Murder: টাকা তুলে ফেরার পথে কামালগাজিতে যুবক খুন

South 24 Parganas: স্থানীয়দের দাবি, শাহিদের বাবা শাজাহান মণ্ডলের আলুর ব্যবসা। বাবার ব্যবসাই দেখাশোনা করতেন ছেলে। সারাদিন বাবার সঙ্গে গোডাউনে থাকতেন।

Murder: টাকা তুলে ফেরার পথে কামালগাজিতে যুবক খুন
নিহত শাহিদ মণ্ডল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:31 AM

দক্ষিণ ২৪ পরগনা: কামালগাজিতে সোমবার রাতে যুবক খুন। নিহতের নাম শাহিদ মণ্ডল। ২৬ বছর বয়স। মনে করা হচ্ছে, গুলি করে খুন করা হয়েছে ওই যুবককে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাত ১২টা নাগাদ কামালগাজি ফরতাবাদ এলাকায় হঠাৎই বিকট শব্দ কানে আসে বাসিন্দাদের। রাস্তায় বেরিয়ে আসেন তাঁরা। দেখেন, এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁর।

স্থানীয়দের দাবি, শাহিদের বাবা শাজাহান মণ্ডলের আলুর ব্যবসা। বাবার ব্যবসাই দেখাশোনা করতেন ছেলে। সারাদিন বাবার সঙ্গে গোডাউনে থাকতেন। বিকেলের পর যেতেন তাগাদায়। সোমবারও রাতে টাকা তুলে ফিরছিলেন শাহিদ। সে সময়ই এই ঘটনা।

রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা নরেন্দ্রপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকায় ভাল ছেলে হিসাবেই পরিচিত ছিলেন শাহিদ। তাঁর এমন পরিণতি হতে পারে ভাবতেই পারছেন না স্থানীয় বাসিন্দারা।

ইসরাফিল সর্দার নামে এলাকার এক বাসিন্দার কথায়, “আমার অফিস পাশেই ঘটনাটি ঘটে। যাঁর জায়গা ভাড়া নিয়েছি তিনিই রাতে ফোন করে জিজ্ঞাসা করেন অফিস থেকে বেরিয়ে গিয়েছি কি না। জানান, কাকে একটা ফেলে দিয়ে গিয়েছে। আমি বেরোই সাড়ে ১১টা পৌনে ১২টা নাগাদ। ফোনটা আসে ১২টা ২৪ নাগাদ। সঙ্গে সঙ্গে আমি দু’ একজনকে ফোন করি। ওরা এখানকারই। ওরাই ভিডিয়ো কল করে দেখায়। আমি তো অবাক। দেখি আমাদের চেনা একজনের ছেলে। সঙ্গে সঙ্গে তুলে হাসপাতালে নিয়ে যাই। তবে ডাক্তার বলেন মারা গিয়েছে।”