‘আমি অবাক নই’, ওয়াগনার প্রধানের মৃত্যুতে পুতিনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট
ওয়াগানার প্রধানের মৃত্যু নিয়ে বাইডেন বলেছেন, “আমি জানি না ঠিক কী ঘটেছে, কিন্তু আমি অবাক নই।” এর পরই পুতিনকে আক্রমণ করে তিনি বলেছেন, “রাশিয়ায় এমন কিছু ঘটে না যার পিছনে ভ্লাদিমির পুতিন থাকেন না।”
ওয়াশিংটন: ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। সেই খবর সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বের প্রান্তে। ওয়াগনার প্রধানের মৃত্যু নিয়ে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় যে বিস্মিত নন, তাও জানিয়েছেন হোয়াইট হাউসের সর্বময় কর্তা।
ওয়াগানার প্রধানের মৃত্যু নিয়ে বাইডেন বলেছেন, “আমি জানি না ঠিক কী ঘটেছে, কিন্তু আমি অবাক নই।” এর পরই পুতিনকে আক্রমণ করে তিনি বলেছেন, “রাশিয়ায় এমন কিছু ঘটে না যার পিছনে ভ্লাদিমির পুতিন থাকেন না।”
বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ গামী একটি বিমানে ছিলেন প্রিগোজিন। সেই বিনমান ভেঙে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে। প্রিগোজিন ছিলেন সশস্ত্র বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান। পুতিন ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া সেনার পাশাপাশি এই বাহিনীও অংশ নিয়েছিল। প্রথম সারিতেই যুদ্ধ করেছিল এই ভাড়াটে বাহিনী। কিন্তু মাস খানেক আগে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই বাহিনীর সদস্যরা। এর পর থেকেই সমস্যার সূত্রপাত। তখনই অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওয়াগনার বাহিনীর প্রধানকে সরিয়ে দিতে পারেন তিনি। বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘিরে সেই জল্পনা আরও জোরদার হল।