Bomb recovery: বুধবার উদ্ধার হয়েছিল ৬৫টি তাজা বোমা, রবিবার ফের ড্রাম ভর্তি তাজা বোমা মিলল ঢোলাহাটে

Bomb recovery: এই প্রথম নয়। এর আগেও গত বুধবার এই আবাদ ভগবানপুর এলাকা থেকে টোটোতে করে বোমা পাচারের সময় চারটি ড্রাম ভর্তি ৬৫টি বোমা উদ্ধার হয়েছিল।

Bomb recovery: বুধবার উদ্ধার হয়েছিল ৬৫টি তাজা বোমা, রবিবার ফের ড্রাম ভর্তি তাজা বোমা মিলল ঢোলাহাটে
ফের বোমা উদ্ধারImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 3:25 PM

ঢোলাহাট: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার বোমা উদ্ধারের (Bomb Recovery) খবর সামনে এসেছিল। ভোট মিটতেও বিশেষ বদলায়নি ছবিটা। এদিকে রবিবার সকালে ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার ঢোলাহাট থানার আবাদ ভগবানপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। তবে কে বা কারা এই বোমাগুলো মজুত করেছিল তার এখনও খোঁজ মেলেনি। শুরু হয়েছে তদন্ত। 

তবে এই প্রথম নয়। এর আগেও গত বুধবার এই আবাদ ভগবানপুর এলাকা থেকে টোটোতে করে বোমা পাচারের সময় চারটি ড্রাম ভর্তি ৬৫টি বোমা উদ্ধার হয়েছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। এবার ফের ঢোলাহাটে তাজা বোমা উদ্ধার হওয়ায় তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্চায়েত বোর্ড গঠনের আবহে কোচবিহার বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের বক্সিরহাট এলাকায়। মঙ্গলবার সাত সকালে বিজেপির ৩২ নম্বর মণ্ডল সভাপতি দুর্গা আচার্যর বাড়ির সামনে দুটি বোমা উদ্ধার হয়। অন্যদিকে তার আগের দিন আবার মুর্শিদাবাদের রেজিনগরের দুই জায়গা থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় পুলিশ। দু’বালতি বোমা উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় ৩ জনকে।