Panchayat Election 2023: প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্দেশ হাইকোর্টের

| Edited By: | Updated on: Jul 05, 2023 | 11:55 PM

West Bengal Panchayat Election 2023 Live updates: বুধবার সকাল-সকালই এক স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে বোমাবাজিতে। এছাড়াও, কোচবিহার থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। এক নজরে সকল আপডেট...

Panchayat Election 2023: প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

আর দু’দিন। তারপরই পঞ্চায়েত ভোট। দিন যতই এগিয়ে আসছে অশান্তি ততই বাড়ছে। বুধবার সকাল-সকালই এক স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে বোমাবাজিতে। এছাড়াও, কোচবিহার থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। এক নজরে সকল আপডেট…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Jul 2023 11:54 PM (IST)

    সিপিআই প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন ‘রাজ্য সরকার’

    না না, ঘাবড়ানোর কিছু নেই। ওনার নাম রাজ্য সরকার। আর ছেলে মাধব সরকার। সে এবার পঞ্চায়েতের প্রার্থী।

    বিস্তারিত পড়ুন: সিপিআই প্রার্থীর হয়ে প্রচারে রাজ্য সরকার

  • 05 Jul 2023 04:54 PM (IST)

    ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    পঞ্চায়েত ভোটের আবহে ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। গণনাকেন্দ্রে আধাসেনা মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। বিস্তারিত পড়ুন – নিরাপত্তা দিতে হবে প্রার্থী ও এজেন্টকে, গণনাকেন্দ্রে থাকবে আধাসেনা, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

  • 05 Jul 2023 04:54 PM (IST)

    বিজেপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর

    বিজেপির নির্বাচনী অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর ও দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জে এই অভিযোগ উঠেছে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৫ নম্বর বুথের ঘটনা।

  • 05 Jul 2023 03:07 PM (IST)

    ২ বছর পর ঘরে ফিরছে ৫৭টি পরিবার

    বাম সমর্থক বলে পরিচিত পরিবারগুলিকে ২০২১-এর ভোটের পর ঘর ছাড়া হতে হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারাই এবার ভোট দিতে গ্রামে ফিরতে চায়। তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল আদালত।

    বিস্তারিত পড়ুন: ভোট দিতে ২ বছর পর ঘরে ফিরছে আমতার ৫৭টি ‘বাম’ পরিবার

  • 05 Jul 2023 02:12 PM (IST)

    ফের ভাঙড়ে উদ্ধার বোমা

    ভোটের আগে ফের ভাঙড়ে উদ্ধার তাজা বোমা। বোমা বানানোর সামগ্রীও উদ্ধার করা হয়েছে বুধবার। প্রায় ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে ভাঙড়ের চণ্ডিহাটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতরা যারা আইএসএফ-এর সক্রিয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।

  • 05 Jul 2023 02:10 PM (IST)

    ভাঙড়ের সিসিটিভি ফুটেজ চাইল আদালত

    অশান্তির অভিযোগে হয়েছিল মামলা। বুধবারের শুনানিতে মামলাকারীদের হাতে ফুটেজ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন: ভাঙড়ের ‘অশান্তি’র সিসিটিভি ফুটেজ চাইল আদালত

    WB Panchayat Polls 2023: ভাঙড়ের 'অশান্তি'র সিসিটিভি ফুটেজ চাইল আদালত

  • 05 Jul 2023 12:55 PM (IST)

    এক দফাতেই হবে ভোট

    দফা বাড়ানোর আর্জি জানিয়ে মামলা করেছিলেন অধীর চৌধুরী। সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

    বিস্তারিত পড়ুন: পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভোট হবে এক দফাতেই, স্পষ্ট করল হাইকোর্ট

  • 05 Jul 2023 12:09 PM (IST)

    বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    পটাসপুর ১ ব্লকের বড়হাট এলাকায় বিজেপি প্রার্থীর বাড়িতে মঙ্গলবার রাত্রিবেলা লুটপাট ভাঙচুর করার অভিযোগ। জানা যাচ্ছে, গতকাল রাত ২টো থেকে ভোর ৪ টে পর্যন্ত বড়হাট অঞ্চলে ২৪ নং পঞ্চায়েত সমিতি প্রার্থী শুভেন্দু মহাপাত্রর বাড়ি ঘর ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, তাঁর মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি তাঁদের হুমকি ও শাসনি দেওয়ার অভিযোগ উঠেছে।

  • 05 Jul 2023 11:21 AM (IST)

    পার্টি অফিস থেকে বেরতেই তুমুল মার তৃণমূল প্রার্থীকে

    Panchayat Election

    বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের মধুরা গ্রামে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বাম-কংগ্রেসের বিরুদ্ধে

    বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: পার্টি অফিস থেকে বেরতেই তুমুল মার তৃণমূল প্রার্থীকে, অভিযোগের তির গেল বাম-কংগ্রেসের দিকে

  • 05 Jul 2023 09:55 AM (IST)

    নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    সাত সকালে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা এবং বোমাবাজির অভিযোগ ঘটনায় উত্তপ্ত শীতলকুচির লালবাজার এলাকা। আহত নির্দল প্রার্থী।নির্দল প্রার্থীর অভিযোগ আজ ভোরবেলা আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে হামলা হুমকি এবং বোমাবাজির ঘটনা ঘটায়।

  • 05 Jul 2023 09:54 AM (IST)

    রাজারহাটে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

    রাজারহাট নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় বনমালীপুর, আকন্দকেশরী সহ একাধিক স্পর্শকাতর এলাকায় টেকনোসিটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। টেকনোসিটি থানার পুলিশের তরফ থেকে ঘুরিয়ে দেখানো হয় বিভিন্ন ভোট কেন্দ্রগুলি।

  • 05 Jul 2023 09:51 AM (IST)

    ক্যানিংয়ের রেললাইনের ধারে বোমা

    এবার রেল লাইনের ধারে মিলল বোমা ভর্তি ব্যাগ। বুধবার সকালে ক্যানিংয়ের তালদির রাজাপুরে রেল গেটের কাছে ঝোপে ব্যাগের মধ্যে বেশ কয়েকটি বোমা রাখতে দেখতে পান বাসিন্দারা। এই ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যানিং থেকে RPF ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসেছে। কে বা কারা সেখানে বোমার ব্যাগটি রেখে তার তদন্ত শুরু করেছে।

  • 05 Jul 2023 09:49 AM (IST)

    ব্রিজ সারাইয়ে ১০ লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর

    Panchayat Elections

    পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে ভাঙা কাঠের ব্রিজ মেরামত করার জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষ তৃণমূলের। 

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Polls 2023: ব্রিজ সারাইয়ে ১০ লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনে যাচ্ছে তৃণমূল

  • 05 Jul 2023 09:48 AM (IST)

    ভোটের বলি ১৪

    Bombing

    বোমাবাজিতে উত্তপ্ত দেগঙ্গা

    দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমাবাজি। নিহত এক নাবালক। অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে।

  • 05 Jul 2023 09:45 AM (IST)

    এক আসনে ২৫ প্রার্থী

    Alipurduar

    ফালাকাটায় এক আসনে লড়ছেন ২৫ জন প্রার্থী। তাদের মধ্যে আবার ২২ জন নির্দল। তাঁরা আবার পেশায় শিক্ষক। এদের মধ্যে আবার একই পরিবারের রয়েছেন সাতজন। বাকি তিন জন অন্য রাজনৈতিক দলের।

    বিস্তারিত পড়ুন: WB Panchayat Elections: কেউ ডিউটি এড়াতে, কেউ স্রেফ নেমতন্ন বাড়িতে যাবেন , ফালাকাটায় ১টি আসনে লড়ছেন ২৫ প্রার্থী

  • 05 Jul 2023 09:40 AM (IST)

    সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা

    কুলতলিতে মেরিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতে সিপিএমের কর্মী মাসুদুর রহমান ঘরামি প্রার্থী হয়েছেন সিপিএম-এর। মাসুদুরের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এমনকি হামলাকারীদের বিরুদ্ধে মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এলাকায় গেলেন বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।

Published On - Jul 05,2023 9:38 AM

Follow Us: