Glenn Maxwell-Vini Raman: আসছে বেবি ম্যাক্সওয়েল, বিশেষ তামিল রীতি পালন করলেন অজি ক্রিকেটারের স্ত্রী ভিনি রমন

Valaikappu ceremony: চলতি বছরের সেপ্টেম্বরে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমনের কোল আলো করে আসবে তাঁদের প্রথম পুত্র সন্তান। সদ্য ভিনি তাঁর ইন্সটাগ্রামে ভালাইকপ্পু সেরেমনির ছবি শেয়ার করেছেন।

| Edited By: | Updated on: Jul 25, 2023 | 7:00 AM
শীঘ্রই পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন (Vini Raman)। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

শীঘ্রই পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন (Vini Raman)। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

1 / 8
২০২২ সালের মার্চে আরসিবির তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের বিয়ে হয়েছিল। তাঁরা খ্রিস্টান এবং তামিল দুই রীতি মেনেই বিয়ে করেছিলেন। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

২০২২ সালের মার্চে আরসিবির তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের বিয়ে হয়েছিল। তাঁরা খ্রিস্টান এবং তামিল দুই রীতি মেনেই বিয়ে করেছিলেন। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

2 / 8
 সদ্য গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন তাঁর ইন্সটাগ্রামে ভালাইকপ্পু রীতির বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে একটি নীল রংয়ের সিল্ক শাড়ি পরেছিলেন ভিনি। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

সদ্য গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন তাঁর ইন্সটাগ্রামে ভালাইকপ্পু রীতির বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে একটি নীল রংয়ের সিল্ক শাড়ি পরেছিলেন ভিনি। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

3 / 8
তামিলনাড়ুর দক্ষিণী মহিলারা গর্ভবতী থাকাকালীন, তাঁদের একটি ভালাইকপ্পু রীতি হয়। যা অনেকটা বেবি শাওয়ারের মতো। এই রীতিকে ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়। গর্ভবতী মহিলাদের আশীর্বাদ করার জন্য এই অনুষ্ঠান করা হয়। ভিনি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাই ভিনির পরিবারও এই রীতিটি পালন করেছে। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

তামিলনাড়ুর দক্ষিণী মহিলারা গর্ভবতী থাকাকালীন, তাঁদের একটি ভালাইকপ্পু রীতি হয়। যা অনেকটা বেবি শাওয়ারের মতো। এই রীতিকে ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়। গর্ভবতী মহিলাদের আশীর্বাদ করার জন্য এই অনুষ্ঠান করা হয়। ভিনি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাই ভিনির পরিবারও এই রীতিটি পালন করেছে। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

4 / 8
ভিনি তাঁর ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, 'বেবি ম্যাক্সওয়েলকে আশীর্বাদ দেওয়ার জন্য ভালাইকপ্পু সেরেমনি।' (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

ভিনি তাঁর ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, 'বেবি ম্যাক্সওয়েলকে আশীর্বাদ দেওয়ার জন্য ভালাইকপ্পু সেরেমনি।' (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

5 / 8
এই ভালাইকপ্পু সেরেমনিকে যেহেতু ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়, তাই ভিনি একটি ব্যাঙ্গেলসের ছবিও শেয়ার করেছেন। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

এই ভালাইকপ্পু সেরেমনিকে যেহেতু ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়, তাই ভিনি একটি ব্যাঙ্গেলসের ছবিও শেয়ার করেছেন। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

6 / 8
চলতি বছরের ১১ মে গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন জানিয়েছিলেন, তাঁদের কোল আলো করে আসছে 'রেনবো বেবি'। তাঁদের পুত্রসন্তান আসতে চলেছে এ বছরের সেপ্টেম্বরে। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

চলতি বছরের ১১ মে গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন জানিয়েছিলেন, তাঁদের কোল আলো করে আসছে 'রেনবো বেবি'। তাঁদের পুত্রসন্তান আসতে চলেছে এ বছরের সেপ্টেম্বরে। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

7 / 8
ম্যাক্সি আর ভিনির তাঁদের প্রথম সন্তানকে রেনবো বেবি বলেছেন কেন? আসলে, সাধারণত যে সকল দম্পতি সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাঁদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মৃত সন্তানের জন্ম, সদ্যোজাত শিশুর মৃত্যু, মিসক্যারেজের মতো ঘটনার পরে যখন সুস্থ সন্তানের জন্ম হয়, তখন ওই শিশুকে রেনবো বেবি বলা হয়। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

ম্যাক্সি আর ভিনির তাঁদের প্রথম সন্তানকে রেনবো বেবি বলেছেন কেন? আসলে, সাধারণত যে সকল দম্পতি সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাঁদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মৃত সন্তানের জন্ম, সদ্যোজাত শিশুর মৃত্যু, মিসক্যারেজের মতো ঘটনার পরে যখন সুস্থ সন্তানের জন্ম হয়, তখন ওই শিশুকে রেনবো বেবি বলা হয়। (ছবি- ভিনি রমন ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: