সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার খবর নিশ্চিতই ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। সেটুকুও সম্পন্ন হয়ে গেল। অফিশিয়ালি আল হিলালে যোগ দিলেন নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
আল হিলালের টুইটার পেজে নেইমারের একগুচ্ছ ছবি পোস্ট করা হয়েছে। এশিয়ার 'লিডার' ক্লাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্বাগত জানিয়েছে সৌদির ক্লাবটি। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
পিএসজির হয়ে বছরে আড়াই কোটি ইউরো স্যালারি পেতেন নেইমার। আল হিলালে পাবেন ১৬ কোটি ইউরো! দুটি মরসুমে ৩২ কোটি ইউরোর চুক্তি হয়েছে। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
২০২৫ সালের জুন মাস পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি হয়েছে নেইমারের। আনুষ্ঠানিকভাবে আল হিলালের ফুটবলার হিসেবে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
নিজেদেরকে এশিয়ার 'লিডার' ক্লাব বলে থাকে আল হিলাল। ৬৬টি ট্রফি জয়ী ক্লাবটি এশিয়া মহাদেশের সবচেয়ে সফল ক্লাব। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার। (ছবি: আল হিলালের টুইটার পেজ)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর বিশ্ব ফুটবলের আরও এক সুপারস্টার যোগ দিলেন সৌদি আরবের ক্লাবে। নয়া ক্লাবে যোগ দিয়ে নেইমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে বলেছেন, "আমি এখন সৌদি আরবে। আমি এখন আল হিলালে।" (ছবি: আল হিলালের টুইটার পেজ)