TMC in Basanti: বোর্ড গঠনের মধ্যে পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর হামলা, দাউদাউ করে জ্বলছে বাসন্তী
TMC in Basanti: প্রসঙ্গত, এদিন বাসন্তী ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠনের কথা ছিল। সেই মতো সকাল থেকে প্রস্তুতিও শুরু হয়েছিল।
বাসন্তী: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বাসন্তীতে (Basanti)। ছুরিকাহত তৃণমূল নেতা। আক্রান্ত পঞ্চায়েত প্রধান স্ত্রী পারুল মণ্ডলের স্বামী তথা তৃণমূল (Trinamool Congress) নেতা শ্রীদাম মণ্ডল। তাঁকে ছুরি মারা হয়েছে বলে অভিযোগ। পাল্টা হামলাকারীদের বাড়িতে আগুন। তৃণমূলের অভিযোগ, হামলা চালিয়েছে বামেরা। কিন্তু, বামেদের অভিযোগ পুরো ঘটনাই ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে।
প্রসঙ্গত, এদিন বাসন্তী ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠনের কথা ছিল। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছিল। সকাল থেকেই বোর্ড গঠনের কাজ শুরু হয়ে গিয়েছিল বাসন্তী পঞ্চায়েতেও। কিন্তু, এরইমধ্যে পঞ্চায়েতের প্রধানের স্বামীর উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে তাঁর। প্রসঙ্গত, শ্রীদাম ও শ্রীদামের স্ত্রী দু’জনেই আগে এই পঞ্চায়েতের প্রধান ছিলেন। গোটা এলাকাতেই রাজনৈতিক মহলে তাঁরা দু’জনেই বেশ পরিচিত মুখ।
সূত্রের খবর, যাঁর বিরুদ্ধে ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ তাঁর বাড়ি আবার বাসন্তী থানার অদূরেই। এ ঘটনার পর তাঁর বাড়িতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই খবর পেয়ে আগুন নেভাতে ক্যানিং থেকে ছুটে আসছে দমকল।