Panchayat Election 2023: প্রথমে ২২ কোম্পানি, এক লাফে বেড়ে ৮২২! পঞ্চায়েত ভোটে নতুন করে বাহিনী চাইল কমিশন

| Edited By: | Updated on: Jun 23, 2023 | 12:02 AM

West Bengal Panchayat Election 2023 Live updates: রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। তিনি উপস্থিতি না থাকাতেই এই পদক্ষেপ বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।

Panchayat Election 2023: প্রথমে ২২ কোম্পানি, এক লাফে বেড়ে ৮২২! পঞ্চায়েত ভোটে নতুন করে বাহিনী চাইল কমিশন
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।Image Credit source: TV9 Bangla

আর ১৬ দিন বাকি পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023)।  তবে তার আগেও অশান্তি থামছে না। জেলায়-জেলায় গণ্ডগোলের খবর আসছে।  এ দিকে, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। তিনি উপস্থিতি না থাকাতেই এই পদক্ষেপ বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার নজর থাকবে সেই দিকে। পাশপাশি জেলাগুলিতে অশান্তির থেকে সাময়িক স্বস্তি মেলে নাকি পরিস্থিতি একই থাকবে নজর থাকবে সেই দিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Jun 2023 12:01 AM (IST)

    মনোনয়ন পর্ব থেকেই ঘরছাড়া, রাজভবনের পিস রুমে ফোন আসতেই ডেকে পাঠালেন রাজ্যপাল

    সি ভি আনন্দ বোস

    রাজভবনের পিস রুমে গতকাল এক ফোন আসে। উত্তর ২৪ পরগনার এক ব্যক্তি পিস রুমে ফোন করে অভিযোগ জানান। এরপরই আজ সন্ধেয় রাজভবনে ওই ব্যক্তিকে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    বিস্তারিত পড়ুন: মনোনয়ন পর্ব থেকেই ঘরছাড়া, রাজভবনের পিস রুমে ফোন আসতেই ডেকে পাঠালেন রাজ্যপাল

  • 22 Jun 2023 11:59 PM (IST)

    রাজীবের নিয়োগ রাজ্যপালের হাতে, কিন্তু অপসারণ? সেটিও কি তাঁর হাতে? কী মত বিশেষজ্ঞদের

    কী বলছেন বিশেষজ্ঞরা?

    রাজ্য নির্বাচন কমিশনারকে কি রাজ্যপাল দায়িত্ব থেকে সরাতে পারেন? জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়ে কী বার্তা দিতে চাইলেন রাজ্যপাল? এর ফলে কী হতে পারে? সব ব্যাখ্যা দিলেন বিশিষ্ট অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী।

    বিস্তারিত পড়ুন: রাজীবের নিয়োগ রাজ্যপালের হাতে, কিন্তু অপসারণ? সেটিও কি তাঁর হাতে? কী মত বিশেষজ্ঞদের

  • 22 Jun 2023 08:15 PM (IST)

    আরও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে শুক্রবার আদালতে শুভেন্দু

    ৮২২ কোম্পানিতে হবে না কাজ। আরও বাড়তি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • 22 Jun 2023 08:11 PM (IST)

    মৃত্যুর কথা মানল কমিশন

    অবশেষে মৃত্যুর কথা স্বীকার করল কমিশন। কিন্তু কোথায় মৃত্যু, কীভাবে মৃত্যু, সেটা স্পষ্ট করল না কমিশন। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানাল কমিশন।

    গ্রেফতার ৬৬৮১

    ঘটনা ১৪৪

    আহত ২১৩

    মৃত্যু ৪

  • 22 Jun 2023 07:55 PM (IST)

    রাত পোহালেই ২২ কোম্পানি রাজ্যে

    রাত পোহালেই রাজ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাড়তি ৮০০ কোম্পানি কবে আসবে তা এখন‌ই নিশ্চিত নয়। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে আর্জি কমিশনের। সেই আবেদন খতিয়ে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবেদন খতিয়ে দেখে ৮০০ কোম্পানি কবে আসবে তা জানা যাবে। বিকালে স্বরাষ্ট্রসচিব, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক কমিশনের। সেই বৈঠকে প্রাথমিক ভাবে বাহিনীর ব্যবহার নিয়ে আলোচনা। আমরা রিক্যুইজিশন করে দিয়েছি আজ। এবার ওরা জানাবে কবে (কেন্দ্রীয় বাহিনী) আসবে, জানালেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

    সবিস্তারে পড়ুন: রাতেই বাহিনী ঢুকছে, আগামিকালের মধ্যে ২২ কোম্পানি বাংলায়

  • 22 Jun 2023 05:19 PM (IST)

    বাংলার ‘স্মার্ট’ পুলিশকে যেন কেউ ‘স্মার্টনেস’ শেখাতে না আসে, ভোটের মুখে দরাজ সার্টিফিকেট পুলিশমন্ত্রীর

    মমতা বন্দ্যোপাধ্যায়

    পঞ্চায়েত ভোটের মনোনয়নের দিনগুলিতেই রক্তারক্তি। হানাহানি, খুনোখুনির অভিযোগ। বোমা ফেটেছে। গুলি চলেছে। মায়ের কোল খালি হয়েছে। প্রশ্ন উঠেছে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে। ভোট পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এমন এক আবহে এবার রাজ্য পুলিশের হয়ে ব্যাট ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশকে (Bengal Police Force) দরাজ সার্টিফিকেট দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের পুলিশ যথেষ্ট ‘স্মার্ট’। কেউ যেন বাংলাকে ‘স্মার্টনেস দেখাতে না আসে’, সেই হুঁশিয়ারি দিয়ে রাখেন মমতা।

    বিস্তারিত পড়ুন: বাংলার ‘স্মার্ট’ পুলিশকে যেন কেউ ‘স্মার্টনেস’ শেখাতে না আসে, ভোটের মুখে দরাজ সার্টিফিকেট পুলিশমন্ত্রীর

  • 22 Jun 2023 05:17 PM (IST)

    ‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে মমতা

    রাজ্যপাল, রাজ্য নির্বাচন কমিশনার ও মুখ্যমন্ত্রী

    ভোটের মুখে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার (Rajib Sinha) জয়েনিং রিপোর্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) ফেরত পাঠিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। আজ বিকেলে পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে রাজীব সিনহার জয়েনিং রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকের প্রশ্নে মমতার সটান প্রশ্ন, ‘কোথায় ফাইল? আপনার পকেটে আছে? আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।’

    বিস্তারিত পড়ুন: ‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে মমতা

  • 22 Jun 2023 04:38 PM (IST)

    প্রতি বিন্দু রক্তপাতের জন্য দায়ী নির্বাচন কমিশন, মন্তব্য রাজ্যপালের

    cv ananda bose guv

    হলদিয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব ঘিরে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্যে। বিরোধীরা আদালত থেকে রাজভবন, সর্বত্র রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার। হাইকোর্ট ইতিমধ্যেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এবার রাজ্যপালের প্রশ্নের মুখে কমিশনারের ভূমিকা।

    সবিস্তারে পড়ুন: প্রতি বিন্দু রক্তপাতের জন্য দায়ী নির্বাচন কমিশন, মন্তব্য রাজ্যপালের

  • 22 Jun 2023 04:16 PM (IST)

    সঠিক পদক্ষেপে হিংসা নিয়ন্ত্রণ সম্ভব, বলছেন মীরা পাণ্ডে

    ২০১৩-তে সেই ভোটের সময় কমিশন-রাজ্য সংঘাতের কথা মনে আছে অনেকেরই। তৎকালীন কমিশনার তথা অবসরপ্রাপ্ত আইএস মীরা পাণ্ডে মনে করছেন, সঠিক পদক্ষেপ করলে হিংসা নিয়ন্ত্রণ করা সম্ভব। একান্ত সাক্ষাৎকারে জানালেন TV9 বাংলাকে।

    বিস্তারিত পড়ুন: ‘হিংসার ঘটনা ঘটবেই, সঠিক পদক্ষেপে নিয়ন্ত্রণ সম্ভব’, বর্তমানকে প্রাক্তনের পাঠ

    Meera Pandey on WB Panchayat Polls: ‘হিংসার ঘটনা ঘটবেই, সঠিক পদক্ষেপে নিয়ন্ত্রণ সম্ভব’, বর্তমানকে প্রাক্তনের পাঠ

  • 22 Jun 2023 03:52 PM (IST)

    গ্রাম বাংলাকে জুড়তে শিয়ালদহ স্টেশনে কুণালরা

    শিয়ালদা স্টেশনে কুণাল ঘোষ

    পঞ্চায়েত নির্বাচন গ্রামের, কিন্তু সেই নির্বাচনী লড়াইয়ে গ্রামের মানুষের পাশে রয়েছে মহানগর। অভিনব এই বার্তা পৌঁছে দিতে বৃহস্পতিবার ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। নিত্যযাত্রীদের হাতে দেওয়া হয় লিফলেট। তাতে লেখা বক্তব্যের সারমর্ম একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার উন্নয়নের স্বার্থে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আবেদন।

    বিস্তারিত পড়ুন: পঞ্চায়েত ভোটে অভিনব প্রচার, গ্রাম বাংলাকে জুড়তে শিয়ালদহ স্টেশনে কুণালরা

  • 22 Jun 2023 03:42 PM (IST)

    বামেদের টিকিট দেওয়ার অভিযোগ

    মালদহে তৃণমূলের অন্দরে নানা অভিযোগ। দলে স্বজনপোষণ, বামেদের দেওয়া হয়েছে টিকিট বলেও অভিযোগ। তৃণমূলের জেলা সহসভাপতি বিভূতি ঘোষ চিঠি লিখলেন দলনেত্রী ও দলের সেকেন্ড ইন কমান্ডকে। প্রশ্ন উঠছে, তবে কি ভোটের মুখে আবারও গোষ্ঠীকোন্দল প্রকট এই জেলায়?

  • 22 Jun 2023 03:42 PM (IST)

    ছেঁড়া হল তৃণমূলের পোস্টার

    তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল জোটের বিরুদ্ধে। মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের সওকত মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ, পায়ের নীচে মাটি সরে যাওয়ায় বিরোধীরা এসব করছে। যদিও সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ইংরেজবাজার ব্লক কংগ্রেস সভাপতি আনসারুল হক। তিনি বলেন, “আমরা এত সস্তার রাজনীতি করি না। আমরা প্রশাসনকে বলব সঠিক তদন্ত করুন।” ঘটনার তদন্তে নেমেছে মিলকি ফাঁড়ির পুলিশ।

  • 22 Jun 2023 03:41 PM (IST)

    যুব তৃণমূল নেতা গ্রেফতার

    বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কলতলায় যুব তৃণমূল ও মাদার তৃণমূল সমর্থিত নির্দলদের ঝামেলার অভিযোগ ওঠে। যুব তৃণমূলের সইফুদ্দিন মোল্লা নামে এক জনকে বৃহস্পতিবার গ্রেফতারও করেছে বাসন্তী থানার পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে ধৃতকে। এদিকে যুব তৃণমূল কর্মীরা বৃহস্পতিবার কলতলা মোড়ে দুপুরে বিক্ষোভ দেখায়।

  • 22 Jun 2023 03:41 PM (IST)

    তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে

    ভোটের আগে তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের সাগরপাড়ায়। বৃহস্পতিবার বিকালে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় বলে খবর। সাগরপাড়া থানা সাহেবনগর এলাকায় একটি বাগানে তাজা বোমা উদ্ধার হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীকে। বোমা ডিসপোজাল স্কোয়াড এসে মোট সাতটি তাজা বোমা নিষ্ক্রিয় করে।

  • 22 Jun 2023 03:41 PM (IST)

    ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরল

    উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বন্দিপুর,পাতুলিয়া,বিলকান্দা-১ ও বিলকান্দা ২ গ্রামপঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল। অভিযোগে নাম জড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। বৃহস্পতিবার চারটি পঞ্চায়েতের মোট ৫৫ জন ঘরছাড়া বিজেপি প্রার্থীকে ঘরে ফেরাল পুলিশ। ছিলেন বিজেপির জেলা সভাপতি অরিজিৎ বক্সিও। প্রথমে তাঁদের স্থানীয় বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেন জেলা সভাপতি।

  • 22 Jun 2023 01:32 PM (IST)

    সুশান্ত ঘোষের নিজের বুথে একচ্ছত্রভাবে জিতল তৃণমূল

    সিপিএম-এর একসময় অন্যতম দাপুটে নেতা ছিলেন সুশান্ত ঘোষ। আজও রাজনীতির ময়দানে সক্রিয়। তবে, তাঁর সেই দাপট দেখা মেলে না। একুশের নির্বাচনে গড়বেতার জমিতে ভোট করাতে গিয়ে নিগৃহীত হতে হয়েছিল জেল ফেরত সুশান্ত ঘোষকে। এবার দেখা গেল নিজের বুথেই প্রার্থী দিতে পারল না সিপিএম। তা নিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সুশান্তবাবুর অভিযোগ, ভয় দেখিয়ে কোণঠাসা করতে চাইছে বিরোধীদের।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: সুশান্ত ঘোষের নিজের বুথেই প্রার্থী দিতে পারল না বাম, একচ্ছত্র জয় তৃণমূলের

  • 22 Jun 2023 01:16 PM (IST)

    ৩০০ জন যোগ দিলেন CPM-এ

    জলপাইগুড়ির মেটলি ব্লকে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে বড়সড় ভাঙন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নিয়ে ক্ষোভ। সিপিএমে যোগদান করলো ৭০ টি পরিবারের প্রায় ৩০০ জন।

  • 22 Jun 2023 12:13 PM (IST)

    পদত্যাগ করছেন? শুনে কী বললেন রাজীব সিনহা

    রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তেমনটাই রাজভবন সূত্রের খবর। বুধবারের ওই ঘটনায় তৈরি হয়েছে জোর জল্পনা।

    বিস্তারিত পড়ুন: পদত্যাগ করছেন? শুনে কী বললেন রাজীব সিনহা

    WB Panchayat Polls 2023: পদত্যাগ করছেন? শুনে কী বললেন রাজীব সিনহা

  • 22 Jun 2023 11:46 AM (IST)

    বিজেপি প্রার্থীকে প্রণাম করে প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী

    হাতে আর কয়েকটা দিন। তার আগে রাজনৈতিক ময়দানে যুযুধান তৃণমূল-বিজেপি দুই দল। প্রতিদিন একের অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের বন্যা বইয়ে দেয় তারা। তবে জলপাইগুড়ির ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় দেখা গেল অন্য চিত্র। বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীকে প্রণাম করে প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী, নজিরবিহীন ছবি গয়েরকাটায়

  • 22 Jun 2023 09:36 AM (IST)

    হুমকি চিঠি CPM প্রার্থীর বাড়ির সামনে

    ভোটের আগে লাগাতার হিংসার অভিযোগ জেলাগুলি থেকে উঠে এসেছে। যার জেরে ক্ষুব্ধ হাইকোর্টও। কিন্তু এতসবের পরও গ্রাম-বাংলার অন্দরে এখনও কান পাতলে শোনা যাচ্ছে কোথাও বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। সেখানে সিপিএম প্রার্থীর বাপের বাড়ির সামনে রাতে অন্ধকারে চিঠি ও বোমা ফাটানোর অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ‘তোমাদের চারজনের মধ্যে কেউ জীবন হারাক চাই না’, বোমা বিস্ফোরণ, হুমকি চিঠি CPM প্রার্থীর বাড়ির সামনে

  • 22 Jun 2023 09:35 AM (IST)

    শুভেন্দুর জেলার দু’টি আসনে প্রার্থীই দিতে পারল না শাসকদল

    TMC in Panchayat Polls

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কার্যকর হল পূর্ব মেদিনীপুরে মারিশদায়। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খেয়াল না থাকার কারণে দু’টি কেন্দ্রে প্রার্থী দিতে পারল না তৃণমূল কংগ্রেস। প্রথমে দুজন প্রার্থী’কে প্রতীক দিলেও পরে ওই দু’জন প্রার্থীকে প্রতীক প্রত্যাহার করল রাজ্য তৃণমূল কংগ্রেস। ফলত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় প্রার্থী নেই তৃণমূল! বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: শুভেন্দুর জেলার দু’টি আসনে প্রার্থীই দিতে পারল না শাসকদল

  • 22 Jun 2023 09:33 AM (IST)

    ভোটের ১৬ দিন আগেও দলবদল

    ভোটের আগে ফের ভাঙন। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে শাসকদল তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার যোগ দিল বিজেপি-তে (BJP)। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ভোটের ১৬ দিন আগেও দলবদল, শাসকদলের সঙ্গ ছেড়ে চলল বিজেপিতে যোগদান

  • 22 Jun 2023 09:32 AM (IST)

    প্রার্থী প্রচার ঘিরে তুমুল গণ্ডগোল বাসন্তীতে

    উত্তেজনা যেন থামছে না দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti)। ভোট প্রচারের সময় তৃণমূলের যুব ও মাদার গোষ্ঠার মধ্যে মারামারি অশান্তির খবর সামনে এসেছে। যার জেরে আক্রান্ত দু’জন। আহত এক পুলিশ কর্মী।

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: প্রার্থী প্রচার ঘিরে তুমুল গণ্ডগোল বাসন্তীতে, তৃণমূলের মাদার-যুবর মারামারিতে আহত পুলিশ

  • 22 Jun 2023 09:30 AM (IST)

    আজ রাজভবনে যেতে পারেন রাজীব সিনহা

    বুধবার রাজভবন থেকে জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো হয়েছে রাজীব সিনহাকে। সূ্ত্রের খবর, আজ সকাল এগারোটা নাগাদ রাজভবনে যেতে পারেন নির্বাচন কমিশনার। কমিশন সূত্রে জানা যাচ্ছে, হয়ত তিনি পদত্যাগ পত্র জমা দিতে পারেন। তাঁর বদলে সামনে আসছে অজিত রঞ্জন বর্ধনের নাম। তবে সবটাই খোলাসা হবে সকাল ১১টার পর।

Published On - Jun 22,2023 9:26 AM

Follow Us: