Bangladesh Fire: ক্ষুদে হাতে হোসপাইপের ছিদ্র আটকানোর চেষ্টা, ৪ বছর পর বনানীর ছবি বঙ্গবাজারে
Bangladesh Fire: মঙ্গলবার সকালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন।
বাংলাদেশ: হোসপাইপের ওপর পা দিয়ে চেপে বসে রয়েছে এক কিশোর। চোখ-মুখ বলে দিচ্ছে সর্বশক্তি প্রয়োগ করে সে চেষ্টা করছে যাতে জল লিক হয়ে পাইপ থেকে বেরিয়ে না যায়। বছর চারেক আগে এমনই এক ছবি ভাইরাল হয়। ২০১৯-এ বাংলাদেশের বনানী ফারুক রূপায়ণ টাওয়ারে আগুন লেগেছিল সেদিন। আর সেই আগুন নেভানোর জল যাতে ঠিক মতো পৌঁছয় সেই চেষ্টাই চালাচ্ছিল নাঈম। ৪ বছর বাদে আবার ফিরল সেই ছবি। আবারও সেই বাংলাদেশ।
বাংলাদেশের সাহিত্যিক আনিসুল হক মঙ্গলবার একটি ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। অদূরে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের গাড়ি। তারই পাইপ থেকে চুঁইয়ে বেরচ্ছে জল। সেই জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে এক শিশু। সাহিত্যিক ক্যাপশনে লিখেছেন, ‘জানি না কে তুলেছেন এই ছবি। কবেকার তাও জানি না। এইটাই বাংলাদেশ।’ পরে জানা গিয়েছে, বাংলাদেশের বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেকানকারই ছবি এটি। কেউ কেউ এই ছবি দেখে কমেন্ট বক্সে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ফায়ার সার্ভিসের এমন অবস্থা কেন যে ফাটা পাইপ নিয়ে আগুন নেভাতে যেতে হয়?
উল্লেখ্য, মঙ্গলবার সকালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন। ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান। পুরো আকাশ ঢেকে গিয়েছিল কালো ধোঁয়ায়। সর্বস্ব খুইয়ে পথে বসেছেন বঙ্গ বাজারের বহু পোশাক ব্যবসায়ী। ইদের মাসে এমন একটি ঘটনা যেন অভিশাপ নিয়ে এসেছে তাঁদের জীবনে। তার মধ্যেই নাম না জানা এই ছোট্ট ছেলেটি যে শেখাচ্ছে, কীভাবে বিপদেও কাঁধ মিলিয়ে লড়াই করে যেতে হয়।
২০১৯ সালে বনানীর ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারে আগুন লাগে। ঘটনায় মৃত্য হয় ২৫ জনের। সেই সময় দেখা গিয়েছিল নঈমকে। আগুন লাগার কথা শুনেই ছুটে গিয়েছিল সে। তার সঙ্গে ছিল আরও কয়েকজন শিশু। তারপর ফাটা পাইপ দেখেই বসে পড়ে নঈম। প্রায় ২০ মিনিট ধরে এই প্রচেষ্টা চালিয়েছিল সে।