Firing in Chopra: চোপড়ায় গুলিবিদ্ধ ১৪, উঠছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ

Firing in Chopra: আহতদের উদ্ধার করে ইতিমধ্য়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।

Firing in Chopra: চোপড়ায় গুলিবিদ্ধ ১৪, উঠছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ
গুলিবিদ্ধ ১৪
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 9:26 PM

চোপড়া: পঞ্চায়েত নির্বাচনের সময়ে ব্যাপক হিংসার ছবি দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ায়। রাজনৈতিক হানাহানিতে ঝরেছিল রক্ত। গিয়েছিল প্রাণ। এবার ফের উত্তপ্ত চোপড়া। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় চোপড়া বিধানসভার অধীন ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চলে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন। সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে। তৃণমূলের (Trinamool Congress) অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। 

যদিও আহত এক তৃণমূল কর্মীর দাবি, নির্দলেরা এই গুলি চালিয়েছে। গোটা ঘটনা নিয়েছে রয়েছে ধোঁয়াশা। আহতদের উদ্ধার করে ইতিমধ্য়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মী ফজলুল হব্বি বলেন, “আমরা জাহেদুলের লোক। আজ তৃণমূলের তরফে একটা মিটিং ছিল। সেখানে গিয়েছিলাম। সেখানেই আমাদের উপর হামলা হয়। হামিদুলের লোক ইউসুফ, মোক্তার এরা এসে থেকেই বলছিল যাঁরা জাহেদুলকে ভোট দিয়েছে তাঁদের মেরে দেব। রক্তগঙ্গা বইয়ে দেব। তারপরই গুলি চালানো হয়। হামিদুলের লোক ইউসুফ, মোক্তার এরাই গুলি চালিয়েছে। আমাদের প্রায় ১৫ জন আহত হয়েছে।”