Pakistan: ছিন্ন ভিন্ন ১১ শ্রমিকের দেহ, নির্বাচনের আগে লাগাতার জঙ্গি হামলায় বিধ্বস্ত পাকিস্তান

Terrorist attack in Pakistan's Khyber Pakhtunkhwa: পাক পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্ততপক্ষে ১১ জন শ্রমিক নিহত এবং ২ জন আহত হয়েছেন। শাওয়াল মহকুমার গুল মীর কোটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেই সময় ওই গাড়িটিতে ১৬ জন শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার, রেহান গুল খট্টক।

Pakistan: ছিন্ন ভিন্ন ১১ শ্রমিকের দেহ, নির্বাচনের আগে লাগাতার জঙ্গি হামলায় বিধ্বস্ত পাকিস্তান
সরকারি ভবনে কর্মরত শ্রমিকদেরই নিশানা করল জঙ্গিরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:33 PM

ইসলামাবাদ: সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার হাতেনাতে ফল পাচ্ছে পাকিস্তান। ফের, সন্ত্রাসবদী হামলার মুখে পড়ল আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শনিবার গভীর রাতে, রাজ্যের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই হামলা হয়। পাক পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্ততপক্ষে ১১ জন শ্রমিক নিহত এবং ২ জন আহত হয়েছেন। শাওয়াল মহকুমার গুল মীর কোটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেই সময় ওই গাড়িটিতে ১৬ জন শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার, রেহান গুল খট্টক।

ওই শ্রমিকরা সকলেই একটি নির্মাণাধীন সরকারি ভবনে কাজ করতেন। ঘটনাস্থলেই মৃত্যু ১১ জনের। গুরুতর আহত হন আরও দুই জন। তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছেন, হতাহতরা প্রত্যেকেই দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার তহসিল মাকিন এবং ওয়ানার এলাকার বাসিন্দা। আহতদের নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিও ওই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ডেপুটি কমিশনার, রেহান গুল খট্টক জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পাকিস্তানে নির্বাচনের আগে সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনোয়ার উল হক কাকার। এই হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেছেন, পূর্বে টুইটার।তিনি বলেছেন, “উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসবাদী হামলার খবর পেয়েছি। মর্মান্তিক ঘটনা। ১১ জন নিরীহ শ্রমিকের প্রাণ গিয়েছে। আমি এই বিবেকহীন হিংসার তীব্র নিন্দা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছি আমরা।” শনিবারই, দক্ষিণ ওয়াজিরিস্তানের মাকিন মহকুমায় আরও এক হমলার ঘটনায় গুরুতর আহত হন বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীর চার সদস্য। বম্ব স্কোয়াডের গাড়ি লক্ষ্য করে রকেট ছুড়েছিল জঙ্গিরা।