TMC Joining: বোর্ড গঠনের আগে দলবদল, সিপিএমের ৩ প্রার্থীকে দলে টানল তৃণমূল
TMC Joining: সিপিএম প্রার্থীদের তৃণমূলের যোগদান করানো ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের প্রার্থীদের ভয় দেখিয়ে অপহরণ করে তৃণমূল দলে টেনেছে বলে অভিযোগ সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের।
দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর এক নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সিপিএমের ৩ প্রার্থীকে দলে নিল তৃণমূল। তাঁদের মধ্যে একজন মনিরা মীর নালুয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী। বাকি দু’জন হাবিব পিঁয়াদা ও আম্মান নাইয়া শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যায় মথুরাপুর ব্লক তৃণমূলের কার্যালয়ে সিপিএমের তিন জয়ী প্রার্থীর হাতে পতাকা তুলে দিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার ও মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মানবেন্দ্র হালদার।
সিপিএম প্রার্থীদের তৃণমূলের যোগদান করানো ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। দলের প্রার্থীদের ভয় দেখিয়ে অপহরণ করে তৃণমূল দলে টেনেছে বলে অভিযোগ সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের। তিনি জানান, ভোট গণনার পর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের দুই জয়ী প্রার্থীকে অপহরণ করা হয়েছিল। তাঁদের পরিবারের লোকজনরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূলে আসতে চেয়ে ওই তিন জয়ী সিপিএম প্রার্থীর আবেদনের ভিত্তিতে দলে নেওয়া হয়েছে।
নলুয়া গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯। এরমধ্যে তৃণমূল পেয়েছিল ৯টি আসন। বিজেপি ৬টি ও সিপিএম ৪টি আসন পায়। ফলে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ম্যাজিক ফিগারের প্রয়োজন হয়ে পড়ে তৃণমূলের। অভিযোগ, পরিকল্পনা করেই সিপিএমের জয়ী প্রার্থীকে ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানো হয়। অন্যদিকে শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯। সিপিএম পেয়েছিল ১০ টি আসন। বিজেপি ১ আসন। তৃণমূল পায় মাত্র ৮টি আসন। ফলে এই পঞ্চায়েতের ভোট গঠন করতে গেলে দু’জন প্রার্থীর প্রয়োজন ছিল। অভিযোগ, নালুয়া গ্রাম পঞ্চায়েতের মতই এখানেও সিপিএমের দুজন জয়ী প্রার্থীকে ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছিল।
তবে সিপিএমের তিন জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার পর জানান, উন্নয়নের স্বার্থে তৃণমূলের যোগ দিয়েছেন। কেউ তাদেরকে ভয় দেখায়নি। বুধবার দুই পঞ্চায়েতের বোর্ড গঠন। এখন দেখার সিপিএম দলের প্রার্থীদের ফেরাতে কী ব্যবস্থা নেয়।