WB Post Poll Violence: তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোয় অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তেজনা ইসলামপুরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমল দাস নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তাঁর পরিবারে লোকেরা।
ইসলামপুর: পঞ্চায়েত নির্বাচনের পর্ব শেষ হয়েছে। কিন্তু মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া হিংসার ঘটনায় এখনও লাগাম পড়েনি। রোজই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ভোট পরবর্তী হিংসার খবর সামনে এসেছে। রবিবার গভীর রাতে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকাতে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমল দাস নামে এক তৃণমূল কর্মী আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সুযোগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন বিমল দাস ও তাঁর পরিবারে লোকেরা। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমল দাসের পরিবারের অভিযোগ, তৃণমূলকে সমর্থন করায় তাঁদেরকে একাধিক বার হুমকি দেয় স্থানীয় প্রাক্তন বিজেপির সদস্য অরুন বর্ধণ নামে এক ব্যক্তি।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন। তিনি জানিয়েছেন, তৃণমূলে এখানে জিতেছে। এর পরই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী সমর্থকদের রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। রাজনৈতিক কারণে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ তাঁর। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
তবে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি সুরজিৎ সেন। তিনি বলেছেন, “বিজেপির বিরুদ্ধে মিথ্যা কথ রটানো হচ্ছে। বিজেপি এই সব জঘন্য কাজ করে না। বিজেপি গড়ার কাজ করে। ভাঙার কাজ করে না। ওখানে বিজেপি অল্প ভোটে হেরে গিয়েছে। তাই বিজেপি কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা চলছে।”