Panchayat Election 2023: ভোটে হিংসার বলি আরও ১
West Bengal Panchayat Election 2023 Live updates: অসমর্থিত সূত্র বলছে, ভোটের দিনই শুধু মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও, তৃণমূল দাবি করেছে এর মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মীদের প্রাণ গিয়েছে।
শনিবার একদফার পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে অশান্তির খবর। বোমাবাজি-ভোটলুঠ-মারধর-খুন-মুহুর্তে-মুহুর্তে প্রকাশ্যে এসেছে। অসমর্থিত সূত্র বলছে, ভোটের দিনই শুধু মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও, তৃণমূল দাবি করেছে এর মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মীদের প্রাণ গিয়েছে। তবে হিংসা ঠেকানো যায়নি এবারের ভোটেও অভিযোগ তুলেছে বিরোধীরা। শনিবার পর কেটেছে একটা দিন। রবিবার সকাল থেকে উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। আজ ভোট পরবর্তী পরিস্থিতি কী হয় সেদিকে থাকবে নজর।
LIVE NEWS & UPDATES
-
ভোটে হিংসার বলি আরও ১
ভোট মিটলেও হিংসা থামেনি। মুর্শিদাবাদের রানিনগরে আরও ১ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।
-
ভোটে হিংসায় জর্জরিত মুর্শিদাবাদে ১৭৫টি বুথে পুনর্নির্বাচন
সোমবার রাজ্যের ১৯টি জেলার মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হবে। যার মধ্যে ভোট-হিংসায় জর্জরিত কেবল মুর্শিদাবাদে ৫,৪৩৮টি বুথের মধ্যে ১৭৫টিতে পুনর্নির্বাচন হবে।
-
-
সোমে রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, জানাল কমিশন
সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় পুনর্নির্বাচন হবে। মোট ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হবে বলে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
-
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বাড়িতে ফিরলেন ভোটকর্মী
ভাঙড়ে ভোট করাতে গিয়ে রাত থেকেই নিখোঁজ হয়ে যান জীবনতলার সঞ্জয় সর্দার। ২৪ ঘণ্টা পর বাড়িতে ফিরে এলেন তিনি। আরও পড়ুন: ভাঙড়ে ভোট করাতে গিয়ে ‘নিখোঁজ’, ২৪ ঘণ্টা পর বাড়িতে ফিরলেন সঞ্জয়বাবু
-
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা তমলুকে
তমলুক ব্লকের নাইকুড়ি স্কুলের স্ট্রংরুম এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া সহ তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইক, গাড়ি। গুরুতর জখম তৃণমূল শহর সভাপতি।
-
-
মাথায় ব্যান্ডেজ বেঁধে অভিনব প্রতিবাদ বিজেপির
ভোট লুঠের অভিযোগে অগ্নিমিত্রা পল সহ দুই বিধায়ক ও জেলা বিজেপি নেতা-কর্মীরা রবিবার পথ অবরোধ করলেন আসানসোলে। মাথায় ব্যান্ডেজ বেঁধে অভিনব বিক্ষোভ কর্মসূচি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। অবরোধ চলাকালীন মুখমন্ত্রী ও নির্বাচন কমিশনারের ছবিতে আগুন লাগান তাঁরা।
-
পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ, জানাল কমিশন
পঞ্চায়েত নির্বাচনে মোট ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। জানাল নির্বাচন কমিশন।
-
রাজারহাট ব্লকের তিনটি বুথে পুনর্নির্বাচন
পঞ্চায়েত ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ উঠেছিল রাজারহাট ব্লকের কয়েকটি বুথে। অভিযোগের ভিত্তিতে এই ব্লকের তিনটি বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যার মধ্যে রয়েছে জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথ এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের একটি বুথ।
-
পঞ্চায়েত ভোটে হিংসায় প্রাণ গিয়েছে ১০ জনের, জানাল কমিশন
পঞ্চায়েত ভোটে হিংসায় প্রাণ গিয়েছে ১০ জনের। রবিবার বিবৃতি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
-
মুর্শিদাবাদে ১৭০টির বেশি বুথে পুনর্নির্বাচন
ছাপ্পা ভোট নিয়ে অভিযোগের প্রেক্ষিতে সোমবার ফের ভোট হবে মুর্শিদাবাদে। এই জেলার ১৭০টির বেশি বুথে পুনরায় ভোট গ্রহণ হবে বলে জেলা নির্বাচন সূত্রে খবর।
-
স্ট্রংরুমে রাত্রিবেলা ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে গণনা কেন্দ্র করা হয়েছে। সেই গণনা কেন্দ্রে আসার আগেই শনিবার ব্যালট বাক্স চুরি হয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই শাসকবিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। রবিবার সকাল থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণপুর স্কুলের সামনে বিক্ষোভ।
-
পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে রবিবার সকালে দুর্গাপুরের নগর নিগম মোড় অবরোধ করে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। আধ ঘণ্টার পথ অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়। কংগ্রেস কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
-
কালো ব্যাজ পরে হিন্দমোটরে বিক্ষোভ বিজেপি-র
পঞ্চায়েত ভোটে শনিবার রাজ্যেজুড়ে লাগামছাড়া হিংসার প্রতিবাদে উত্তরপাড়ায় বিজেপির প্রতিবাদ মিছিল।কালো ব্যাজ পরে হিন্দমোটর দেশবন্ধু পার্ক থেকে হিন্দমোটর স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন বিজেপি কর্মীরা। হাতে তেরঙ্গা পতাকা নিয়ে মিছিল করে বিজেপি কর্মীরা।
-
বেলডাঙায় পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের
৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বেলডাঙ্গায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। পুনরায় ভোটের দাবিতে এই অবরোধ। বেলডাঙার বিভিন্ন এলাকায় শনিবার ভোটের নামে হিংসা হয়েছে। তাই পুনরায় ভোটের দাবিতে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ ।
-
ভোটের পরের দিনও উত্তাল চাকুলিয়া
ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুরে। রবিবার সকাল থেকে চাকুলিয়া থানার রামপুরে রামপুর-চাকুলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা রামপুরে ৩১ নং জাতীয় সড়কে অবরোধ করে। একটি সরকারি বাস সহ একাধিক যানবাহন ভাংচুর করে। কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করেছিল।
-
RSP-র সঙ্গে সংঘর্ষে কোমায় তৃণমূল কর্মী
বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Election 2023: মাথায় বন্দুকের বাটের আঘাত, চোখে লঙ্কার গুঁড়ো! RSP-র সঙ্গে সংঘর্ষে কোমায় তৃণমূল কর্মী
-
তৃণমূল কর্মীদের ‘পেটাল’ কংগ্রেস
-
ভোট লুঠে এসেছিলেন তৃণমূল প্রার্থী, লাঠি-ঝাঁটা দিয়ে মেরে তাড়ালেন গ্রামের মহিলারা
-
ভোটের রাতে CPM প্রার্থীর স্বামীকে ‘কিডন্যাপ’
-
ভোট শেষের পর ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেল CPM-BJP
-
বিজেপি প্রার্থীর শরীরে বিষাক্ত তরল ঢেলে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Election 2023: ভোট দিয়ে ফেরার পথে বিজেপি প্রার্থীর শরীরে বিষাক্ত তরল ঢেলে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
-
আজ শহিদ মিনারে মিছিল যৌথ মঞ্চের
শনিবার রক্তক্ষয়ী নির্বাচন হয়েছে। এই অভিযোগ তুলে রবিবার শহরে মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিকেল চারটে শুরু হবে মিছিল। আসবে শহিদ মিনারে। পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের দাঁড়ায় নিতে হবে নির্বাচন কমিশনারকে। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
Published On - Jul 09,2023 10:31 AM