Donald Trump: আত্মসমর্পণ করতে চলেছেন ট্রাম্প
Donald Trump: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "আমি বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।"
ওয়াশিংটন: তিন বছরের পুরানো মামলায় এবার আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় (Atlanta) গিয়ে আত্মসমর্পণ করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে ট্রাম্পের আত্মসমর্পণের সময় সংলগ্ন এলাকায় ‘কঠিন লকডাউন’ জারি করা হবে বলে স্থানীয় প্রশাসন তরফে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া প্রদেশে ২০২০ সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তবে গত ১৪ অগস্ট ট্রাম্প-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মোট ৪১টি অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মামলায় সহায়তা করার জন্যই তিনি আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার পোস্টে কী লিখেছেন ট্রাম্প?
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আমি বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।”
ট্রাম্পের এই ঘোষণার পরই আটলান্টা-সহ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার থেকে কড়া লকডাউন করার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে প্রশাসন জানিয়েছে। আত্মসমর্পণের সময় ট্রাম্পের আইনজীবী ও ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যার্টনির চুক্তি অনুসারে প্রাক্তন প্রেসিডেন্ট ২ লক্ষ ডলারের একটি মুচলেকায় স্বাক্ষর করবেন। যার শর্ত, বিচার চলাকালীন সময়ে সামাজিক মাধ্যমে কোনও হুমকি দেওয়া যাবে না।
প্রসঙ্গত, আগামী বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়েরও ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনার ঘটনা রাজনৈতিক মদতপুষ্ট বলেও অভিযোগ ট্রাম্পের।