West Bengal Panchayat Election Results 2023: পিস রুমে জমা ৭ হাজার হিংসার অভিযোগ হাইকোর্টকে জানাতে নির্দেশ রাজ্যপালের

| Edited By: | Updated on: Jul 13, 2023 | 1:01 AM

West Bengal Panchayat Elections Result 2023 Live Updates: বিরোধীদের সঙ্গে দ্রুত ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল, জেলা-পরিষদ, পঞ্চায়েত সমিতি সব কটিতেই জয়জয়কার।

West Bengal Panchayat Election Results 2023: পিস রুমে জমা ৭ হাজার হিংসার অভিযোগ হাইকোর্টকে জানাতে নির্দেশ রাজ্যপালের
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla

অশান্তির আবহে মিটেছে ভোট। শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গননা। বিরোধীদের সঙ্গে দ্রুত ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল, জেলা-পরিষদ, পঞ্চায়েত সমিতি সব কটিতেই জয়জয়কার। এ দিকে, মনোনয়ন পর্বের মতো ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। কাঁঠালিয়ার গণনাকেন্দ্রের বাইরে মুহুর্মুহু বোমা ফেটেছে। মৃত্যু হয় চারজনের। আহত হন পুলিশ আধিকারিক। অগ্নিগর্ভ ভাঙড়ে বুধবারও সকাল থেকে পরিস্থিতি থমথমে। এলাকায় পড়ে রয়েছে তাজা বোমা। ফলে আজ পরিস্থিতি কোনও দিকে যাবে তা নজরে থাকবে। সঙ্গে গ্রাম দখলে শাসক-বিরোধীদের পরিসংখ্যান কত হয় তাও থাকবে নজরে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Jul 2023 11:34 PM (IST)

    রাজ্যপালের নির্দেশ

    পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ঘটা হিংসার পরিপ্রেক্ষিতে রাজভবনের পিসরুমে জমা পড়া অভিযোগ এবার আদালতের কাছে যাচ্ছে। সূত্রের খবর, প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ হাইকোর্টের সামনে পেশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

  • 12 Jul 2023 09:38 PM (IST)

    হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় দল

    বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল এসেছে বাংলায়। ভোটে যে সমস্ত জায়গায় হিংসা হয়েছে, ঘুরে দেখছে তারা। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিস্তারিত পড়ুন: বাবাকে মারছে শুনে ছুটেছিল ১৩ বছরের ছেলে, ছাড় পায়নি সোনাই

  • 12 Jul 2023 08:08 PM (IST)

    সিট-সিবিআই তরজা

    ভোটের গণনার রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে ভাঙড়। আহত হন পুলিশকর্তা। এই হিংসার বলি হয়েছেন ৩ জন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন নওশাদ সিদ্দিকি। অন্যদিকে শওকত মোল্লা বলছেন, পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। তদন্ত করুক সিট। বিস্তারিত পড়ুন: ভাঙড়ের ঘটনায় সিট চান শওকত, নওশাদ বললেন সিবিআই

  • 12 Jul 2023 07:35 PM (IST)

    ভাঙড়ের অশান্তি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়

    গতকাল রাতে ভাঙড়ের অশান্তি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ভাঙড় নিয়ে কোনও রিপোর্টই তলব করেনি কমিশন। জেলাশাসক আলাদা করে জানায়নি কমিশনকে। কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই অশান্তি সম্পর্কে কোনও অভিযোগ আসেনি। ফলে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেয়নি কমিশন। ভাঙড়ে অশান্তির ঘটনায় ব্যখ্যা রাজ্য নির্বাচন কমিশনের।

  • 12 Jul 2023 07:34 PM (IST)

    উঠল আদর্শ আচরণবিধি

    পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি বলবৎ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার তা তুলে নেওয়া হল। মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।

  • 12 Jul 2023 07:32 PM (IST)

    কমিশনে ISF

    আইএসএফের কয়েকজন কমিশনের দফতরে পৌঁছলেন বুধবার সন্ধ্যায়। আরও দু’ তিনজন প্রতিনিধি আসার কথা। এরপরই কমিশনের সচিবের সঙ্গে দেখা করবেন তাঁরা। ভাঙরের পরিস্থিতি কথা জানাবেন। কমিশনারের সঙ্গেই কথা বলতেন আইএসএফ প্রতিনিধিরা। দেরী হয়ে যাওয়ার কারণে বুধবার আর কমিশনারের সঙ্গে কথা বলা হবে না। ভাঙরে গিয়েছিলেন এই প্রতিনিধিরা।

  • 12 Jul 2023 05:26 PM (IST)

    বিজেপির ফলাফল নিয়ে কী বলছে গেরুয়া শিবির?

    ২০১৮-র থেকে ভাল ফল হলেও পঞ্চায়েতে ধাক্কা খেয়েছে বিজেপি, কমেছে ভোট শতাংশ। কেন এমন ফলাফল হল? কী বলছে বিজেপি?

    বিস্তারিত পড়ুন: আদিবাসী, মতুয়াগড়ে বড় ধাক্কা, কেন এমন ফল হল বিজেপির?

    BJP on WB Panchayat Polls Result: আদিবাসী, মতুয়াগড়ে বড় ধাক্কা, কেন এমন ফল হল বিজেপির?

  • 12 Jul 2023 05:02 PM (IST)

    বিকেল সাড়ে ৪টে পর্যন্ত জেলা পরিষদ আসনের হিসেব-নিকেশ

    তৃণমূল জয়ী হয়েছে ৬৭৪ আসনে। এগিয়ে রয়েছে ১৪৯ আসনে।

    বিজেপি জয়ী হয়েছে ২১ আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।

    সিপিএম জয়ী হয়েছে ২টি আসনে।

    কংগ্রেস জয়ী হয়েছে ৬টি আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।

    একটি আসনে জয়ী নির্দল।

    সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি কোনও খাতা খোলেনি।

  • 12 Jul 2023 04:28 PM (IST)

    ‘বেইমানি করব না’, বলছেন বীরভূম জেলা পরিষদের একমাত্র জয়ী জোট প্রার্থী

    বীরভূম জেলা পরিষদের বাম-কংগ্রেস জোটের একমাত্র জয়ী প্রার্থী সাব্বির হোসেন। জয়ের পর জোট প্রার্থী জানিয়ে দিলেন, তিনি মানুষের সঙ্গে বেইমানি করবেন না।

  • 12 Jul 2023 03:09 PM (IST)

    রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বের তিন সদস্যের দল পৌঁছল রাজ্যে। বিভিন্ন স্পর্শকাতর এলাকা ঘুরে দেখবেন তাঁরা। হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে বিজেপি নেতৃত্বকে।

    বিস্তারিত পড়ুন:  ‘আমাদের আমলেও বিহার-উত্তর প্রদেশে এত হিংসা হত না’, বাংলায় দাঁড়িয়ে বললেন রবি শঙ্কর

    West Bengal Panchayat Elections:‘আমাদের আমলেও বিহার-উত্তর প্রদেশে এত হিংসা হত না’, বাংলায় দাঁড়িয়ে বললেন রবি শঙ্কর

  • 12 Jul 2023 03:06 PM (IST)

    ভোট-অশান্তি নিয়ে রাজ্যকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

    কেন মানুষকে মার খেতে হচ্ছে, সেই প্রশ্নই তুলেছেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, বিষয়টা নিয়ে ভাবতে হবে।

    বিস্তারিত পড়ুন: ‘রাজ্য নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারলে, ভাবতে হবে’, চরম ভর্ৎসনা হাইকোর্টের

    High Court on WB Panchayat Elections: 'রাজ্য নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারলে, ভাবতে হবে', চরম ভর্ৎসনা হাইকোর্টের

  • 12 Jul 2023 02:09 PM (IST)

    Panchayat Election Result: বেলা ১ টা ২৫ মিনিট পর্যন্ত ভোটের ফলাফল

    বেলা ১.২৫ টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফলাফলের আপডেট

    তৃণমূল জয়ী ৩৪৬৯৪ এগিয়ে ৬৭৭

    বিজেপি জয়ী ৯৬৫৬ এগিয়ে ১৬৬

    সিপিআই জয়ী ২৬ এগিয়ে ০১

    সিপিএম জয়ী ২৯২৬ এগিয়ে ৮৩

    কংগ্রেস জয়ী ২৫২৮ এগিয়ে ৬৫

    এনসিপি

    জয়ী – 01

    ফঃবঃ জয়ী – 50 এগিয়ে -02

    আর‌এসপি জয়ী – 69 এগিয়ে – 02

    অন্যান্য জয়ী ৮২৮ এগিয়ে ০৯

    নির্দল জয়ী ২০৫১ এগিয়ে ৩৬

  • 12 Jul 2023 01:56 PM (IST)

    ভাঙড়ে উপস্থিত সিআইডি আধিকারিক

    বুধবার সকালে সিআইডি’র বম্ব স্কোয়াড বোমা উদ্ধার করে ভাঙড়ে। পাশাপাশি ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে। কাশীপুর থানায় রয়েছেন সিআইডি’র আধিকারিক রশিদ আনোয়ার। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়াও যাচ্ছেন কাশীপুর থানায়। দুপুরে একে একে বোমাগুলি নিষ্ক্রিয় করা হল ভাঙড়ে।

  • 12 Jul 2023 01:31 PM (IST)

    Murshidabad Panchayat Election Counting: ভোটের বলি আরও এক

    ভোটের বলি আরও এক। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন তিনি। রাজেশকে প্রথমে সাগরদিঘি ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ, বুধবার সকালেই সেখানেই মৃত্যু হয়েছে রাজেশের।

  • 12 Jul 2023 12:41 PM (IST)

    ভোট-হিংসায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি

    গণনাতেও মৃত্যুর খবর সামনে এসেছে। ভোট ও গণনা নিয়ে নির্বাচন কমিশনকে আবারও বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। পাশাপাশি, রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

    বিস্তারিত পড়ুন: ‘জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর’, কমিশনকে কড়া বার্তা প্রধান বিচারপতির

    Panchayat Elections 2023: 'জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর', কমিশনকে কড়া বার্তা প্রধান বিচারপতির

  • 12 Jul 2023 12:01 PM (IST)

    Raygunj Panchayat Election Counting Result: গর্জে উঠলেন দেবশ্রী, রাগে কেঁদে ফেললেন সাংসদ

    দেবশ্রীর দাবি, জেলা পরিষদে বিজেপির প্রার্থী জয়ী হওয়া সত্ত্বেও তাঁদের সার্টিফিকেট দিচ্ছেন না বিডিও। এই অভিযোগে রায়গঞ্জের একটি গণনা কেন্দ্রে বিক্ষোভ দেখাতে গিয়ে ক্ষোভে কেঁদে ফেললেন তিনি। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা চলে গেলেন পুলিশ সুপারের অফিসে।

    বিস্তারিত পড়ুন: ‘বাবার সম্পত্তির মতো সার্টিফিকেট বিলি করছে বিডিও’, রাগে-কান্নায় গর্জে উঠলেন দেবশ্রী

    Panchayat Elections 2023 Result: 'বাবার সম্পত্তির মতো সার্টিফিকেট বিলি করছে বিডিও', রাগে-কান্নায় গর্জে উঠলেন দেবশ্রী

  • 12 Jul 2023 11:58 AM (IST)

    টাটকা ফল জানতে ক্লিক করুন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 12 Jul 2023 11:25 AM (IST)

    Bhangar Panchayat Election Counting: ভাঙড়ে একের পর এক বোমা উদ্ধার করল বম্ব স্কোয়াড

    রাতে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল ভাঙড়। বুধবার সকাল হতেই সেখানে পৌঁছে গেল বম্ব স্কোয়াড। কাঁঠালিয়ার ঠিক যে জায়গায় তুমুল গণ্ডগোল হয়েছিল, সেখানেই ব্যাগের মধ্যে মিলেছে একাধিক তাজা বোমা। সেগুলি একে একে ব্যাগ থেকে বের করে নিষ্ক্রিয় করা হয়।

  • 12 Jul 2023 10:54 AM (IST)

    বামেদের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে

    সিপিএমের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। পড়ল বোমা। চলল গুলি। ঘটনায় ভাঙল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। বোমার আঘাতে আহত মহিলা। ভগবানপুর এক ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমচক বুথের ঘটনা।

  • 12 Jul 2023 09:25 AM (IST)

    অসুস্থ ভোট কর্মী

    প্রায় ২৪ ঘণ্টা ধরে চলছে গণনা। রায়গঞ্জ পলিটেকনিকে গননা কেন্দ্রেই অসুস্থ হয়ে অচৈতন্য ভোটকর্মী। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল রায়গঞ্জ মেডিক্যালে। দীর্ঘ সময় ধরে গণনার কাজে নিযুক্ত থাকাতেই ওই ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিডিও।

  • 12 Jul 2023 09:19 AM (IST)

    ভাঙড়ে দ্বিতীয় মৃত্যু

    Panchayat

    বিস্তারিত পড়ুন: Panchayat Election 2023 Results: ফের ISF-কর্মীর মত্যু ভাঙড়ে, অভিযোগ সেই আরাবুল-শওকতের বিরুদ্ধে

  • 12 Jul 2023 09:18 AM (IST)

    দুই আইএসএফ কর্মীর মৃত্যু ভাঙড়ে

    Panchayat

    বিস্তারিত পড়ুন: ভাঙড় থেকে সরাসরি: মৃত্যু ২ ISF কর্মীর, র‌্যাফের পোশাক পরে গুলি চালিয়েছে আরাবুলের বাহিনী, অভিযোগ পরিবারের

  • 12 Jul 2023 08:05 AM (IST)

    রায়দিঘিতে ‘খুন’ তৃণমূল কর্মী

  • 12 Jul 2023 07:29 AM (IST)

    উত্তপ্ত ভাঙড়, গণনা কেন্দ্রের বাইরে উদ্ধার তাজা বোমা

    Panchayat

    বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: সকালবেলাও তপ্ত ভাঙড়, রাস্তায় পড়ে তাজা বোমা-কার্তুজ, রয়েছে রক্তের দাগ

  • 12 Jul 2023 06:32 AM (IST)

    গণনাকেন্দ্রের ভিতরেই কারচুপি?

    বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: বিজেপি প্রার্থীদের শংসাপত্র দেওয়ার পরও জয়ী ঘোষণা তৃণমূলকে, ভোররাত অবধি ধরনায় সুকান্ত

  • 12 Jul 2023 04:36 AM (IST)

    জয়ী হলেন দণ্ডিকাণ্ডের নির্যাতিতা

    দণ্ডিকাণ্ডের নির্যাতিতাকে টিকিট দিয়েছিল তৃণমূল। বিজেপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: জয়ী হলেন দণ্ডিকাণ্ডের নির্যাতিতা, বিজেপি প্রার্থীকে হারালেন ১০৫ ভোটে

    শিউলি মার্ডি

  • 12 Jul 2023 03:35 AM (IST)

    কমিশনারের মুখে কুলুপ

    প্রশ্নের জবাবই দিলেন না রাজ্য নির্বাচন কমিশনার। এত হিংসার ঘটনা সত্ত্বেও চুপ রাজীব সিনহা।

    বিস্তারিত পড়ুন : ‘গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণ?’, সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিলেন না কমিশনার রাজীব

  • 12 Jul 2023 03:10 AM (IST)

    ভোটে হিংসায় ব্যথিত তৃণমূলের বিধায়ক

    পঞ্চায়েত ভোট ঘিরে লাগাতার হিংসার সাক্ষী থেকে গ্রাম বাংলা। মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া অশান্তি অব্যাহত রয়েছে গণনার দিনেও। এই হিংসা নিয়েই সরব হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক।

    বিস্তারিত পড়ুন: ‘রক্তের বিজয় চাই না, রক্ত নিয়ে জয় পাওয়া যায় না’, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

  • 12 Jul 2023 01:58 AM (IST)

    ভাঙড়ে গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুুপার

    মাঝরাতে উত্তপ্ত ভাঙড়। সূত্রের খবর, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার।

  • 12 Jul 2023 01:36 AM (IST)

    হাওড়ার একাধিক গণনাকেন্দ্রে উত্তেজনা

    হাওড়ার একাধিক গণনাকেন্দ্রে উত্তেজনা। উত্তেজনা ডোমজুড় আজাদ কলেজের গণনাকেন্দ্রে। অশান্তির ছবি জেলার আরও নানা প্রান্তে। বিস্তারিত পড়ুন – ‘বন্দুক নিয়ে ঘুরছে তৃণমূলের লোকজন’, অভিযোগ বামেদের, অশান্ত সাঁকরাইলে গণনা বন্ধ করলেন ভোটকর্মীরা

  • 12 Jul 2023 01:23 AM (IST)

    রাত ১টা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ফল একনজরে

    রাত ১টা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ভোটের ফল

    তৃণমূল জয়ী ৩,৭৬১ এগিয়ে ৭৩৫

    বিজেপি জয়ী ৪৬৮ এগিয়ে ১৫৯

    সিপিআই জয়ী ০০ এগিয়ে ০১

    সিপিএম জয়ী ৯৮ এগিয়ে ৪০

    কংগ্রেস জয়ী ১০২ এগিয়ে ৩৩

    এনসিপি জয়ী ০০ এগিয়ে ০০

    ফঃবঃ জয়ী ০০ এগিয়ে ০০

    আর‌এসপি জয়ী – ০২ এগিয়ে – ০০

    অন্যান্য জয়ী  ১২২ এগিয়ে ০৬

    নির্দল জয়ী ৯৫ এগিয়ে ১৮

    টাই ২৫

  • 12 Jul 2023 01:03 AM (IST)

    রাত ১টা পর্যন্ত একনজরে গ্রাম পঞ্চায়েতের ভোটের ফলাফল

    রাত ১টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে ভোটের আপডেট

    তৃণমূল জয়ী ৩২,১১২ এগিয়ে ১,২১৭

    বিজেপি জয়ী ৮,৭৩৫ এগিয়ে ২৯৬

    সিপিআই জয়ী ২২ এগিয়ে ০২

    সিপিএম জয়ী ২,৬৯১ এগিয়ে ১৯১

    কংগ্রেস জয়ী ২,২৯২ এগিয়ে ১১৫

    এনসিপি জয়ী ০১ এগিয়ে ০০

    ফঃবঃ জয়ী ৪২ এগিয়ে ০৪

    আর‌এসপি জয়ী – ৬৩ এগিয়ে – ০৮

    অন্যান্য জয়ী  ৮০৩ এগিয়ে ১৪

    নির্দল জয়ী ১,৮৯৪ এগিয়ে ৫৭

    বিএসপি জয়ী ০০ এগিয়ে ০১

    টাই ৫৫৭

  • 12 Jul 2023 12:49 AM (IST)

    বাঁকুড়ার পঞ্চায়েত সমিতিতে ঘাসফুল ঝড়

    বাঁকুড়া জেলার ২২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০ টি পঞ্চায়েত সমিতিতে জয় তৃণমূলের।

  • 12 Jul 2023 12:21 AM (IST)

    একনজরে গ্রাম পঞ্চায়েতের ফল

    রাত ১২টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফল

    তৃণমূল জয়ী ৩১, ৫২৬ এগিয়ে ১৩২৩

    বিজেপি জয়ী ৮৫৪০ এগিয়ে ৩৩০

    সিপিআই জয়ী ২২ এগিয়ে ৩

    সিপিএম জয়ী ২৬৪০ এগিয়ে ২১০

    কংগ্রেস জয়ী ২২৫১ এগিয়ে ১১৮

    এনসিপি জয়ী ১ এগিয়ে ০

    ফঃবঃ জয়ী ৪২ এগিয়ে ৪

    আর‌এসপি জয়ী – ৬২ এগিয়ে – ৮

    অন্যান্য জয়ী ৭৯৭ এগিয়ে ১৮

    নির্দল জয়ী ১৮৬০ এগিয়ে ৬৭

    টাই ৫৯২

  • 11 Jul 2023 11:55 PM (IST)

    ভাঙড়ে বোমাবাজির অভিযোগ, গণনাকেন্দ্রের ভিতরে আটকে আরাবুল

    ভাঙড়ে ভোট গণনার রাতে বোমাবাজির অভিযোগ। দফায় দফায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঠালিয়া গণনাকেন্দ্রের বাইরেই এই বোমাবাজি চলছে বলে অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: ভোট গণনার রাতে ফের অশান্ত ভাঙড়, কাঠালিয়া গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজির অভিযোগ

  • 11 Jul 2023 11:44 PM (IST)

    পঞ্চায়েত সমিতিতে কোন দল কতটা এগিয়ে জেনে নিন

    রাত সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ভোটের ফলাফল

    তৃণমূল জয়ী ২৬১২ এগিয়ে ৬২৭

    বিজেপি জয়ী ২৭৫ এগিয়ে ১৪৯

    সিপিআই জয়ী ০০ এগিয়ে ০০

    সিপিএম জয়ী ৬৩ এগিয়ে ৫৩

    কংগ্রেস জয়ী ৫০ এগিয়ে ২৬

    এনসিপি জয়ী ০০ এগিয়ে ০০

    ফঃবঃ জয়ী ১ এগিয়ে

    আর‌এসপি জয়ী – ৩ এগিয়ে – ০

    অন্যান্য জয়ী  ৯১ এগিয়ে ১০

    নির্দল জয়ী ৭০ এগিয়ে ১৭

    টাই ৩৯

  • 11 Jul 2023 11:43 PM (IST)

    জেলা পরিষদে কোন দল কতটা এগিয়ে জেনে নিন

    রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদের ফলাফল তৃণমূল জয়ী – ৮৮ এগিয়ে- ১৬৩

    বিজেপি জয়ী – ০ এগিয়ে ১৩

    সিপিআই জয়ী – ০ এগিয়ে -০

    সিপিএম জয়ী ০ এগিয়ে ৪

    কংগ্রেস জয়ী ০ এগিয়ে ২

    ফঃবঃ জয়ী ০ এগিয়ে ০

    আর‌এসপি জয়ী – ০ এগিয়ে – ০

    অন্যান্য জয়ী o এগিয়ে o

    নির্দল জয়ী ০ এগিয়ে ০

    টাই ৪

  • 11 Jul 2023 11:26 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 11:26 PM (IST)

    কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ কাকদ্বীপে

    রাতের অন্ধকারে কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ৭১ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

  • 11 Jul 2023 11:23 PM (IST)

    হাওড়ায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ঘাসফুল ঝড়

    হাওড়া গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫৭। তৃণমূলের দখলে ১৪৫। পঞ্চায়েত সমিতি ১৪ টি। তৃণমূলের দখলে ৮ টি।

  • 11 Jul 2023 10:36 PM (IST)

    কার দখলে কটা গ্রাম পঞ্চায়েত?

    রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে কোন দল কত আসন দখল করল দেখে নিন

    তৃণমূল জয়ী ২৯৬৬৫ এগিয়ে ১৫২৭

    বিজেপি জয়ী ৮০২১ এগিয়ে ৪০৬

    সিপিআই জয়ী ২৪ এগিয়ে ০৩

    সিপিএম জয়ী ২৪৭২ এগিয়ে ২৩৯

    কংগ্রেস জয়ী ২০৯৪ এগিয়ে ১৩১

    এনসিপি জয়ী ১ এগিয়ে ০

    ফঃবঃ জয়ী ৩৯ এগিয়ে ০৪

    আর‌এসপি জয়ী – ৬১ এগিয়ে – ১৫অন্যান্য জয়ী ৭৪৬(দার্জিলিং ২৮১, কালিম্পং ১৫৮) এগিয়ে ২২

    নির্দল জয়ী ১৭২৬ এগিয়ে ৮৮

  • 11 Jul 2023 10:33 PM (IST)

    কোচবিহারে ২৪ টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

    কোচবিহারে ২৪ টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি । ২০১৮ তে মাত্র ১ টি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে ছিল বিজেপির । স্বাভাবিক ভাবেই উচ্ছাসিত বিজেপি শিবির।

  • 11 Jul 2023 10:17 PM (IST)

    এক নজরে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ফল

    বাঁকুড়ার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ১৬০টিতে জয়ী তৃণমূল। পাশাপাশি ১০টিতে জয়ী বিজেপি। ২টিতে ত্রিশঙ্কু। ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টির দখল নিল তৃণমূল।

  • 11 Jul 2023 10:13 PM (IST)

    দক্ষিণ ২৪ পরগনার গ্রাম পঞ্চায়েতের ফল

    দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত গেল বাম কংগ্রেস জোটের দখলে। দুর্বাচটি পঞ্চায়েতের মোট আসন- ১৮। কংগ্রেস-৮ সিপিএম- ৫ তৃণমূল – ৫

    মগরাহাট ২ ব্লক। গোকর্নি গ্রাম পঞ্চায়েত। মোট আসন – ২২ বাম,কংগ্রেস জোট- ৯ বিজেপি- ৩ তৃণমূল- ১০।

    মগরাহাট ২ ব্লক, পঞ্চায়েত আমড়াতলা। মোট আসন- ১৯। বাম জোট- ৬। বিজেপি- ৬। তৃণমূল – ৭।

    কুলপি ব্লকের দক্ষিণ গাজিপুর পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। মোট আসন- ১৫। কংগ্রেস -৬ আইএসএফ- ২ সিপিএম- ১ বিজেপি- ১ তৃণমূল – ৫।

    মথুরাপুর ১ ব্লকের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। মোট আসন- ১৫। বিজেপি- ৬ সিপিএম- ৩ নির্দল – ২ তৃণমূল – ৪ এই পঞ্চায়েত ত্রিশঙ্কু।

    মথুরাপুর- ১ ব্লকের নালুয়া পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। মোট আসন- ১৯ তৃণমূল – ৯ বিজেপি- ৬ সিপিএম- ৪ এই পঞ্চায়েত ত্রিশঙ্কু।

    মথুরাপুর ১ ব্লকের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর হাতছাড়া তৃণমূলের। মোট আসন- ২১ বিজেপি- ৮ আইএসএফ- ৫ সিপিএম- ১ নির্দল- ১ তৃণমূল -৬ এই পঞ্চায়েতও ত্রিশঙ্কু।

    মথুরাপুর ১ ব্লকের শংকরপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। মোট আসন- ১৯। সিপিএম- ১০। বিজেপি- ১। তৃণমূল – ৮।

    পাথরপ্রতিমা ব্লকের হেরম্বগোপালপুর গ্রামপঞ্চায়েত মোট আসন – ২০ তৃণমূল- ১০ বিজেপি- ১০।

  • 11 Jul 2023 10:09 PM (IST)

    বাংলাকে মাফিয়ারাজ মুক্ত করব: সেলিম

    ‘বাংলায় গনতন্ত্রের পুনরুদ্ধার করার লড়াইয়ে সিপিএম বদ্ধপরিকর। এই লড়াই চলবে। বাংলাকে মাফিয়ারাজ মুক্ত করব।’ বললেন সিপিআইএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।

  • 11 Jul 2023 09:19 PM (IST)

    বঙ্গবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    ‘সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ ফেসবুকে পোস্ট করলেন মমতা। বিস্তারিত পড়ুন – মা-মাটি-মানুষকে শুভেচ্ছা তৃণমূল সুপ্রিমোর, বিশাল জয়ে মমতা-অভিষেককে কুর্নিশ সায়নীর

  • 11 Jul 2023 09:08 PM (IST)

    বড় জয় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের

    ৩৭৬২০ ভোটে জেলা পরিষদ আসনে জয় তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের।

  • 11 Jul 2023 09:01 PM (IST)

    পশ্চিম বর্ধমানের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয়জয়কার

    পশ্চিম বর্ধমান ৮ পঞ্চায়েত সমিতির ফল

    ১) অন্ডাল – (জয়ী তৃণমূল)

    ২) পান্ডবেশ্বর – (জয়ী তৃণমূল)

    ৩) দুর্গাপুর ফরিদপুর – (জয়ী তৃণমূল)

    ৪) কাঁকসা – (জয়ী তৃণমূল)

    ৫) রানিগঞ্জ – (জয়ী তৃণমূল)

    ৬) বারাবনি – (জয়ী তৃণমূল)

    ৭) সালানপুর – (জয়ী তৃণমূল)

    ৮) জামুড়িয়া – (জয়ী তৃণমূল)

  • 11 Jul 2023 08:59 PM (IST)

    এক নজরে বর্ধমান ১ ও বর্ধমান ২ মহকুমার ফল

    বর্ধমান ১ ও বর্ধমান ২ মহকুমার গ্রাম পঞ্চায়েতের ফলাফল 

    ১: আউশগ্রাম ১ (মোট আসন- ৭) তৃণমূল কংগ্রেস – ৭ ২: আউশগ্রাম ২ (মোট আসন- ৭) তৃণমূল কংগ্রেস – ৭ ৩: গলসি ১ (মোট আসন-৯ ) তৃণমূল কংগ্রেস – ৯ ৪.  গলসী ২ ( মোট আসন – ৬) তৃণমূল কংগ্রেস – ৬ ত্রিশঙ্কু- ৩ ৫.  ভাতার (মোট আসন- ১৪) তৃণমূল -১৪ ৬.  মেমারি ১ (মোট আসন- ১০) তৃণমূল কংগ্রেস – ১০ ৭.  মেমারী  ২( মোট আসন – ৯) তৃণমূল কংগ্রেস -৯ ৮.  জামালপুর (মোট আসন- ১৩) তৃণমূল কংগ্রেস ১৩ ৯.  রায়না ১ (মোট আসন- ৮) তৃণমূল কংগ্রেস – ৭ সিপিএম- ১ ১০. রায়না ২(মোট আসন- ৮) তৃণমূল কংগ্রেস – ৮

    ১১. খন্ডঘোষ (মোট আসন- ১০) তৃণমূল কংগ্রেস – ১০ ১২. বর্ধমান ১(মোট আসন- ৯) তৃণমূল কংগ্রেস – ৯ ১৩. বর্ধমান ২(মোট আসন- ৯) তৃণমূল কংগ্রেস – ৯

  • 11 Jul 2023 08:47 PM (IST)

    আক্রান্তদের জন্য বিজেপির হেল্পলাইন নম্বর

    ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি প্রকাশ করল বিজেপির লিগাল সেল। ৮১০০৯৯৫৮৬৮ এবং ৮১০০৯৯৫৮৬২ – এই দুই ফোন নম্বর এবং panchayatviolence2023@gmail.com -এই ইমেলে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

  • 11 Jul 2023 08:06 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 08:05 PM (IST)

    ৪০ হাজার ভোটে এগিয়ে আরাবুলের ছেলে

    ব্যাঁওতা ১-২, বামনঘাটা, ভগবানপুরের ছটি অঞ্চল মিলিয়ে জেলা পরিষদে ৪০ হাজার ভোটে এগিয়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম।

  • 11 Jul 2023 08:01 PM (IST)

    দক্ষিণ ২৪ পরগনা ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৭০টিতে এগিয়ে তৃণমূল

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৭০টিতে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল-কংগ্রেস। ৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ১টি তে এগিয়ে নির্দল।

  • 11 Jul 2023 07:39 PM (IST)

    জয়ী হওয়ার পরও পরাজিত ঘোষণা

    জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    বিস্তারিত পড়ুন: জিতে যাওয়ার পরেও বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা, বিডিওকে কাঠগড়ায় দাঁড় করালেন সুকান্ত

    Sukanta Majumdar Balurghat

    বিক্ষোভ দেখাচ্ছেন সুকান্ত মজুমদার

     

  • 11 Jul 2023 07:38 PM (IST)

    তৃণমূল কর্মীকে কোপ

    তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুর। এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর ১ নম্বর ব্লকের মুরসিধনগর এলাকায়। বিস্তারিত পড়ুন: গণনার মাঝেই জয়ের আনন্দে মিছিল, তৃণমূল কর্মীকে ছুরির ‘কোপ’

    Daspur TMC (1)

    দাসপুরে আক্রান্ত তৃণমূল কর্মী

     

  • 11 Jul 2023 07:31 PM (IST)

    সবংয়ে কাউন্টিং অফিসারকে সপাটে চড় মারার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে

    সবংয়ের ৩ দাঁররা অঞ্চলের নির্দল প্রার্থী তনুজা বিবি তৃণমূলের প্রার্থীর কাছে হেরে গিয়েছেন ১ ভোটে। নির্দল প্রার্থীর অভিযোগ তাঁকে হারিয়ে দিয়েছেন কাউন্টিং অফিসার। ক্ষোভে ফেটে পড়ে কাউন্টিং অফিসারকে সপাটে চড় মারেন তিনি। ইতিমধ্যেই নির্দল প্রার্থী-সহ আরও একজনকে আটক করেছে সবং থানার পুলিশ।

  • 11 Jul 2023 07:28 PM (IST)

    ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির অর্ধেক আসনে জয়ী তৃণমূল

    ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির মোট আসন ৩০।  এর মধ্যে আগেই ১৪ টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। ভোট হয় ১৬ আসনে। ১৬টির মধ্যে তৃণমূল পেয়েছে ৮টি আসন। জমি কমিটির দখলে গিয়েছে ৩ আসন। আইএসএফের দখলে ৫ আসন। ২ নম্বর পঞ্চায়েত সমিতির দখল তৃণমূলের।

  • 11 Jul 2023 06:56 PM (IST)

    এই রায় জনগণের রায় নয়: শুভেন্দু

    “এই নির্বাচন নিয়ে কোনও বিশ্লেষণে যাব না। এটা জনগণের রায়ের প্রতিফন নয়।” সাংবাদিক বৈঠকে বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

  • 11 Jul 2023 05:48 PM (IST)

    ধনিয়াখালির সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল

    হুগলির ধনিয়াখালি ব্লকে ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮টিতেই দখল তৃণমূলের। একইসঙ্গে ৫৪টি পঞ্চায়েত সমিতির সবকটিতেই জয় ঘাসফুল শিবিরের।

  • 11 Jul 2023 05:41 PM (IST)

    ভোটে হারতেই বিজেপি প্রার্থীর থেকে ৫০ হাজার টাকা জরিমানা চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়লেন গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। তাঁর কাছেই এই অভিযোগ করেছেন তিনি। দীর্ঘক্ষণ অঝোরে কাঁদতেও দেখা গেল তাঁকে। 

  • 11 Jul 2023 05:33 PM (IST)

    জিতে গেলেন মিমির ছোট মামি

    Panchayat

    বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: বড়-মেজ জা-কে পিছনে ফেললেন মিমির ছোট মামি, পেলেন সাংসদের শুভেচ্ছা

  • 11 Jul 2023 05:31 PM (IST)

    Tarakeswar Election result 2023: সিপিএম জয়ী প্রার্থীকে টাকার অফার তৃণমূলের

    Panchayat

    বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: ৫ লক্ষ না ৫ কোটি? একমাত্র সিপিএম জয়ী প্রার্থীকে টাকা অফারের অভিযোগ

  • 11 Jul 2023 05:29 PM (IST)

    Panchayat Election Result 2023: ‘হারার মুচলেকা লিখতে বলছে তৃণমূল’, কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী

  • 11 Jul 2023 05:08 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 05:05 PM (IST)

    তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে

    ভাঙড়ে গাজীপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। চারজনকে আটক করল পুলিশ। 

    ISF TMC Clash Bhangar

    ফের উত্তেজনা ভাঙড়ে

  • 11 Jul 2023 04:28 PM (IST)

    মুর্শিদাবাদে খাতা খুলল মিম

    মুর্শিদাবাদে খাতা খুলল মিম। সূত্রের খবর, লালগোলা বিধানসভা ৬১ দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে জয়ী হয়েছেন মিম প্রার্থী। 

  • 11 Jul 2023 04:26 PM (IST)

    পঞ্চায়েত সমিতিতে বড় জয় আরাবুল ইসলামের

    পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম জিতে গিয়েছেন ২৪৪৮ ভোটে। তবে ভাঙড় ২ ব্লকে আবার গ্রাম পঞ্চায়েতে বেশ ভাল ফল করেছে আইএসএফ।

  • 11 Jul 2023 04:24 PM (IST)

    চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে

    চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই গ্রাম পঞ্চায়েত চলে গেল সিপিএমের দখলে। এই পঞ্চায়েতে গ্রাম সদস্যের আসন সংখ্যা ১৫। যার মধ্যে ৮টি সিপিআইএম জিতে গিয়েছে। ৭টি রয়েছে তৃণমূলের দখলে।

  • 11 Jul 2023 04:17 PM (IST)

    তারকেশ্বরে খাতা খুলল সিপিএম

    ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর দেখা গিয়েছিল তারকেশ্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টিই ছিল তৃণমূলের দখলে।  এবারে ৯টি গ্রাম পঞ্চায়েত রইল তৃণমূলের দখলে। ১টিতে জিতল সিপিআইএম।

  • 11 Jul 2023 04:12 PM (IST)

    দিলীপ ঘোষের বুথে জয় তৃণমূলের

     ২৪ ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিবানী দেহরি। হেরে গিয়েছেন নির্দল প্রার্থী রানি খামারি। যদিও এই বুথে বিজেপির কোনও প্রার্থী ছিল না। 

  • 11 Jul 2023 03:46 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 03:18 PM (IST)

    West Medinipur Panchayat Election Result: ঘাটালে বিজেপির জয়োল্লাস

    পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকে বিজেপির জয়ের উল্লাস। গত পঞ্চায়েত নির্বাচনে ঘাটাল ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও ২০২৩-এর নির্বাচনে তিনটি গ্রাম পঞ্চায়েত দখলের পথে বিজেপি।

    ঘাটাল ব্লকের মোট ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত, মনোহরপুর গ্রাম পঞ্চায়েত ও ইড়পালা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। তাই জয়ের আনন্দে মেতেছেন বিজেপির নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রামকুমার দে।

  • 11 Jul 2023 03:12 PM (IST)

    South 24 PGS Panchayat Election Result: মন্ত্রী বঙ্কিম হাজরার কেন্দ্রে জয়ী বিজেপি

    দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে হারিয়ে দখল নিল বিজেপি। সাগর বিধানসভার মধ্যেই পড়ে এই পঞ্চায়েত। এখানকার বিধায়ক বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তাই সেখানে শাসক দলের এই হার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • 11 Jul 2023 02:16 PM (IST)

    Panchayat Election Result: গণনাতেও হিংসা! দুপুর পর্যন্ত রাজ্যে আহত ৬১ জন

    পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনেও হিংসা অব্যাহত। ভোটের দিন একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল। মঙ্গলবার গণনার দিনও আহত হয়েছেন অনেকে। দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন গোটা রাজ্যে আহত হয়েছেন ৬১ জন, উদ্ধার হয়েছে ৭৬টি তাজা বোমা। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে।

  • 11 Jul 2023 02:10 PM (IST)

    Bankura Panchayat Election Result: বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ি ভাঙচুর

    বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর বাঁকুড়ায়। শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার নেতাজি সেন্টেনারি কলেজে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে বসেছিলেন বিধায়ক। সেই সময় আচমকাই বেশ কয়েকজন তৃণমূল কর্মী পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ।

    ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। চন্দনা বাউরির অভিযোগ, তাঁর গাড়ি ও একাধিক বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।

  • 11 Jul 2023 02:05 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 02:04 PM (IST)

    গড় হাতছাড়া আরাবুলের

    বিস্তারিত পড়ুন: Panchayat Election Result 2023: বালিতে ব্যাপক গণ্ডগোল, প্রাণ বাঁচাতে এজেন্ট তুলে নিল CPM

  • 11 Jul 2023 02:03 PM (IST)

    বালিতে ব্যালট বক্স খাবি খাচ্ছে নর্দমায়

  • 11 Jul 2023 02:01 PM (IST)

    বালিতে এজেন্ট তুলে নিল CPM

  • 11 Jul 2023 01:50 PM (IST)

    Purba Burdwan Panchayat Election Result: জয়ী বিজেপি প্রার্থীকে গলা ধাক্কা!

    সিপিএমের জয়ী প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। পূর্ব বর্ধমানের মেমারির ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে সিপিএমের প্রার্থী সনকা ক্ষেত্রপালের দাবি, তিনি গণনায় ৫৩ ভোটে জয়ী হন। পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁকে ঘাড় থাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ও বাধা দিলে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

  • 11 Jul 2023 01:45 PM (IST)

    মমতার মামারবাড়ির গ্রামেও বিজেপির থাবা

    রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রীর মামারবাড়ি। এই পঞ্চায়েতে ২টি আসনে জয় পেল বিজেপি। সবিস্তারে পড়ুন: মমতার মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি

  • 11 Jul 2023 01:45 PM (IST)

    Malda Panchayat Election Result: ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা প্রার্থীর স্বামীর

    গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির চেষ্টা, এমন অভিযোগকে ঘিরেই উত্তেজনা ছড়াল মালদহ জেলা স্কুলে। গণনা কেন্দ্রে শোভানগর গ্রাম পঞ্চায়েত আসনে গণনা চলছিল। অভিযোগ, পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনের প্রার্থী আফসানা পারভিনের স্বামী শেখ জামিল হাসান ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে তাড়া করে ও আটক করে।

  • 11 Jul 2023 01:40 PM (IST)

    ৮৮ -তে ফের জয়ী গোপাল নন্দী

    জীবনে নাকি কখনও  হারতে শেখেননি গোপাল নন্দী। ৫৮ বছর ধরে তিনি অপরাজিত। ৮৮-তে ফের জয়ী হলেন তিনি। কখনও দলীয় প্রতীকে, কখনও নির্দল হয়ে নির্বাচনে লড়েছেন তিনি।

    পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের ৩০৫ বুথের গোবিন্দ নগরের বাসিন্দা গোপাল নন্দী। তাঁর রাজনীতি শুরু ছাত্র জীবন থেকেই। তিনিই ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে প্রবীন তৃণমূলের প্রার্থী। বিরোধীরাও স্বীকার করছেন, এত বছরেও গোপাল বাবুর গায়ে লাগেনি কোনও দুর্নীতির রং।

  • 11 Jul 2023 01:35 PM (IST)

    Howrah Panchayat Election Result: নিশ্চিন্দায় প্রবল উত্তেজনা, ব্যালট ছুড়ে ফেলার অভিযোগ দীপ্সিতার

    হাওড়ার বালির নিশ্চিন্দায় গণনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। বাম প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, সকাল থেকেই বাম প্রার্থীদের, এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে জানালা দিয়ে ব্যালট ফেলে দেওয়া হলেও, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে দাবি করেছেন তিনি। দীপ্সিতা জানান, পুলিশের ভূমিকা দেখে তিনি অনুমান করেন যে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মী সমর্থকেরা।

    বালি নিশ্চিন্দায় পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রে এই অভিযোগ ওঠে। সেই খবর সংগ্রহ করতে গেলে TV9 বাংলার সাংবাদিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকা না ছাড়লে প্রাণে মারা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাঁকে।

    হাওড়ার নিশ্চিন্দায় উত্তেজনা

  • 11 Jul 2023 01:00 PM (IST)

    Humayun Kabir: হুমায়ুন সমর্থিত নির্দল জয়ী

    ভোটের হিংসা নিয়ে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুন কবীর সমর্থিত ২ নির্দল প্রার্থী জয়ী হলেন। মুর্শিদাবাদে ২ আসনে জয়ী নির্দল।

    বিস্তারিত পড়ুন : ‘নৈতিক জয়’, সমর্থিত ২ নির্দল প্রার্থীর জয়ে বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

  • 11 Jul 2023 12:50 PM (IST)

    Cooch Behar Panchayat Election Result Counting Live: চিলাখানা বাজার থেকে উদ্ধার তাজা বোমা

    কোচবিহারে উদ্ধার বোমা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের চিলাখানা মাছ বাজার থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির নাটাবাড়ি বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, চিলাখানার মানুষ শান্তিপ্রিয়। ২০১৮-র মতো ২০২৩-এও সাধারণ মানুষের কাছ থেকে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

  • 11 Jul 2023 12:08 PM (IST)

    West Bengal Panchayat Election Result: কোন দিকে এগোচ্ছে পঞ্চায়েতের ফলাফল?

    সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। শুরু থেকেই এগিয়ে শাসক দল। ইতিমধ্যেই অনেক জায়গায় এগিয়ে গিয়েছে শাসক দল। তবে বিজেপি ও সিপিএমের মধ্যে চলছে জোর লড়াই।

    পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ

  • 11 Jul 2023 12:04 PM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 12:01 PM (IST)

    Cooch Behar Panchayat Election Result Counting Live: ব্যালটে কালি ছিটিয়ে গ্রেফতার তৃণমূল প্রার্থী

    কোচবিহার ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্রে ব্যালটে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিংকু রায় রাজভর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে। কালি ছেটানোর পর কেন্দ্রীয় বাহিনী তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী ছিলেন।

  • 11 Jul 2023 11:53 AM (IST)

    ভোট হিংসায় সিবিআই তদন্তের দাবি

    ভোট হিংসায় সিবিআই তদন্তের দাবি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়ুন: ভোট হিংসায় CBI তদন্তের দাবি, শুভেন্দুকে মামলার অনুমতি প্রধান বিচারপতির

  • 11 Jul 2023 11:53 AM (IST)

    Hooghly Panchayat Election Result Counting Live: ধনেখালিতে মারধরের অভিযোগ, খবর পেয়ে ছুটলেন লকেট

    ধনেখালিতে পুনরায় ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার ধনেখালির কৃষাণ মাণ্ডি গণনা কেন্দ্র থেকে বিরোধীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে যান লকেট চট্টোপাধ্যায়।

  • 11 Jul 2023 11:49 AM (IST)

    Dhupguri Panchayat Election Result Counting Live: লাঠিচার্জ করে সরাতে হল বেআইনি জমায়েত

    ভোট গণনা কেন্দ্রের বাইরে বেআইনি জমায়েত! লাঠি দিয়ে সরাল কেন্দ্রীয় বাহিনী। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ধূপগুড়ি থানার আইসি চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ। ভোট গণনা কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। সেখানেই বেআইনিভাবে জমায়েত করার অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে।

  • 11 Jul 2023 11:28 AM (IST)

    Sougata Roy : মৃত্যুর দায় সবাইকে নিতে হবে

  • 11 Jul 2023 11:10 AM (IST)

    বিজেপি প্রার্থীকে হেনস্থা

    কাউন্টিংয়ে গোলমাল বাধা দিচ্ছিলেন। প্রতিবাদ করায় বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ।

    Barrackpur Bengal BJP

    বিজেপি প্রার্থীকে কোলে তুলে বার করে আনছে পুলিশ

    বিস্তারিত পড়ুন: গণনার ‘গোলমাল’ ধরছিলেন, রীতিমতো কোলে তুলে বিজেপি প্রার্থীকে গণনাকেন্দ্র থেকে বার করল পুলিশ

  • 11 Jul 2023 11:08 AM (IST)

    Samserganj Panchayat Election Result Counting Live: বিধায়ক কেন্দ্রীয় বাহিনীর মাঝে রাজ্য পুলিশ

    Samserganj MLA

    সামসেরগঞ্জের বিধায়ককে ধাক্কা

    জমায়েতের মধ্যেই ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তাঁকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে সরিয়ে দিতে চান। কিন্তু তাতে বাধা দেন বিধায়ক। উত্তেজনা ছড়ায় সামসেরগঞ্জে। বিধায়ককে ধাক্কা মারতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ।

    বিস্তারিত পড়ুন: বিধায়ককে ধাক্কা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, ঢাল হয়ে দাঁড়াল রাজ্য পুলিশ, তপ্ত সামসেরগঞ্জ

  • 11 Jul 2023 10:48 AM (IST)

    Panchayat Election Result: ১০টা পর্যন্ত ফলাফল

    সকাল ১০টা পর্যন্ত গণনা শেষে গ্রাম পঞ্চায়েতে আরও ১০ আসনে জয়ী তৃণমূল। উত্তর ২৪ পরগনায় ১টি, দক্ষিণ ২৪ পরগনায় ৫টি, পশ্চিম মেদিনীপুরে ২টি, পুরুলিয়ায় ১টি ও পূর্ব বর্ধমানে ১টি আসনে জয় পেয়েছে তৃণমূল।

    তৃণমূল এগিয়ে আছে ৬০১টি আসনে, ১৩০ আসনে এগিয়ে বিজেপি, সিপিএম এগিয়ে ৪ আসনে। ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের বিজয় উল্লাস।

  • 11 Jul 2023 10:39 AM (IST)

    Rajiva Sinha: ‘অশান্তির অভিযোগ আসছে’, বললেন কমিশনার

    গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করলেন কমিশনার রাজীব সিনহা। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে সামনে এসেছে অশান্তির অভিযোগ। সে বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, “আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা স্টেপ নিচ্ছি।”

    Rajiva Sinha

  • 11 Jul 2023 10:12 AM (IST)

    Suvendu Adhikari: মুহুর্মুহু পড়ছে বোমা, ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ শুভেন্দুর

    বেলা বাড়লেও পরিস্থিতি শান্ত হল না ডায়মন্ড হারবারে। মুহুর্মুহু বোমার শব্দ শোনা যাচ্ছে গণনাকেন্দ্রের বাইরে থেকে। তৃণমূলের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • 11 Jul 2023 10:04 AM (IST)

    ভাঙড় ঘুরে দেখছেন রাজ্যপাল

    ভাঙড়ে গিয়ে গণনা কেন্দ্র ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দর থেকে সোজা চলে যান সেখানে। ঘুরে দেখেন ভাঙড় এলাকা। স্পর্শকাতর এলাকাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে গাড়ি থেকেই কথা বলেন বিডিও-দের সঙ্গে। গণনা শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না, সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন তিনি। বিজয়গঞ্জ বাজারের মাঠ, ঘটকপুকুর মোড়েও যান রাজ্যপাল।

  • 11 Jul 2023 09:53 AM (IST)

    Hooghly Panchayat Election Result Counting Live: পুলিশের লাঠি চার্জে মাথা ফাটল বাম কর্মীর

    আইএসএফ এবং বাম প্রার্থীদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডি এন হাই স্কুলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, সিপিএমের পার্টি অফিসে ঢুকে লাঠি চার্জ করে পুলিশ। পুলিশের লাঠি চার্জে বেশ কয়েক জন আহত হয়েছেন, এমনকী এক সিপিএম কর্মীর মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ।

  • 11 Jul 2023 09:50 AM (IST)

    Purba Medinipur Panchayat Election Result Counting Live: ক্যাম্প সরাল পুলিশ, অসন্তুষ্ট বিজেপি

    পূর্ব মেদিনীপুর জেলায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কাউন্টিং সেন্টার থেকে ২০০ মিটার দূরে ক্যাম্প করতে হবে। এরপরেও ২০০ মিটারের মধ্যে একটি ক্যাম্পে বিজেপির পতাকা লাগানো থাকার অভিযোগ ওঠে। তমলুক থানার আইসি পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিজেপি নেতৃত্বকে দ্রুত ওই ক্যাম্প খালি করে,  বিজেপির পতাকা খোলা নির্দেশ দেন।

  • 11 Jul 2023 09:43 AM (IST)

    Diamond Harbour Panchayat Election Result Counting Live:মুড়ি-মুড়কির মতো বোমা ফাটল ডায়মন্ড হারবারে

    ভোর থেকেই শুরু বোমাবাজি। বিরোধী দলের এজেন্টদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূলের লোকজন দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ বাম নেতৃত্বের।

    বিস্তারিত পড়ুন: বোমা ফাটার বিকট শব্দ! গণনার দিন সাত সকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা

    Panchayat Election 2023 Result: বোমা ফাটার বিকট শব্দ! গণনার দিন সাত সকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা

  • 11 Jul 2023 09:41 AM (IST)

    জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়

  • 11 Jul 2023 09:22 AM (IST)

    Gaighata Panchayat Election Result Counting Live: গণনা কেন্দ্রের বাইরে জমায়েত হটাতে লাঠি তুলে নিল বাহিনী

    বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Elections 2023: গাইঘাটা-মালদহ-হাওড়ায় গণনা কেন্দ্রের বাইরে হাজার-হাজার জমায়েত, জনতাকে বাগে আনতে লাঠিপেটা বাহিনীর

  • 11 Jul 2023 08:58 AM (IST)

    ভাঙড়ে উদ্ধার বোমা

  • 11 Jul 2023 08:58 AM (IST)

    Burdwan Panchayat Election Result Counting Live: সাত সকালেই মারধর-ভাঙচুর, হাসপাতালে সিপিএম কর্মী

    পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের কাউন্টিং সেন্টারে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আহত হয়েছেন এক সিপিএম সমর্থক। শ্রীখন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সিপিএমের অভিযোগ, গণনা কেন্দ্রের দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের গাড়ি থামিয়ে মারধর করে, গাড়ি ভাঙচুরও করে।

    আহত সিপিএম কর্মী

  • 11 Jul 2023 08:35 AM (IST)

    Hooghly Jhargram Panchayat Election Result Counting Live: হুগলিতে ৩৯৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

    হুগলি জেলার ১৮টি ব্লকের ১৮টি জায়গায় চলছে গণনা। জেলার ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ আসন, ১৮টি পঞ্চায়েত সমিতির ৬১৯টি আসন ও ৫৩ টি জেলা পরিষদ আসনের গণনা হবে। গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই ৩৯৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে ৫৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। জেলা পরিষদের ৫৩টি আসনে লড়াই হচ্ছে।

  • 11 Jul 2023 08:32 AM (IST)

    Jhargram Panchayat Election Result Counting Live: ঝাড়গ্রামে কোথায় এগিয়ে তৃণমূল?

    ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের ৮টি জায়গায় ভোট গণনা শুরু হয়েছে। জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের ১০০৭টি আসন, ৮টি পঞ্চায়েত সমিতির ২১০টি আসন ও ১৯ টি জেলা পরিষদ আসনের গণনা হবে। গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই ২৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। জেলা পরিষদের ১৯টি আসনে লড়াই হচ্ছে।

  • 11 Jul 2023 08:29 AM (IST)

    Birbhum Panchayat Election Result Counting Live: টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের

    বীরভূমের কিন্নাহারে রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএমের কর্মীরা। অভিযোগ, সিপিএমের এজেন্টদের কাউন্টিংয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।

  • 11 Jul 2023 08:23 AM (IST)

    Panchayat Election Result Counting Live: হাওড়ায় কোথায় কোথায় ম্যাজিক ফিগারে তৃণমূল?

    আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল একক গরিষ্ঠতা পেয়েছে। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতিতে ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে তৃণমূল।

    আমতা ১ নম্বর ব্লকে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৩টি। তার মধ্যে রয়েছে ৭টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ম্যাজিক ফিগার পেয়েছে। গ্রাম পঞ্চায়েত গুলি হল-

    ১. উদং ২গ্রাম পঞ্চায়েত ২. বালিচক গ্রাম পঞ্চায়েত ৩. চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ৪. ঘোষালপুর গ্রাম পঞ্চায়েত ৫. আনুলিয়া গ্রাম পঞ্চায়েত ৬. বসন্তপুর গ্রাম পঞ্চায়েত ৭. রামপুর গ্রাম পঞ্চায়েত

    আমতা ২ নম্বর ব্লকে ১৪টি গ্রাম পঞ্চায়েত আছে। দুটি গ্রাম পঞ্চায়েতে ম্যাজিক ফিগার পেয়েছে তৃণমূল। সেই দুই পঞ্চায়েত হল, ১. খেলনা দুই ২. ঘোড়াবেড়িয়া।

    বাগনান ২ নম্বর ব্লকে, তিনটি গ্রাম পঞ্চায়েতে ম্যাজিক ফিগার পেয়েছে তৃণমূল। পঞ্চায়েতগুলি হল,

    ১. শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত ২. ওরফুলি গ্রাম পঞ্চায়েত ৩. চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়ে

    উদয়নারায়ণপুর ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ম্যাজিক ফিগার পেয়েছে। গ্রাম পঞ্চায়েত নাম গুলি হল

    ১. কুচরি শিবপুর গ্রাম পঞ্চায়েত ২. দেবীপুর গ্রাম পঞ্চায়েত ৩. বিধি চিদনান গ্রাম পঞ্চায়েত ৪. সোনাতলা গ্রাম পঞ্চায়ে ৫. কানুপট মুনশুকা গ্রাম পঞ্চায়েত ৬. পেরো হরিশপুর গ্রাম পঞ্চায়েত

  • 11 Jul 2023 08:01 AM (IST)

    Malda Panchayat Election Result: ব্যালট চুরির অভিযোগে রাতভর উত্তেজনা

    তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীর। পুলিশ এলে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

    বিস্তারিত পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ, মধ্যরাতে প্রবল উত্তেজনা মালদহে

    Panchayat Election 2023 Result: তৃণমূলের বিরুদ্ধে ব্যালট চুরির অভিযোগ, মধ্যরাতে প্রবল উত্তেজনা মালদহে

  • 11 Jul 2023 07:23 AM (IST)

    গণনার দিনও ‘গ্রাউন্ড জিরোতে’ই রাজ্যপাল

    ভোটের দিন বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন রাজ্যপাল বোস। আর এবার গণনাকেন্দ্রও পরিদর্শন করবেন বলে সূত্রের খবর।

    বিস্তারিত পডুন: গণনার দিনও ‘গ্রাউন্ড জিরোতে’ই রাজ্যপাল, ফিরছেন দিল্লি থেকে

    Panchayat Election 2023 Result: গণনার দিনও 'গ্রাউন্ড জিরোতে'ই রাজ্যপাল, ফিরছেন দিল্লি থেকে

  • 11 Jul 2023 06:26 AM (IST)

    কোন জেলায়, কতগুলি স্ট্রং রুম?

    আলিপুরদুয়ার- ৬ টি বাঁকুড়া- ২২ টি বীরভূম- ১৯ টি কোচবিহার- ১২ টি দক্ষিণ দিনাজপুর- ৮ টি দার্জিলিং- ৫ টি হুগলি- ১৮ টি হাওড়া- ১৪ টি জলপাইগুড়ি- ১০ টি ঝাড়গ্রাম- ৮ টি কালিম্পং- ৪ টি মালদা- ১৫ টি মুর্শিদাবাদ- ২৬ টি নদিয়া- ১৮টি উত্তর ২৪ পরগনা- ২২টি পশ্চিম বর্ধমান- ৮টি পূর্ব বর্ধমান- ২৩ টি পশ্চিম মেদিনীপুর- ২১ টি পূর্ব মেদিনীপুর- ২৫ টি পুরুলিয়া- ২০ টি দক্ষিণ ২৪ পরগনা- ২৮ উত্তর দিনাজপুর- ৮টি

  • 11 Jul 2023 12:13 AM (IST)

    গণনার আগের রাতে প্রবল উত্তেজনা দিনহাটায়

    দিনহাটায় উত্তেজনা ছড়াল সোমবার রাতে। ভাঙচুর করা হয়েছে বিজেপি নেতা অজয় রায়ের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে বেআইনিভাবে স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ তুলেছে তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: স্ট্রং রুম খুলল কে? প্রবল উত্তেজনা দিনহাটায়, ঘটনাস্থলে মন্ত্রী উদয়ন

    Panchayat Elections 2023: স্ট্রং রুম খুলল কে? প্রবল উত্তেজনা দিনহাটায়, ঘটনাস্থলে মন্ত্রী উদয়ন

  • 10 Jul 2023 11:44 PM (IST)

    আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিদায়ি পঞ্চায়েত প্রধানকে হুমকির অভিযোগ

    ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন খানাকুলের  কিশোরপুর-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ি প্রধান। পরে অবশ্য মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তাঁর পরিবারকে হুমকির অভিযোগ তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে।

    বিস্তারিত পড়ুন: তৃণমূল নেতাকে খুন করে স্ত্রীকে বিধবা করে দেওয়ার ‘হুমকি’, অভিযোগ শাসক দলের বিরুদ্ধেই

  • 10 Jul 2023 11:41 PM (IST)

    গুরুতর জখম নিয়ে কলকাতায় স্থানান্তরিত তমলুকের তৃণমূল নেতা

    রবিবার স্ট্রংরুমের কাছে আক্রান্ত হয়েছিলেন তমলুকের তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া। আজ কুণাল ঘোষরা তাঁর সঙ্গে দেখা করতে তমলুক জেলা হাসপাতালে গিয়েছিলেন। আক্রান্ত ওই ব্যক্তির জখম গুরুতর। রাতে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: তমলুকে আক্রান্ত তৃণমূল নেতা, দেখা করতে হাসপাতালে ছুটলেন কুণালরা

  • 10 Jul 2023 11:37 PM (IST)

    শনিবার ভোট দিতে গিয়ে আক্রান্ত, আজ হাসপাতালে মৃত্যু

    শনিবার ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পুলক সরকার। আজ কলকাতায় এনআরএস হাসপাতালে মৃত্যু হয় কেতুগ্রামের ওই ব্যক্তির।

    বিস্তারিত পড়ুন: পঞ্চায়েতের বলি আরও এক সাধারণ ভোটার, রাজনৈতিক পরিচয় নিয়ে টানাটানি বাম-তৃণমূলের

  • 10 Jul 2023 09:17 PM (IST)

    সই না থাকলে ব্যালট বৈধ নয়

    নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, গণনার সময়ে প্রত্যেকটি ব্যালট পেপার খতিয়ে দেখতে হবে। যদি কোনও ব্যালট পেপারের পিছনের দিকে প্রিসাইডিং অফিসারের সই না থাকে, তাহলে সেই ব্যালট বৈধ বলে ধরা হবে না।

  • 10 Jul 2023 07:59 PM (IST)

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং

    ত্রিস্তরীয় নিরাপত্তার ঘোরাটোপে হবে পঞ্চায়েত নির্বাচনের গণনা। নিরাপত্তায় কোন খামতি রাখছে না কমিশন। নিয়মমাফিক গণনাকেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা।

    বিস্তারিত পড়ুন: মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং

    Panchayat Election 2023 Result: মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং

  • 10 Jul 2023 07:56 PM (IST)

    কারা থাকতে পারবেন গণনাকেন্দ্রে?

    গণনাকেন্দ্রের প্রত্যেক টেবিলে থাকবেন বিডিও, একজন কাউন্টিং অফিসার, একজন করে অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার ও কাউন্টিং এজেন্ট। প্রতি গণনা কেন্দ্রে ব্লক পিছু একজন করে অবজারভার ও জেলা পিছু একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। গ্রাম পঞ্চায়েতে এবং জেলা পরিষদের প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন গণনা কেন্দ্রে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী থাকতে পারবেন কোনও এজেন্ট থাকতে পারবেন না।

  • 10 Jul 2023 07:02 PM (IST)

    ৬ রাউন্ডে হবে গণনা

    মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, এরপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা হবে।

Published On - Jul 11,2023 6:00 AM

Follow Us: