্রথমটি ২০০৪ সালে সেবামূলক কাজের জন্য পুরস্কৃত হন। প্রসেনজিৎবাবুর কথায়, ওই সময় প্রচুর খুন-ডাকাতি হত এই এলাকায়। অপরাধমূলক কাজ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই কারণে প্রথমবার পুলিশ পদক পেয়েছিলেন। আর ২০২২ সালে দ্বিতীয়বার পুলিশ পদক পান। বর্ডার এলাকায় অপরাধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য তাঁকে পদক দেওয়া হয়। আর এবার রাজ্যের মধ্যে তিনিই একমাত্র এসডিপিও হিসাবে রাষ্ট্রপতি পুরষ্কার পাচ্ছেন।

কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ব্যক্ত করেছেন তাঁর অনুভূতির কথা। তিনি বলেন, “কালকে প্রথম জানতে পেরেছি। এরপর দিল্লি থেকে একটা মেসেজ পাই। ওনারা আমায় যোগ্য মনে করেছেন তাই হয়ত…। ভাল লাগছে। তবে এই প্রয়াস আমাদের সকলের। একসঙ্গে কাজ না করলে এতটা সাফল্য আসত না।” উল্লেখ্য, সেবামূলক কাজের জন্য কেন্দ্র ও রাজ্য বিভিন্ন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে পাঠায়। সেখান থেকেই নির্বাচন করা হয় রাষ্ট্রপতি পদক প্রাপকদের।