Jenni Hermoso: হুবহু মেসির মতো! বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমোলেন জেনি হার্মোসো

FIFA Women's World Cup 2023: ২০ অগস্ট দিনটা স্বর্ণাক্ষরে লিখে রাখবে স্পেনের ফুটবল প্রেমীরা। এই প্রথম বার মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল স্পেন। প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল স্পেন। তাতে ইংল্যান্ডকে ১-০ হারিয়ে বিশ্ব জয় করেছে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে ট্রফি কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ স্পেনের ফুটবলার জেনি হার্মোসো। তাই তিনি বেছে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পন্থা।

| Edited By: | Updated on: May 07, 2024 | 4:50 PM
২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ ট্রফি কোনও ভাবেই হাতের মুঠো থেকে ছাড়ছিলেন না লিওনেল মেসি (Lionel Messi)। বহু বছরের স্বপ্নপূরণ হওয়ায় বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুমিয়েও ছিলেন মেসি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ ট্রফি কোনও ভাবেই হাতের মুঠো থেকে ছাড়ছিলেন না লিওনেল মেসি (Lionel Messi)। বহু বছরের স্বপ্নপূরণ হওয়ায় বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুমিয়েও ছিলেন মেসি।

1 / 8
এ বার লিওনেল মেসির মতো বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমোনোর কাণ্ড ঘটালেন স্পেনের (Spain) এক মহিলা ফুটবলার।

এ বার লিওনেল মেসির মতো বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমোনোর কাণ্ড ঘটালেন স্পেনের (Spain) এক মহিলা ফুটবলার।

2 / 8
কথা হচ্ছে ৩৩ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ড জেনি হার্মোসোকে নিয়ে। তিনিই মেসিকে নকল করেছেন।

কথা হচ্ছে ৩৩ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ড জেনি হার্মোসোকে নিয়ে। তিনিই মেসিকে নকল করেছেন।

3 / 8
আসলে স্প্যানিশ মহিলা ফুটবলার জেনি হার্মোসো বিশ্বকাপ ট্রফি নিয়ে বেডে শুয়ে থাকার এক ছবি X সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেছেন।

আসলে স্প্যানিশ মহিলা ফুটবলার জেনি হার্মোসো বিশ্বকাপ ট্রফি নিয়ে বেডে শুয়ে থাকার এক ছবি X সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেছেন।

4 / 8
ওই ছবিটি দেখার পর থেকে সকলে বলাবলি করছেন, স্পেনের মহিলা ফুটবলার জেনি হার্মোসো তো মেসির দেখানো পথে হাঁটলেন। এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে।

ওই ছবিটি দেখার পর থেকে সকলে বলাবলি করছেন, স্পেনের মহিলা ফুটবলার জেনি হার্মোসো তো মেসির দেখানো পথে হাঁটলেন। এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে।

5 / 8
স্প্যানিশ তারকা জেনি হার্মোসো এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'একটা সঠিক স্বপ্ন... যা পূরণ হয়েছে।' (বাঁ দিকের প্রথমে জেনি হার্মোসো।)

স্প্যানিশ তারকা জেনি হার্মোসো এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'একটা সঠিক স্বপ্ন... যা পূরণ হয়েছে।' (বাঁ দিকের প্রথমে জেনি হার্মোসো।)

6 / 8
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের হয়ে ৭টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জেনি হার্মোসো। তাতে তিনি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছিলেন।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের হয়ে ৭টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জেনি হার্মোসো। তাতে তিনি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছিলেন।

7 / 8
বর্তমানে এক অন্য কারণেও আলোচনার কেন্দ্রে রয়েছেন জেনি হার্মোসো। আসলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে জেনি হার্মোসোকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলেন। এই কাজের জন্য লুইস বিরাট সমালোচিত হয়েছেন। প্রথমে জেনি জানিয়েছিলেন, বিষয়টি তাঁর ভালো লাগেনি। যদিও পরবর্তীতে তিনি জানান, পুরো বিষয়টাই আনন্দের উত্তেজনা থেকে হয়েছিল।

বর্তমানে এক অন্য কারণেও আলোচনার কেন্দ্রে রয়েছেন জেনি হার্মোসো। আসলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে জেনি হার্মোসোকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলেন। এই কাজের জন্য লুইস বিরাট সমালোচিত হয়েছেন। প্রথমে জেনি জানিয়েছিলেন, বিষয়টি তাঁর ভালো লাগেনি। যদিও পরবর্তীতে তিনি জানান, পুরো বিষয়টাই আনন্দের উত্তেজনা থেকে হয়েছিল।

8 / 8
Follow Us: