West Bengal Panchayat Election 2023: সিঙ্গুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাধিক বুথে ফের হবে ভোট, বিজ্ঞপ্তি দিল কমিশন
West Bengal Panchayat Election 2023 Live updates: কিন্তু রাজ্যে অশান্তি বন্ধ হচ্ছে না। কোথাও বিরোধীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে। কোথাও আবার তৃণমূল ও নির্দলদের মধ্যে গণ্ডগোল হচ্ছে।
ভোট মিটেছে। ফলাফল বেরিয়েছে। ভাল ফলও করেছে তৃণমূল। বিরোধীরা খাতা খুলেছে কোথাও আবার তাদের ফল খারাপ হয়েছে। সবই হচ্ছে কিন্তু রাজ্যে অশান্তি বন্ধ হচ্ছে না। কোথাও বিরোধীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে। কোথাও আবার তৃণমূল ও নির্দলদের মধ্যে গণ্ডগোল হচ্ছে। অসমর্থিত সূত্র মারফত খবর, ইতিমধ্যে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁইছুঁই (কম বেশি হতে পারে)। এর মধ্যে আবার বিভিন্ন জেলা থেকে উঠে আসছে অশান্তি-গণ্ডগোলের খবর। ফল বেরনোর একদিন পর কেমন থাকে রাজ্যের পরিস্থিতি নজরে বৃহস্পতিবার নজরে থাকবে সবটাই।
LIVE NEWS & UPDATES
-
সিঙ্গুরের একটি বুথে ভোট বাতিল
সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথে ভোট বাতিল করল নির্বাচন কমিশন। ভোট গণনার সয়ম ব্যালট ছিনতাই হওয়ায় ফল প্রকাশ স্থগিত রাখা হয়। বিস্তারিত পড়ুন: গণনার সময়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ, ভোট বাতিল করল নির্বাচন কমিশন
-
শাসক প্রার্থীর পেটে সইল না জনতার রায়!
ব্যালট খেয়েও হল না ‘হজম’। হেরে যাওয়ার ভয়ে ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসক প্রার্থীর বিরুদ্ধে। হাবড়ার ঘটনায় তাজ্জব বনেছিল বাংলা। হাবড়ার ভুরকুণ্ডার সেই বুথে ভোট বাতিল করল নির্বাচন কমিশন।
বিস্তারিত পড়ুন: গিলেও ‘হজম’ করা গেল না ব্যালট, শাসক প্রার্থীর পেটে সইল না জনতার রায়! হাবড়ার সেই বুথ-সহ ৪টি বুথে আবারও ভোট
-
-
বিজেপিকে হারিয়ে চরম উল্লাস! ১০০ মুরগিকে বিষ খাওয়ানোর অভিযোগ
বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: বিজেপিকে হারিয়ে চরম উল্লাস! ১০০ মুরগীকে বিষ খাইয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
-
মমতার ঘোষণাকে কটাক্ষ দিলীপের
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এর সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণাকেই কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ।
বিস্তারিত পড়ুন: ‘স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, জাস্টিস চায়’, ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের
-
থমথমে বাসন্তীতে চলছে রুট মার্চ
বৃহস্পতিবারও থমথমে বাসন্তী। বৃহস্পতিবার বিএসএফ বাহিনীকে নিয়ে উত্তেজনাপ্রবণ কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের উত্তর ভাঙনখালিতে শুরু হল রুটমার্চ। এদিনই বাসন্তীতে রাজনৈতিক হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ সহ প্রতিনিধি দল।
-
-
নির্দল প্রার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা!
পঞ্চায়েত ত্রিশঙ্কু বলেই তুলে নিয়ে যাওয়া হচ্ছিল নির্দল প্রার্থীকে, এমনই অভিযোগ উঠেছে নদিয়ার রামনগরে।
বিস্তারিত পড়ুন: পঞ্চায়েতে ত্রিশঙ্কু, নির্দল প্রার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নদিয়ায়
-
বিজেপি নেতার ভাগ্নেকে টিউশন থেকে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ
গণনা শেষ হওয়ার পরও সামনে আসছে সংঘর্ষের অভিযোগ। চন্দ্রকোনায় এক কিশোরকে চুলের মুঠি ধরের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। কিশোরের মামা বিজেপি কর্মী।
বিস্তারিত পড়ুন: মামা বিজেপি কর্মী, টিউশন থেকে টেনে নিয়ে গিয়ে ছাত্রকে মারধরের অভিযোগ
-
ISF প্রার্থীর স্বামীকে ‘মারধর’
বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: রাত্রিবেলা ISF-এর জয়ী প্রার্থীর স্বামীকে ব্যাপক মারধর, অভিযুক্ত তৃণমূল
-
তৃণমূলকে হারিয়ে জেল থেকেই জেলা পরিষদে জিতলেন কংগ্রেস প্রার্থী
বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: তৃণমূলকে হারিয়ে জেল থেকেই জেলা পরিষদে জিতলেন কংগ্রেস প্রার্থী
-
রায়গঞ্জে নির্দলদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: অব্যাহত ভোট পরবর্তী হিংসা, রায়গঞ্জে নির্দলদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
-
তৃণমূলকে দুষলেন লকেট
বিস্তারিত পড়ুন: Locket Chatterjee: ‘বাম আমলের থেকে ১০ গুণ হিংসা বেড়েছে তৃণমূলের সময়’, মত লকেটের
-
হুগলিতে বোমাবাজি, মারধর, কাঠগড়ায় তৃণমূল
ভোট পরবর্তি হিংসা হুগলির জাঙ্গীপাড়ায়। বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর। অভিযোগ, এলাকায় ব্যাপক বোমাবাজি,বাড়ি ভাঙচুর। তৃণমূলদের হাত থেকে রেহাই পাননি গ্রামের বৃদ্ধা ও মহিলারাও। জানা গিয়েছে, ২৯ নং বুথের বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়ির সহ দশটি বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারক পাল নামে এক প্রৌঢ়ের মাথায় টাঙি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ বিজেপির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জাঙ্গীপাড়া হাসপাতাল পরে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-
রাজভবনে জমা ৭ হাজার হিংসার অভিযোগ জানাতে হবে হাইকোর্টকে
বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ বোসের, রাজভবনে জমা ৭ হাজার হিংসার অভিযোগ জানাতে হবে হাইকোর্টকে
-
আজই হাইকোর্টে যেতে পারেন জ্যোতির্ময় সিং মাহাতো
পুরুলিয়ার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ফুটে ওঠেনি মানুষের রায়। ভোট গণনায় সীমাহীন কারচুপি। বাস্তবে সরকারি কর্মচারিরা তৃণমূলের হয়ে কাজ করেছেন। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে পুরুলিয়া জেলা বিজেপি। বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা ঘোষণা করেন পুরুলিয়ার তথা রাজ্য বিজেপির সম্পাদক জ্যোতির্ময় সিংমাহাতো। তিনি বলেন, “দুর্নীতির প্রচুর তথ্য এবং প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেগুলি আমরা আদালতে পেশ করব।”
Published On - Jul 13,2023 9:49 AM