Sukanta Majumdar: ‘তৃণমূল মদন-ফিরহাদদের সঙ্গে আগে খেলুক’, অভিষেকের ‘খেলা শেষ’ মন্তব্যে পরামর্শ সুকান্তর
Sukanta Majumdar: শুক্রবারের ঘটনার পর থেকে বিজেপিকে নিশানা করছে তৃণমূল। নাম না করে গেরুয়া শিবিরের উদ্দেশে অভিষেক বলেছেন, "খেলা আমি শেষ করব।"
বীরভূম : ভোটের আগে সব দলই সংগঠন পোক্ত করতে ব্যস্ত। তারই মধ্যেই তৃণমূল নেতাদের ‘বেসুরো’ মন্তব্য মাঝেমধ্যেই উঠে আসছে শিরোনামে। কখনও মদন মিত্র, কখনও অর্জুন সিং-কে নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। তৃণমূল আদতে নিজের দলের নেতাদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “তৃণমূল মদন-ফিরহাদদের সঙ্গে আগে খেলুক। তাঁদের সঙ্গেই খেলতে পারছে না। পরে বিজেপির সঙ্গে খেলবে।” একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় বিজেপির কোনও হাত নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবারের ঘটনার পর থেকে বিজেপিকে নিশানা করছে তৃণমূল। নাম না করে গেরুয়া শিবিরের উদ্দেশে অভিষেক বলেছেন, “খেলা আমি শেষ করব।” এ কথা শুনে সুকান্ত বলেন, “বিজেপির সঙ্গে খেলতে গেলে অনেক দম থাকতে হয়। নিজের পার্টিতেই মদন ফিরহাদদের সঙ্গে আগে খেলুক। তাঁদের সঙ্গে খেলতে পারছেন না। পরে বিজেপির সঙ্গে খেলবেন।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই এসএসকেএম রোগী ভর্তি করাতে না পেরে হাসপাতাল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এছাড়া পার্কিং ফি নিয়ে কলকাতা পুরনিগমের মেয়র তথা তৃণমূলের পুরনো নেতা ফিরহাদের সঙ্গে দলের সংঘাতের ছবিও সামনে এসেছিল।
এদিকে, শুক্রবার গড় শালবনিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কনভয়ের হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। অভিষেক ও বীরবাহা হাঁসদারা দাবি করেছেন, কুড়মি আন্দোলনের নামে বিজেপিই এই কাজ করিয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “তাঁরা নিজেরা আগে ঠিক করে নিন, কে হামলা করেছে। দায়টা কার ঘাড়ে দেবে। এদের স্বভাব নিজেরা করে লোকের ঘাড়ে দায় চাপানো।” সুকান্তর দাবি, তৃণমূল চাইছে কুড়মি সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে লড়াই করাতে।
শুক্রবারের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কুড়মিদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে।” এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় জয় শ্রীরাম ধ্বনি শুনতে পান। একই সঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। হামলা হয়েছে না হামলা করানো হয়েছে। বিজেপি এখানে হামলা করেনি। মরা লোককে মারার কী আছে?”