Luna-25: অবতরণের আগের মুহূর্তেই ‘কথা শুনল না’ লুনা-২৫, চন্দ্রযানের আগে চাঁদের মাটি ছুঁতে পারবে?

Russia's Lunar Mission: নির্দেশ অনুসরণ না করার ফলে লুনা-২৫ এর চাঁদে অবতরণ পিছিয়ে যাবে কি না,  সে সম্পর্কে কোনও কিছু জানাননি রাশিয়ার  মহাকাশ বিজ্ঞানীরা।

Luna-25: অবতরণের আগের মুহূর্তেই 'কথা শুনল না' লুনা-২৫, চন্দ্রযানের আগে চাঁদের মাটি ছুঁতে পারবে?
চাঁদের মাটি ছুঁতে পারবে লুনা-২৫?Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 10:18 AM

মস্কো: টক্কর দিচ্ছিল ইসরোর চন্দ্রযান(Chandrayaan-)কে, কিন্তু শেষ মুহূর্তে এসে ভেস্তে যাবে রাশিয়ার স্বপ্ন? রাশিয়ার (Russia) চন্দ্রাভিযানে শেষ মুহূর্তে এসে গোলযোগ। অন্তিম কক্ষপথে যাওয়ার পথে তৈরি হল ‘জরুরি অবস্থা’! রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হল, সফল হয়নি লুনা-২৫(Luna-25) র শেষ অপারেশন। চাঁদে অবতরণের ঠিক আগের মুহূর্তে ম্যানুভারের (Manoeuvre) সময়ে জরুরি অবস্থার সৃষ্টি হয়। উল্লেখ্য়, ভারতের চন্দ্রযানের আগেই,  আগামী ২১ অগস্ট চাঁদে অবতরণ করার কথা লুনা-২৫ এর। ঠিক তার আগেই ঘটল বিপত্তি।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শনিবার লুনা-২৫ এর চাঁদের প্রি-ল্যান্ডিং অরবিটে পৌঁছনোর কথা ছিল। সেই অনুযায়ী নির্দেশও দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কাজ করেনি লুনা-২৫। কী কারণে এমন ঘটল, তা এখনও জানানো হয়নি। বিবৃতিতে কেবল উল্লেখ করা হয়েছে যে জরুরি অবস্থা সৃষ্টির কারণে পরিকল্পনা মাফিক নির্দেশ অনুসরণ করে কক্ষপক্ষ বদলায়নি লুনা-২৫।

নির্দেশ অনুসরণ না করার ফলে লুনা-২৫ এর চাঁদে অবতরণ পিছিয়ে যাবে কি না,  সে সম্পর্কে কোনও কিছু জানাননি রাশিয়ার  মহাকাশ বিজ্ঞানীরা। উল্লেখ্য, আগামিকাল, সোমবারই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা লুনার। প্রায় ৫০ বছর পর প্রথমবার চন্দ্রাভিযানে নেমেছে রাশিয়া। ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণের প্রায় এক সপ্তাহ পরে রাশিয়া ভস্তোচেনি কসমোড্রোম থেকে  লুনা-২৫ উৎক্ষেপণ করে। কিন্তু ভারতের চন্দ্রযান-৩ এর দুইদিন আগেই চাঁদে অবতরণ করার কথা লুনা-২৫-র।

প্রসঙ্গত, গত জুন মাসেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বরিসভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন যে লুনা-২৫-এর এই চন্দ্রাভিযান যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এই মিশনে সাফল্যের সম্ভাবনা আনুমানিক ৭০ শতাংশ।

লুনা-২৫ যদি সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে, তবে আগামী এক বছর তা চাঁদের বিভিন্ন অংশ থেকে মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করবে। লুনাতেও লাগানো রয়েছে একাধিক ক্যামেরা। সেখান থেকে ইতিমধ্যেই পৃথিবী ও চাঁদের ছবি তুলে পাঠিয়েছে রাশিয়া মহাকাশযান।