Bus Accident: বেপরোয়া গতিতে ছুটছিল বাস, অটোকে পাশ কাটাতে গিয়ে ছিটকে পড়ল পুকুরে, মৃত শিশু সহ ১৫
Bangladesh Accident: বাসটিকে পুকুরে পড়ে যেতে দেখেই স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে যান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশেও। এখনও অবধি বাস থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২০ জনকে।
বরিশাল: হু হু করে ছুটছিল বাস, ভয়ে সিঁটিয়ে বসেছিলেন যাত্রীরা। সামনে হঠাৎ একটা অটো-রিক্সা চলে আসতেই ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ছিটকে পড়ে গেল পাশের পুকুরে। ভয়াবহ দুর্ঘটনায় এখনও অবধি ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) দক্ষিণাঞ্চলীয় বিভাগের বরিশালের (Barishal) ঝালকাঠি জেলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলা সদরের ছত্রকান্দায় দুর্ঘটনাটি ঘটে। এখনও অবধি ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জেলা সিভিল সার্জন অফিসার ডঃ জহিরুল ইসলাম মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, এ দিন সকালে ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। দ্রুতগতিতে ছুটছিল বাসটি। ছত্রকান্দার কাছাকাছি হঠাৎ বাসের সামনে এসে যায় একটি অটো-রিক্সা। দুর্ঘটনা এড়াতেই পাশ কাটাতে যান বাসের চালক। কিন্তু বাসের গতি অত্যন্ত বেশি থাকায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
বাসটিকে পুকুরে পড়ে যেতে দেখেই স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে যান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশেও। এখনও অবধি বাস থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২০ জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুকুরে পড়ে যাওয়া বাসের ভিতরে আর কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তা দেখতে তল্লাশি চালানো হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাসটিতে কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। আপাতত ক্রেন দিয়ে বাসটিকে তোলার চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, এখনও অবধি ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।