Virat Kohli: বিরাটের ব্যবসা ও ব্র্যান্ডের হাল-হকিকত…

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মোট সম্পত্তির পরিমাণ জানলে যে কারও চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন নামকরা ব্র্যান্ডের মুখ তিনি। রয়েছে তাঁর নিজস্ব ব্যবসা, ব্র্যান্ড এবং বিনিয়োগ। এক ঝলকে দেখে নিন বিরাট কোহলির ৯টি ব্যাবসা এবং ব্র্যান্ডের হাল-হকিকত...

| Edited By: | Updated on: Aug 12, 2023 | 8:29 AM
বিরাট কোহলির নিজস্ব জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে। তার নাম Wrogn। এটি আরসিবির ব্র্যান্ড স্পনসর।

বিরাট কোহলির নিজস্ব জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে। তার নাম Wrogn। এটি আরসিবির ব্র্যান্ড স্পনসর।

1 / 9
কোহলির Rage coffee ব্র্যান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে। তিনি এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও বটেন।

কোহলির Rage coffee ব্র্যান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে। তিনি এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও বটেন।

2 / 9
২০১৫ সালের মে মাসে বেঙ্গালুরুতে Chisel Fitness নামের একটি জিম এবং ফিটনেস সেন্টার খোলেন বিরাট কোহলি।

২০১৫ সালের মে মাসে বেঙ্গালুরুতে Chisel Fitness নামের একটি জিম এবং ফিটনেস সেন্টার খোলেন বিরাট কোহলি।

3 / 9
দিল্লিতে Nueva নামে বিরাট কোহলির একটি সাউথ-আমেরিকান রেস্তোরাঁ রয়েছে। যেখানে সস্ত্রীক কোহলিকে একাধিকবার দেখা গিয়েছে।

দিল্লিতে Nueva নামে বিরাট কোহলির একটি সাউথ-আমেরিকান রেস্তোরাঁ রয়েছে। যেখানে সস্ত্রীক কোহলিকে একাধিকবার দেখা গিয়েছে।

4 / 9
বিরাট কোহলি তাঁর জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে একটি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড One8 এ বিনিয়োগ করেছেন। যে ব্র্যান্ডের পুমার সঙ্গে কোলাবোরেশন রয়েছে।

বিরাট কোহলি তাঁর জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে একটি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড One8 এ বিনিয়োগ করেছেন। যে ব্র্যান্ডের পুমার সঙ্গে কোলাবোরেশন রয়েছে।

5 / 9
One8 commune বিরাট কোহলির রেস্তোরাঁ চেইন। দিল্লি, কলকাতা, পুনে-সহ একাধিক জায়গায় এই One8 commune এর ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

One8 commune বিরাট কোহলির রেস্তোরাঁ চেইন। দিল্লি, কলকাতা, পুনে-সহ একাধিক জায়গায় এই One8 commune এর ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

6 / 9
বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী, জনপ্রিয় বলিউড অভিনেতা অনুষ্কা শর্মার যৌথ শেয়ার রয়েছে Blue Tribe নামের একটি plant-based meat পন্যের স্টার্ট আপ কোম্পানিতে।

বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী, জনপ্রিয় বলিউড অভিনেতা অনুষ্কা শর্মার যৌথ শেয়ার রয়েছে Blue Tribe নামের একটি plant-based meat পন্যের স্টার্ট আপ কোম্পানিতে।

7 / 9
আইএসএলের ফ্র্য়াঞ্চাইজি এফসি গোয়ার কো-ওনার বিরাট কোহলি।

আইএসএলের ফ্র্য়াঞ্চাইজি এফসি গোয়ার কো-ওনার বিরাট কোহলি।

8 / 9
লন্ডনের একটি টেক-স্পোর্টস কোম্পানি Sport convo তে বিনিয়োগ করেছেন বিরাট কোহলি।

লন্ডনের একটি টেক-স্পোর্টস কোম্পানি Sport convo তে বিনিয়োগ করেছেন বিরাট কোহলি।

9 / 9
Follow Us: