Panchayat Election Result 2023: ‘পুলিশের গুলিতেই মৃত্যু, তৃণমূল জড়িত থাকলে গ্রেফতার করুন’, ‘ভয়ঙ্কর’ ভাঙর নিয়ে প্রতিক্রিয়া শওকতের

Bhangar situation: শওকত বলেন, "জানান, "কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসা করলেই সঠিক তথ্য প্রকাশ্যে আসবে। কারা র‌্যাফের পোশাকে ছিলেন আর কারা ছিলেন না জওয়ানরাই বলে দেবেন।"

Panchayat Election Result 2023: 'পুলিশের গুলিতেই মৃত্যু, তৃণমূল জড়িত থাকলে গ্রেফতার করুন', 'ভয়ঙ্কর' ভাঙর নিয়ে প্রতিক্রিয়া শওকতের
ISF কর্মীদের মৃত্যুতে প্রতিক্রিয়া শওকত মোল্লারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Jul 12, 2023 | 11:33 AM

ভাঙড়: ভাঙড়ে সকাল-সকাল দুই আইএসএফ কর্মীর মৃত্যু খবর প্রকাশ্যে আসে। উভয় পরিবারই বারংবার অভিযোগ জানিয়ে বলেন যে, হিংসার ঘটনার পিছনে রয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে এবং শওকত মোল্লা। কিন্তু যাঁদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে কী বলছেন সেই শওকত মোল্লা?

বুধবার টিভি৯ বাংলাকে শওকত মোল্লা বলেন, “ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশ গুলি চালিয়েছে।” বস্তুত, মৃত দুই আইএসএফ কর্মী হাসান আলি মোল্লা ও রেজাবুল গাজির পরিবারের সদস্যরা বারংবার অভিযোগ করে বলেন, “র‌্যাফের পোশাক পরে গুলি চালিয়েছে আরাবুলের বাহিনী।” সেই দাবিকেই নস্যাৎ করেন শওকত। জানান, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসা করলেই সঠিক তথ্য প্রকাশ্যে আসবে। কারা র‌্যাফের পোশাকে ছিলেন আর কারা ছিলেন না জওয়ানরাই বলে দেবেন।”

শুধু তাই নয়, ভাঙড়ে হিংসার দায় তিনি ঠেলে দেন আইএসএফ-এর ঘাড়ে। অভিযোগ করে বলেন, “তৃণমূল প্রার্থী যখন জেতেন সেই সময় থেকে বোমা-গুলি চলতে থাকে। আমরা এর তদন্ত চাই। ভাঙড়ে এত বোমা-বন্দুক কোথা থেকে আসছে? কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাণ্ডব চালানো হয়েছে। বাহিনীকেই জিজ্ঞাসা করুন। নওশাদ সিদ্দিকির অঙ্গুলিহেলনে ভাঙড়ে তাণ্ডব চালানো হয়েছে। আমরা চাই সিআইডি তদন্ত হোক। কারণ নওশাদ সিদ্দিকি চাইছেন এখানকার বাচ্চা-বাচ্চা ছেলেদের হাতে গুলি-বোমা তুলে দিয়ে এলাকাকে অশান্ত করতে।”

একইসঙ্গে চ্যালেঞ্জ করে তিনি বলেন যে, যদি এই ঘটনার সঙ্গে তৃণমূলের একজনও কেউ জড়িত থাকে তাহলে তাঁকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।