Uttar Dinajpur: তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরি দিয়ে একের পর এক কোপ, রক্তে ভাসল ইসলামপুরের বাজার

Uttar Dinajpur: তোলা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। শনিবার প্রকাশ্য় দিবালোকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঘটে গেল হাড়হিম করা ঘটনা।

Uttar Dinajpur: তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরি দিয়ে একের পর এক কোপ, রক্তে ভাসল ইসলামপুরের বাজার
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 3:36 PM

ইসলামপুর: দিনেদুপুরে ভরা বাজারে ব্যবসায়ীকে একের পর এক ছুরির কোপ। রক্তে ভাসল রাস্তা। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত তাঁর এক বন্ধুও। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর শহরের বীজ হাট্টি এলাকায় রতন সাহা নামে এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে কিছুদিন থেকেই তোফিক নামে এক যুবক লাগাতার তোলা চাইছিল। টাকা দিতে না চাইলে নানাভাবে তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেও অভিযোগ। কিছুদিন আগে দলবল নিয়ে এসে তাঁর দোকানে ঝামেলা করা হয়। 

সূত্রের খবর, শনিবার সকালে ওই কাপড় ব্যবসায়ীর দোকানে সাহিল নামে আর যুবক আসেও। সেও টাকা চাইতে শুরু করে। শুরু হয় ঝামেলা। তোলা না দিলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। শুরু হয় তুমুল ঝামেলা। প্রতিবাদ করায় ওই কাপড় ব্যবসায়ীর ভাগ্নে অসীম সাহাকে ছুরি দিয়ে একের পর এক কোপ মারতে থাকে ওই যুবক। অসীমকে বাঁচাতে গেলে স্থানীয় এক যুবকও আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। 

তাঁদের চিৎকারে ততক্ষণে দোকানে জড়ো হয়ে গিয়েছেন স্থানীয় অনেক লোকজনই। তাঁদের দেখেই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ী। এরপরই আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে একজনের। একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ইসলামপুর থানার পুলিশ। দেখা হয়েছে দোকান ও বাজারে থাকা সিসিটিভি ফুটজ। তাতেই বাজার থেকে এ যুবককে ছুটে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। যদিও তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। এদিকে দিনেদুপুরে এ ঘটনা ঘটায় প্রশ্ন উঠে গিয়েছে এলাকার নিরাপত্তা নিয়ে। তীব্র চাপানউতর তৈরি হয়েছে এলাকায়।