মার্কিন মুলুকের টি-২০ লিগ শেষের পথে। দেখতে দেখতে মেজর লিগ ক্রিকেটের লাস্ট ল্যাপ চলে এসেছে। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)
উদ্বোধনী MLC-র প্রথম ফাইনালিস্ট পাওয়া গিয়েছে। তারা হল সিয়াটেল অরকাস। (ছবি-সিয়াটেল অরকাস টুইটার)
এ বারের এমএলসিতে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে এই সুন্দর ট্রফি। আজ, ২৯ জুলাই পাওয়া যাবে এমএলসির প্রথম সংস্করণের দ্বিতীয় ফাইনালিস্ট। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)
মার্কিন মুলুকের টি-২০ লিগ এমএলসির চ্যালেঞ্জার ম্যাচে মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস এবং এমআই নিউ ইয়র্ক। যে দল জিতবে তারা হবে এ বারের এমএলসির দ্বিতীয় ফাইনালিস্ট। (ছবি-এমএলসি টুইটার)
মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার পাবেন এই সুন্দর সোনালি ট্রফি। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)
মেজর লিগ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার পাবেন এই ট্রফি। আপাতত এমএলসির ৬ ম্যাচে খেলে এই তালিকায় শীর্ষে রয়েছেন সিয়াটেল অরকাসের হেনরিখ ক্লাসেন। তিনি ৬ ম্যাচে করেছেন ২৩১ রান। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)
এমএলসির সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পাবেন এই ট্রফি। আপাতত ৬ ম্যাচে খেলে এই তালিকার শীর্ষে রয়েছেন এমআই নিউ ইয়র্কের ট্রেন্ট বোল্ট। মেজর লিগ ক্রিকেটে এখনও অবধি ৬টি ম্যাচে খেলে ১৫টি উইকেট নিয়েছেন কিউয়ি বোলার। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)
মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণে সেরা ডোমেস্টিক ক্রিকেটার পাবেন এই সুন্দর সোনালি ট্রফিটি। (ছবি-এমএলসি ইন্সটাগ্রাম)