Imran Khan: ইমরান খানের গ্রেফতারি বেআইনি, জানাল পাক সুপ্রিম কোর্ট
Imran Khan: ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার থেকেই জ্বলছে পাকিস্তান। এবার ইমরানের গ্রেফতারি বেআইনি বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট
ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খানের গ্রেফতারি বেআইনি। ইমরান খান গ্রেফতার হওয়ার দু-দিনের মাথায় বৃহস্পতিবার এমনই রায় দিল পাকিস্তানের শীর্ষ আদালত (Supreme Court)। শুধু তাই নয়, ইমরানকে (Imran Khan) মুক্তি দেওয়ারও নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। ইমরানের গ্রেফতারির ঘটনায় পাকিস্তানের শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, ইমরান খানের সঙ্গে যেটা হয়েছে, সেটা ন্যায়বিচার নয়। তাই অবিলম্বে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালত চত্বর থেকেই গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। NAB-এর তরফে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁকে গ্রেফতার করা হয়। তারপর বুধবার তাঁকে ইসলামাবাদ আদালতে পেশ করা হলে বিচারক ইমরানকে ৮ দিনের ন্যাব হেফাজত দেন। এর মধ্যেই ইমরানের গ্রেফতারির ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাঁর রাজনৈতিক দল, PTI। অবশেষে সুপ্রিম কোর্টে মুক্তি পেলেন ইমরান।
এদিন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল, বিচারপতি মহম্মদ আলি মাজহার এবং বিচারপতি আতহার মিনাল্লাহর বেঞ্চে জমি দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির বিরুদ্ধে আবেদন ওঠে এবং তার পরিপ্রেক্ষিতেই এই তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের গ্রেফতারি বেআইনি জানিয়ে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ আদালতে পেশ হওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ইসলামাবাদ আদালত চত্বরে গত মঙ্গলবার ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে গোটা পাকিস্তানে। ইমরান-অনুগামী তথা পিটিআই সমর্থকেরা রাস্তা অবরোধ করে, মোড়ে-মোড়ে টায়ার জ্বালিয়ে তীব্র বিক্ষোভ দেখায়। ইসলামাবাদ থেকে ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে লাহোর, করাচি, পঞ্জাব, বালুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সহ গোটা পাকিস্তানে। পিটিআই সমর্থকদের বিক্ষোভের আগুন থেকে বাদ পড়েনি সেনা ভবনও। এমনকি পাকিস্তানের রেডিয়ো অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকায় সেনা নামানো হয়েছে। কোথাও-কোথাও ১৪৪ ধারা জারি করা হয়েছে। পিটিআই নেতা সহ হাজারেরও বেশি বিক্ষোভকারী়কে গ্রেফতার করা হয়েছে।