Fire in Flight: কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে টেক অফের পরই বিমানে আগুন
নেপালের কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে টেক অফের পরই বিমানটিকে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই পাইলট বিমানটি অবতরণের চেষ্টা করেন।
কাঠমাণ্ডু: রানওয়ে ছাড়ার পরই অগ্নিকাণ্ড দুবাই এয়ারক্রাফ্টের বিমানে। সোমবার রাতে নেপালের কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে টেক অফের পরই বিমানটিকে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই পাইলট বিমানটি অবতরণের চেষ্টা করেন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীও।
জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৫৯ মিনিট নাগাদ কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় দুবাই উড়ান ৫৭৬। বিমানটি। বিমানটিতে কর্মী ও যাত্রী মিলিয়ে ১৫০ জনের বেশি আরোহী ছিলেন। তার মধ্যে ৫০ জন নেপালি। কাঠমাণ্ডু থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় রানওয়েতে উপস্থিত অনেকেই বিমানটিতে আগুন জ্বলতে দেখতে পান। সেই সময় বিমানটি ৩৪ হাজার ফুট উপরে ছিল। শেষ পাওয়া খবর পর্যন্ত, দ্রুততার সঙ্গে বিমানটি কাঠমাণ্ডু বিমানবন্দরেই অবতরণ করানো হয় এবং যাত্রীদের নিরাপদে বের করা হয়। তারপর দমকল বাহিনীর তৎপরতায় আগুন নেভানো হয়।
ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্যই বিমানটি টেক অফের পরই আগুন লেগে যায় বলে সূত্রের খবর। তবে বিমানটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে এবং হতাহতের কোনও খবর নেই বলে সূত্রের খবর। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে।