BRICKS: আর ৬ দেশ যোগ দিতে পারে ব্রিকসে, দেখুন তালিকা
বিশ্বের প্রায় ২০টি দেশ ইতিমধ্যেই ব্রিকসের সদস্য হতে আগ্রহ দেখিয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও অতীতে একাধিকবার ব্রিসকের সম্প্রসারণের পক্ষে সওয়াল করেছেন।
জোহানেসবার্গ: আরও বড় হতে চলেছে ব্রিকসের মঞ্চ। ভারত, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল- এই পাঁচ দেশ নিয়েই গঠিত হয়েছে ব্রিকস। ব্রিকসে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আরও ৬ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিকসের তরফে। দক্ষিণ আফ্রিকায় চলছে ব্রিকস সম্মেলন। সেখান থেকেই নতুন ৬টি দেশকে ব্রিকসের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এই দেশগুলি হল- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এ কথা বৃহস্পতিবার জানিয়েছেন। আগামী বছর ১ জানুয়ারি থেকে এই সদস্যপদ কার্যকর হবে।
এ বিষয়ে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, “ব্রিকসের প্রথম পর্যায়ের সম্প্রসারণের জন্য আমরা সহমতে পৌঁছেছি। আমরা আর্জেন্টাইন রিপাবলিক, দ্য আরব রিপাবলিক অব ইজিপ্ট, দ্য ফেডেরাল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়া, দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান, দ্য কিংডম অব সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই সদস্যপদ কার্যকর হবে।”
রামাফোসার এই ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রস্তাবকে স্বাগত জানান। মোদী এ বিষয়ে বলেছেন, “ব্রিকসে এই নতুন ৬ দেশকে স্বাগত জানাচ্ছি। এই দেশগুলির সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। সহযোগিতা এবং উন্নয়নের পথে এই দেশগুলির সঙ্গে কাজ করতে আগ্রহী।” বিশ্বের প্রায় ২০টি দেশ ইতিমধ্যেই ব্রিকসের সদস্য হতে আগ্রহ দেখিয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও অতীতে একাধিকবার ব্রিসকের সম্প্রসারণের পক্ষে সওয়াল করেছেন।