Weather Forecast Update: মেঘাচ্ছন্ন থাকবে মহানগরীর আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
Kolkata Weather: বিক্ষিপ্ত ভাবে সারা দিনই বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও পোহাতে হবে কলকাতাবাসীকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা: সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। বিক্ষিপ্ত ভাবে সারা দিনই বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও পোহাতে হবে কলকাতাবাসীকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্চি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি।
LIVE NEWS & UPDATES
-
বর্ষা কি বিদায় নিচ্ছে?
তাপমাত্রা আগামী পাঁচ দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনি বর্ষা অনেকটাই দেরিতে শুরু হয়েছে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনও বৃষ্টি নেই। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বজায় থাকবে আগামী পাঁচ দিন।
-
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ তারিখ সামান্য একটু বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টি ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এবং কলকাতাতেও ঘাটতি রয়েছে। আগামী পাঁচ দিনের এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই।
-
-
কলকাতার তাপমাত্রা
কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।
-
ফের ঘুর্ণাবর্ত?
আগামীকাল মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার চুর্ক-এর পর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত হবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
-
উত্তরবঙ্গে চলবে বৃষ্টি
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকার পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
-
-
আগামীকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু জয়ীয় বাস্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।
-
দিনভর বৃষ্টিতে ভিজবে মহানগরী
আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কলকাতায় সারা দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
-
মেঘে ঢাকা কলকাতা
সোমবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
Published On - Jul 17,2023 9:55 AM