Kidney Stone: কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে? কিডনি স্টোন এড়াতে যা কিছু খাবেন রোজ
Kidney Health: আপনার শরীর যদি ডিহাইড্রেটেড হয়, পর্যাপ্ত পরিমাণ তরল যদি না গ্রহণ করেন, তাহলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। প্রস্রাবের রং হলদে বা লালচে হওয়া যাওয়া, কোমরের নীচের অংশে যন্ত্রণা, বমি-বমি ভাব এগুলোই মূলত কিডনিতে পাথর হওয়ার লক্ষণ।